সেনা কর্মকর্তা সেজে রাবি ছাত্রীর সাথে প্রেম,প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
সেনা কর্মকর্তা সেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীর সঙ্গে প্রেমের পর প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। হিন্দু হয়েও ভূয়া ফেইসবুক আইডি খুলে মুসলিম পরিচয়ে এ প্রতারণা করেন তিনি। শনিবার গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোবারক পারভেজ। গ্রেপ্তারকৃত হলেন চিন্তাহরন বিশ্বাস (৩৯)। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার থলপাড়ার মহেন্দ্র বিশ্বাসের ছেলে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, চিন্তাহরণ কখনো নিজেকে সেনাবাহিনী, কখনো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আত্মীয়দের ঊর্ধ্বতন কর্মকতার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষদের বিভিন্ন প্রলোভন দেখাতেন এবং প্রতারণা করতেন। তার মূল টার্গেট থাকত নারী। প্রেমের ফাঁদে ফেলে তিনি এই প্রতারণা করতেন। পূর্বেও তার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। ফলে ভূয়া সরকারী কর্মকর্তার পরিচয় বহন ও প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চিন্তাহরন হিন্দু ধর্মের অনুসারী হয়েও রোয়ান সিকদার নামে একটি ভুয়া ফেইসবুক আইডি খোলেন। পাঁচ মাস পূর্বে এই ফেইসবুক আইডি ব্যবহার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে পরিচিত হয়। তখন তিনি নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন এবং সেনাবাহিনীর অধীনে ক্যালিফোর্নিয়াতে পিএইচডি করছে বলে জানান। তাছাড়াও বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বড় ভাই পুলিশ সুপার ও ভাই-বোন, ভাবি ডাক্তার বলে জানান এবং ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এপ পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন চিন্তাহরণ। ভুক্তভোগীর দুলাভাইকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির প্রলোভন দেখিয়ে গত ২৭ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন মাধ্যমে দুই লাখ টাকা নেন এবং চাকরি না দিয়ে আরো তিন লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন। এসময় ভুক্তভোগী ও পরিবারের মধ্যে সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ অনুসন্ধান চালিয়ে ভূয়া সেনা কর্মকর্তা রোয়ান সিকদারের প্রকৃত পরিচয় জানতে পারে এবং কৌশলে টাঙ্গাইল থেকে অভিযুক্তকে রাজশাহী আনেন। পরে রাজশাহীর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে এবং রাতে প্রতারণা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এমএসএম / এমএসএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
Link Copied