কর্ণফুলী ক্রীড়া সংস্থার সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবি সংগঠকদের

সদ্য ঘোষিত কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটি বাতিল করা ও প্রকৃত ক্রীড়া সংগঠকদের নিয়ে পুনরায় নতুন কমিটি গঠন করার জন্য লিখিত অভিযোগ করেছেন কর্ণফুলীর ৯জন ক্রীড়া সংগঠক।
১৪ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত এর কাছে এ বিষয়ে তারা লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগকারীরা হলেন, শিকলবাহা ক্রীড়া চক্রের সভাপতি ও বিভাগীয় পর্যায়ের রেফারি মো. মুছা, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, সাবেক খেলোয়াড় ও সমাজ কল্যাণের সভাপতি ইউপি সদস্য সাইফুদ্দিন মানিক, উপজেলা ক্রিকেট ও সমাজ কল্যাণের সহ-সভাপতি আবু জাফর ছিদ্দিক (বাবু), সাবেক খেলোয়াড় ও মিতালি সংঘের সভাপতি আকতার জাবেদ, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক আহম্মদ শরীফ মনির, কর্ণফুলী ক্রিকেট একাডেমির সভাপতি ও সাবেক খেলোয়াড় মো. সালা উদ্দিন, এএফসি কোচ ও ক্রীড়া সংগঠক মো. ফরিদ এবং শিকলবাহা স্পোর্টস ক্লাবের সভাপতি মো. ইয়াছিন আরাফাত। এরা সকলেই কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্পোর্টস ক্লাব, দল, সংস্থা এবং একাডেমীর কর্মকর্তা বলে দাবি করেন।
তারা অভিযোগ করেন, বিগত ২০১৮ সালে গঠিত হয় কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি। এ কমিটির মেয়াদ শেষ হয় ২০২৩ সালে ৯ সেপ্টেম্বর। কিন্তু যথা সময়ে বিধি মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের নতুন কমিটি গঠন করা হয়নি।
অভিযোগকারীরা আরও বলেন, ৬ মাস পরে নতুন কমিটি গঠন করলেও তাতে কর্ণফুলীর ক্রীড়াঙ্গনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত এমন সদস্যের না জানিয়ে তাদের অগোচরে নতুন এ কমিটি গঠন করা হয়েছে।
তারা দাবি করেন, সদ্য ঘোষিত নতুন কমিটি প্রকৃত ক্রীড়া সংগঠকদের মূল্যায়ন করা হয়নি। কমিটিতে যারা জায়গা পেয়েছেন তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্রীড়া-সংস্কৃতির সাথে জড়িত নয়, এমন ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করেন অভিযোগ পত্রে।
কর্ণফুলী উপজেলার ক্রীড়াঙ্গনকে সচল ও গতিশীল করার জন্য সদ্য ঘোষিত কমিটি বাতিল করে পুনরায় প্রকৃত ক্রীড়া সংগঠকদের দিয়ে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের আবেদন জানিয়েছেন। এ সময় তারা বিগত কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের বিভিন্ন ব্যর্থতার কথাও উল্লেখ করেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে শুনানি ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সম্পাদকের সঞ্চালনায় সাধারণ সভায় কর্ণফুলীতে উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন করা হয়।এতে আগামী ৪ বছরের জন্য গঠিত ওই কমিটিতে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাতকে সভাপতি ও মুহাম্মদ সেলিম হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান
