সাভারে হকার বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ঢাকার সাভারে ফুটপাথে হকার বসাকে কেন্দ্র করে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও বর্তমান সংসদ সদস্য সাইফুল ইসলামের সমর্থকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার রাত সাড়ে ৯ টায় সাভার বাজার বাসস্ট্যান্ডে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন, আনোয়ার (৪৫), আপন (১৮), কাজল (৩৫), জুয়েল (৪০), সোহেল (৩৫), লিটন (৩০), শিপার (৩০), আব্দুর রহমান (২০) এবং বিল্লাল হোসেন (২০) ও রতন হোসেন (৩০)। এদের মধ্যে শেষের তিনজন বর্তমান সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সমর্থক। বাকিরা সবাই সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা.এনামুর রহমানের সমর্থক বলে জানা গেছে।
হকারদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের সমর্থক রতন হোসেন বাদী হয়ে একটি মামলা (মামলা নং-১৭) দায়ের করেছেন।মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান, পিপিএম।
শনিবার (৯ মার্চ) দুপুরে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। এতে ছাত্রলীগ ও হকার্স লীগের নেতাদের আসামি করা হয়েছে।আসামিরা হলেন, বাংলাদেশ হকার্সলীগ সাভার উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির মোল্লা (৫০), সহ-সভাপতি রমজান (৪৫), সাংগঠনিক সম্পাদক জুয়েল (৩২), বাংলাদেশ হকার্স লীগ সাভার পৌর শাখার সভাপতি নজরুল ইসলাম (৪০), সাংগঠনিক সম্পাদক আনোয়ার (৫০) ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম (৩৫) এবং ইসমাইল (৪০), লিটন (৩৫), মামুন (৩৩)। এছাড়াও অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামী করা হয়েছে। মামলার প্রধান আসামি আব্দুল কাদির মোল্লা ছাড়া সবাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ডা. এনামুর রহমানের সমর্থক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় সুমন, আকবর ও রতন হোসেনের নেতৃত্বে শতাধিক ব্যক্তি মাইক হাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের আরএস টাওয়ার থেকে শুরু করে নিউ মার্কেট পর্যন্ত সশস্ত্র মহড়া দেয়। তারা মাইকিং করে হকারদের বলেন, কোন হকার রাস্তায় বসতে পারবে না, তাদের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। আদেশক্রমে ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। নিউমার্কেট থেকে ফেরার পথে মাছ বাজারের সামনে ওই দলের উশৃংখল সদস্যরা হকারদের অকথ্য ভাষায় গালমন্দ ও মালামালসহ ভ্যান উল্টে দেয়। এর প্রতিবাদ করলে হকারদের ওপর হামলা চালায় তারা। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হন।
মাইকিং ও এই সংঘর্ষের ঘটনার কয়েকটি ভিডিও প্রতিবেদকের হাতে রয়েছে।
এমএসএম / এমএসএম
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল