ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কালুরঘাট ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণে দুর্নীতির তদন্তে দুদক


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৭-৩-২০২৪ দুপুর ১:৩৫

চট্টগ্রামের কালুরঘাট সেতুর উভয় পাশে ফেরিঘাট  ও সংযোগ সড়ক নির্মাণে কোটি টাকার দুর্নীতির  অভিযোগের প্রেক্ষিতে  তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল সোমবার দুপুরে কালুরঘাট ফেরিঘাটে গিয়ে তথ্য সংগ্রহে সরেজমিন পরিদর্শন  করেন দুদক কর্মকর্তারা। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেন বলেন, ‘ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্ত করার অংশ হিসেবে আমরা তথ্য সংগ্রহ করতে মাঠে নেমেছি , তদন্তের স্বার্থে  বিস্তারিত পরে জানানো হবে।’

এর আগে  ১৯ সেপ্টেম্বর কালুরঘাটে ফেরিঘাট নির্মাণে অনিয়ম দুর্নীতি  ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনী  নোটিশ  চট্টগ্রাম জজ কোর্টে আইনজীবী সেলিম চৌধুরী।   চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব বরাবরে পাঠানো নোটিশে  উল্লেখ করা হয়, ২৮ জানুয়ারি, ২০২৩ তারিখে বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদন মারফত জানতে পারি- বড় ধরনের সংস্কার কাজের জন্য কালুরঘাট সেতু বন্ধ রেখে পারাপারের বিকল্প হিসেবে নিচ দিয়ে ফেরি সার্ভিস চালু করা হবে। এ লক্ষ্যে কোন টেন্ডার ছাড়াই  ৪ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে কর্ণফুলীর উভয় পাড়ে এপ্রোচ সড়কে ব্রিক সলিন করে এতে বিপুল অংকের টাকা আত্মসাৎ করা,   সম্ভাব্যতা যাচাই না করেই  অপরিকল্পিত  ফেরী ঘাট নির্মান করে জনদূর্ভোগ সৃষ্টি করা হয়।    ১ আগস্ট ফেরি চালুর প্রথম দিনেই যাতায়াতে ভোগান্তিতে পড়ে দক্ষিণের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ।
‘সংবাদমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ জনভোগান্তির চিত্র গুরুত্ব সহকারে প্রকাশিত হলে বিষয়টা নাড়া দেয় অনেককেই। আমরা মনে করি, এ কাজে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে কারো দ্বারা প্ররোচিত হয়ে ইচ্ছেকৃতভাবে এখানে অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলা করে ভোগান্তি বাড়িয়ে জনগণকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করেছেন’। অথবা দুর্নীতির মাধ্যমে অর্থ আয় করার চেষ্টা করছেন। 
দুদক সূত্র জানায় কালুরঘাট ফেরীঘাটের সংযোগ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ  হয়েছে বেশ কিছু দিন আগে। অফিসিয়াল প্রক্রিয়া শেষ করে  দুদকের একটি টিম গতকাল সোমবার সরেজমিনে ঘটনা স্থল ঘুরে তথ্য সংগ্রহ করছেন, অনেকটা অভিযোগর প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তবে তদন্তের স্বার্থে এর বেশী কিছু বলা যাবে না।
এবিষয়ে আইনজীবী সেলিম চৌধুরী বলেন, কালুরঘাট ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে আমি মনে করি। দুদকের একটি টিম গত সোমবার সরেজমিন ঘুরে গেছেন। আশা করছি তাঁরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবেন।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

পটুয়াখালীর দশমিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান