বাউবি ও বশেমুরকৃবি শিক্ষক সমিতি
নতুন পেনশন স্কিম প্রত্যাখ্যান, সতন্ত্র বেতন কাঠামো দাবি
অর্থ মন্ত্রণালয় কতৃর্ক গত ১৩ মার্চ জারিকৃত সর্বজনীন পেনশন বিষয়ক প্রজ্ঞাপনকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বৈষম্যমূলক ব্যবস্থা বলে মনে করে। সোমবার পৃথক দুটি বিবৃতিতে এ কথা জানান তারা। বাউবি শিক্ষক সমিতির সভাপতি ড. কে এম রেজানুর রহমান ও সাধারণ সম্পাদক ড. মো. শহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এটি কার্যকর করা হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী বেশি ক্ষতিগ্রস্থ হবেন এবং আগামীতে মেধাবীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় আসতে নিরুৎসাহিত হবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে যে স্বায়ত্তশাসন প্রদান করেছিলেন, নতুন এই পেনশন ব্যবস্থা তার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন ও গবেষণার মাধ্যমে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কিন্তু এই প্রজ্ঞাপন বাস্তবায়িত হলে শিক্ষাক্ষেত্রের অগ্রযাত্রা ব্যাহত হবে। ফলে নতুন এ প্রজ্ঞাপন নিয়ে শিক্ষকদের মাঝে হতাশা ও অসন্তুষ্টি তৈরি হয়েছে। চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যেখানে শিক্ষকদেরকে আরো বেশি উৎসাহিত করা প্রয়োজন, সেখানে এ ধরনের অপচেষ্টাকে বাউবি শিক্ষক সমিতি দূরভিসন্ধি বলে মনে করছে। এমতাবস্থায় বাউবি শিক্ষক সমিতি নতুন এই পেনশন স্কিমকে প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানিয়েছে।
অপরদিকে, পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বশেমুরকৃবি শিক্ষক সমিতির বিবৃতি জানানো হয়, এই প্রজ্ঞাপন জারির ফলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এটি কার্যকর হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হবেন। বশেমুরকৃবি শিক্ষক সমিতি মনে করে এই প্রজ্ঞাপনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষাদর্শনের পরিপন্থি। একটি উন্নত সমৃদ্ধ জাতি গঠনে জ্ঞানসমৃদ্ধ জনগোষ্ঠী প্রয়োজন হয়। যার রূপকার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়সমূহ; এটি অনুধাবন করেই বাংলাদেশ স্বাধীনতা লাভের অব্যবহিত পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন প্রদান করে শিক্ষা ও গবেষণাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন এবং শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শিক্ষা ও গবেষণার প্রতি জোর দিয়েছেন এবং দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে উৎসাহ প্রদান করছেন ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তখন হঠাৎ করেই এই বৈষম্যমূলক পদক্ষেপ দেশের মেধাসম্পন্ন জনগোষ্ঠীকে বিভাজিত করা হচ্ছে, ফলে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নত রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়ন ব্যাহত হবে। কেননা, এর ফলে মেধাবীরা শিক্ষকতা ও গবেষণা পেশায় আসতে অনাগ্রহী হবে এবং সামগ্রিক শিক্ষা ও গবেষণার উপর নেতিবাচক প্রভাব পড়বে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর দুরভিসন্ধি রয়েছে কিনা সেটাও ভেবে দেখা দরকার। একই বেতন স্কেলের আওতাধীন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভিন্ন নীতি সংবিধানের মূল চেতনার সঙ্গেও সাংঘর্ষিক। বর্তমান সরকার টানা চতুর্থবার ক্ষমতায় এসে উন্নত বাংলাদেশ বিনির্মাণের অবশিষ্ট কাজ সম্পন্ন করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজও তাঁর উন্নয়ন যাত্রায় বিপুল উৎসাহ নিয়ে পেশাগত দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ রয়েছেন, ঠিক সেই মুহূর্তে বিদ্যমান সুবিধা থেকে বঞ্চিত করে শিক্ষকদের আন্দোলনের পথে ঠেলে দেওয়ার পুরানো কৌশল শুরু হয়েছে বলে বশেমুরকৃবি শিক্ষক সমিতি মনে করে। সর্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে নতুবা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্থিতিশীলতা নষ্ট হবে। বশেমুরকৃবি শিক্ষক সমিতি অনতিবিলম্বে এই বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের মধ্যে সৃষ্ট হতাশা ও অসন্তুষ্টি দূরীকরণের আশু পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন
পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা
যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন
আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত
বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম
শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত
নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
চাঁদপুরে শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন
চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
Link Copied