ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

রামগঞ্জ সড়ক অবৈধ ট্রাক্টর ট্রলির দখলে


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৩-২০২৪ দুপুর ৪:৪১

 রামগঞ্জ  উপজেলার সড়ক দাপিয়ে বেড়াচ্ছেন অবৈধ ট্রাক্টর ট্রলি এ যেনো দেখার কেউ নেই, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মধ্য  ইট,বালু,মাটি বহনকারী ট্রলি ও ট্রাষ্টারের বেপরোয়া  ভাবে চলছে। এই সব অবৈধ ট্রাক্টর ট্রলি ব্যবহার হচ্ছে বেশিরভাগ ইট ভাটার কাজে। এই সব অবৈধ ট্রাক্টর ট্রলির কারনে বাড়ছে প্রতিনিয়ত দুর্ঘটনা। নষ্ট হচ্ছে সরকারের হাজার হাজার কোটি টাকা ব্যয়ের সড়ক । এই সব ট্রাক্টর ট্রলির অবৈধ হলেও উপজেলার  প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা  অদৃশ্য শক্তিকে কাজে লাগিয়ে চলছে এই সব অবৈধ ট্রাক্টর ট্রলি ।
এ যেনো কোনভাবে বন্ধ হয় না ।অবৈধ ট্রলি চলাচল, নেওয়া হয় না কার্যকর কোনো ব্যবস্হা। দেশের কৃষি উন্নয়ন ও চাষাবাদের জন্য সরকার বিদেশ থেকে ট্রাষ্টর আমদানি অনুমতি দেয়। কিন্তু চাষাবাদের জন্য আমদানি করা এই ট্রাষ্টকে পরিবর্তন করে সড়কে যানবাহন হিসাবে ব্যবহার করা হয়।এই ট্রাষ্টর ট্রলি নেই কোনো লাইসেন্স, নেই কোনো  রোড ফারর্মেট,নেই কোনো লুকিং গ্লাস, নেই কোনো এন্ডি কাটার সিগন্যাল লাইট, চালকদের নেই কোনো ডাইভিং লাইসেন্স,অধিকাংশ  অদক্ষ ও কিশোর দিয়েই চালানো হয় এই সব অবৈধ ট্রাক্টর ট্রলি । সড়ক গুলোতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ট্রাক্টর ট্রলি।  ফলে বাড়চ্ছে দুর্ঘটনা।
শিক্ষা প্রতিষ্ঠানের সংলগ্ন রয়েছে কয়েকটি ইটভাটা এইসব ইটভাটার কাজে ব্যবহার হচ্ছে এই সব অবৈধ ট্রাক্টর ট্রলি। ছাত্র - ছাত্রীদের ক্লাশ করতে অসুবিধা হচ্ছে এইসব দানবীয় ট্রাক্টর ট্রলির ধুলাবালুর কারণে।অধিক শব্দ দূষণ এর কারনে ক্লাসে শ্রেণি শিক্ষকের পড়া ও ঠিকমতো বুঝা যায় না। স্কুল কলেজ-মাদ্রসায় পড়ুয়া শিক্ষার্থীরা আরো বলেন,তাদের আসা যাওয়ার করতে অনেক অসুবিধা হয়। পুরা রাস্তা ধুলা বালি এবং বর্ষার সময় কাঁদা জমে যায় রাস্তা। জীবনের ঝুঁকি নিয়ে আসতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে। 
বিভিন্ন সড়ক দেখা যায় কৃষি জমি থেকে মাটি নিয়ে মেইন সড়ক দিয়ে চলাচল করছে এই সব অবৈধ ট্রাক্টর ট্রলি। 
প্রতিটি রাস্তার সাইড ভেঙে যাচ্ছে। প্রতিটি সড়কে ছোট বড় উচু নিচু প্রচুর গর্ত সৃষ্টি হয়, সড়কের বেহাল দশা হয়,বর্ষা সময় কোনটি মাটির রাস্তা, কোনটি পাকা সড়ক বুঝার উপায় থাকে না। এইভাবে প্রতিদিন শত শত ট্রাষ্টর ও ট্রলি দাপিয়ে বেড়াচ্ছে পুরো উপজেলা জুড়ে । 
এই বিষয়ে টাষ্ট্রর ট্রলি মালিক সমিতির সাধারণ সম্পাদক, মনির হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন,আসলে অবৈধ হলে কি হবে। চলতে হবে, চালাইতে হবে,মোটামুটি সব কিছু ম্যানেজ করেই চালাই।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ সোলাইমান জানান, পরিস্থিতি স্বাভাবিক। 
উপজেলা নির্বাহী অফিসার মোসা:শারমিন ইসলাম জানান,অভিযান করে যাচ্ছি গতমাসে ও মাটি কাটা বন্ধ করা ও ট্রলির বিরোদ্ধ ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ৮ লক্ষ টাকা জরিমানা করেছি,অভিযান অব্যহত থাকবে।

এমএসএম / এমএসএম

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত