ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষনের অভিযোগ, দুই লাখ টাকায় রফাদফা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৫-৩-২০২৪ দুপুর ৪:১
মাদারীপুরের কালকিনিতে বিয়ের আশ^াসে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা, দুই লাখ টাকা মীমাংসার অভিযোগ উঠেছে এক সংরক্ষিত ইউপি সদস্যের বিরুদ্ধে। যদিও একটি টাকাও দেয়া হয়নি ভুক্তভোগীকে। ঘটনার পর লোকলজ্জার ভয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় ওই কিশোরী। পরে এলাকায় জানাজানি হলে বাড়িছাড়া কিশোরীর পরিবার। এদিকে ধর্ষণের ঘটনা অকপটে স্বীকার করেছে অভিযুক্ত সাকিব হোসেন। আর টাকার বিনিময়ে সালিশীর কথাও সরল স্বীকারোক্তি দিলেন ইউপি সদস্য। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।
জানা যায়, সাকিব হোসেনের সাথে আড়াই বছরের প্রেমের সম্পর্ক প্রতিবেশি ওই কিশোরীর। বিভিন্ন জায়গায় একসাথে রাত্রিযাপন, হয়েছে শারিরিক সম্পর্কও। কিন্তু বিয়ে করতে অস্বীকার সাকিবের। পাশাপাশি বাড়ি হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের চরফতে-বাহাদুরপুর গ্রামের হেমায়েত সরদারের ছেলে সাকিব হোসেন বিয়ের আশ্বাস  দিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সাকিব মেয়েটিকে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে মেয়েটির পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিলে সম্প্রতি স্থানীয়দের দিয়ে সালিশ-বৈঠক বসায় সাকিব। শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য কামরুন নাহারের নেতৃত্বে সালিশীতে দুই লাখ টাকায় রফাদফা হয়। পরে স্ট্যাম্পে লিখিত দিতে বাধ্য করা হয় নির্যাতিতাকে। কিন্তু কিশোরীকে দেয়া হয়নি একটি টাকাও। বিষয়টি জানাজানি হলে গত ২০ মার্চ বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় ওই কিশোরী। গুরুতর অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। এরপর লোকলজ্জার ভয়ে এলাকাছাড়া নির্যাতিতার পরিবার। ঘটনার পর সাকিবের বাড়ি গিয়েও পরিাবরের কাউকেই পাওয়া যায়নি।
কিশোরীকে ধর্ষনের ঘটনা মুঠোফোনে অকপটে স্বীকার করলেন অভিযুক্ত। আর টাকার বিনিময়ে সালিশীর কথাও সরল স্বীকারোক্তি দিলেন সংরক্ষিত ইউপি সদস্য। এ ব্যাপারে নির্যাতিতাকে সব ধরনের আইনী সহায়তার পাশাপাশি সালিশবৈঠক বসানোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানান পুলিশ সুপার।
ভুক্তভোগী মেয়েটি বলেন, সালিশীতে তারা জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে। সাকিবের সা্েযথ আমার সব সম্পর্কই হয়েছে, আমি সাকিবকে বিয়ে করতে চাই। কিন্তু এলাকার কিছু লোক মীমাংসার জন্য বলছে। তারা টাকা নিয়ে মীমাংসা হতে বলছে, আমি টাকা চাই না।
অভিযুক্ত সাকিব হোসেন বলেন, আপনি এমন কিছুই করবে না, যাতে আমার পেটে লাথি পড়ে। আমি আপনার কাছে কিছুই লুকাবো না, মেয়েটির সাথে আমার শারিরিক সম্পর্ক হয়েছে। হোটেলেও রাত্রিযাপন করেছি। দুজনের ইচ্ছাতেই সবকিছু হয়েছে। হোটেলে থাকাকালীন দুইএকটা ছবি হয়তো মেয়েটি তুলে রেখেছে। সবকিছুই এখন আপনার হাতে, আমার ক্ষতি হয় এমন কিছু করবে না।
কালকিনির শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য কামরুন নাহার বলেন, সালিশীতে অনেকেই উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত হয়েছে সাকিবের সাথে মেয়েটি আর যোগাযোগ করবে না। এজন্য দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই টাকা মেয়েটিকে বুঝিয়ে দেয়া হয়েছে। নির্যাতিতা মেয়েটি একটি টাকাও পায়নি, এমন প্রশ্নে তিনি জানান, নগদ দুই লাখ টাকা গুনে দেয়া হয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, ধর্ষণের ঘটনা এরইমধ্যে নজরে এসেছে পুলিশের। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এটা কোন অবস্থাতেই আপোষ বা মীমাংসাযোগ্য নয়। যারা সালিশ-বৈঠক করেছে সবাইকে আইনের আওতায় আসতে হবে। এছাড়া নির্যাতিতা মেয়েটি যাতে নায্য বিচার পায়, সে ব্যাপারেও আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

কালীগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু

বেনাপোলে মেয়াদোত্তীর্ণ কমিটিতে চলছে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন

শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ

পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ বাকেরগঞ্জ বাসী

সীমান্তে রোহিঙ্গা পারাপারে সক্রিয় পাচঁ পাচারকারী আটক

রিকশাচালকের ছেলে রতন স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

বিদ্যালয়ের মূল্যবান গাছ কম দামে বিক্রির অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও তার স্বামীর বিরুদ্ধে

গোমস্তাপুরে বিএনপি নেতা মাসুদের গণসংযোগ

টাঙ্গাইলে নিউ ধলেশ্বরী নদীতে বালুবাহী বাল্কহেড চলাচলের ভাঙনে ৪০ পরিবার নিঃস্ব

কুড়িগ্রামে দুধকুমার নদীতে ডুবে বৃদ্ধা নিখোঁজ

পাঁচবিবিতে কৃষকের বাড়ী ভস্মীভূত, শত্রুতার আগুন নাকি, শর্ট সার্কিট ?

ঝিনাইদহ সূর্যের হাসি ক্লিনিকে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় বাবা ও মেয়ে দুজন নিহত