কালুরঘাট ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণে দুর্নীতির তদন্তে দুদক

চট্টগ্রামের কালুরঘাট সেতুর উভয় পাশে ফেরিঘাট ও সংযোগ সড়ক নির্মাণে কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল সোমবার দুপুরে কালুরঘাট ফেরিঘাটে গিয়ে তথ্য সংগ্রহে সরেজমিন পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেন বলেন, ‘ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্ত করার অংশ হিসেবে আমরা তথ্য সংগ্রহ করতে মাঠে নেমেছি , তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে।’
এর আগে ১৯ সেপ্টেম্বর কালুরঘাটে ফেরিঘাট নির্মাণে অনিয়ম দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনী নোটিশ চট্টগ্রাম জজ কোর্টে আইনজীবী সেলিম চৌধুরী। চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব বরাবরে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, ২৮ জানুয়ারি, ২০২৩ তারিখে বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদন মারফত জানতে পারি- বড় ধরনের সংস্কার কাজের জন্য কালুরঘাট সেতু বন্ধ রেখে পারাপারের বিকল্প হিসেবে নিচ দিয়ে ফেরি সার্ভিস চালু করা হবে। এ লক্ষ্যে কোন টেন্ডার ছাড়াই ৪ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে কর্ণফুলীর উভয় পাড়ে এপ্রোচ সড়কে ব্রিক সলিন করে এতে বিপুল অংকের টাকা আত্মসাৎ করা, সম্ভাব্যতা যাচাই না করেই অপরিকল্পিত ফেরী ঘাট নির্মান করে জনদূর্ভোগ সৃষ্টি করা হয়। ১ আগস্ট ফেরি চালুর প্রথম দিনেই যাতায়াতে ভোগান্তিতে পড়ে দক্ষিণের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ।
‘সংবাদমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ জনভোগান্তির চিত্র গুরুত্ব সহকারে প্রকাশিত হলে বিষয়টা নাড়া দেয় অনেককেই। আমরা মনে করি, এ কাজে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে কারো দ্বারা প্ররোচিত হয়ে ইচ্ছেকৃতভাবে এখানে অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলা করে ভোগান্তি বাড়িয়ে জনগণকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করেছেন’। অথবা দুর্নীতির মাধ্যমে অর্থ আয় করার চেষ্টা করছেন।
দুদক সূত্র জানায় কালুরঘাট ফেরীঘাটের সংযোগ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ হয়েছে বেশ কিছু দিন আগে। অফিসিয়াল প্রক্রিয়া শেষ করে দুদকের একটি টিম গতকাল সোমবার সরেজমিনে ঘটনা স্থল ঘুরে তথ্য সংগ্রহ করছেন, অনেকটা অভিযোগর প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তবে তদন্তের স্বার্থে এর বেশী কিছু বলা যাবে না।
এবিষয়ে আইনজীবী সেলিম চৌধুরী বলেন, কালুরঘাট ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে আমি মনে করি। দুদকের একটি টিম গত সোমবার সরেজমিন ঘুরে গেছেন। আশা করছি তাঁরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবেন।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
