কর্ণফুলীতে ১ বছরে ৫০ কোটি টাকার খাস জমি উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গত এক বছরে অবৈধভাবে প্রভাবশালীদের দখলে থাকা প্রায় ৫০ কোটি টাকার খাসজমি উদ্ধার করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)।
ভূমি অফিসের তথ্য বলছে, এতে কর্ণফুলী উপজেলার ৪টি ইউনিয়নের ৫টি মৌজার মোট ১৮ একর ৩১ শতক সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। ওই সব জমি উদ্ধার করে তাতে লাল নিশান ওড়ানো হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানভীর-আল-নাসীফ এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।
অভিযান ও উপজেলা ভূমি অফিসের প্রতিবেদন সূত্রে জানা যায়, কর্ণফুলী উপজেলায় বিগত এক বছরে (জানুয়ারী ২০২৩-ডিসেম্বর ২০২৩) এবং ২০২৪ সালের জানুয়ারি ও বর্তমান সময়কালে খাস জমিগুলো উদ্ধার করা হয়।
প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, কর্ণফুলীর জুলধা, ডাঙ্গারচর, চরলক্ষ্যা (বন্দর) মৌজার বি.এস ১নং ও ২নং দাগে ২ দশমিক ১৬ একর বাঁধ ও নাল শ্রেণির জমি বি.এস. ১নং খাস খতিয়ানে সরকারের পক্ষে চূড়ান্ত জরিপ ছিল। সরকারি মালিকানাধীন ওই খাস জমি পূর্বে পুকুর ছিল। কিন্তু পুকুরটি দখলে নিয়ে স্থানীয় প্রভাবশালীরা এতদিন মাছ চাষ করতেন। পরে অভিযানে তা উদ্ধার করা হয়।
একই সাথে জুলধা ইউনিয়নের ১নং খাস খতিয়ানভুক্ত ডাঙ্গারচর মৌজার বি.এস. ২৭৯০, ২৭৮৩, ২৭৮২, ২৭৭৩, ২৭৭৪, ২৭৭৭, ২৭৭৮ নং নাল শ্রেণিভুক্ত দাগের মোট ১১ দশমিক ১৭ একর জমি উদ্ধার করা হয়। এই জমিতেও প্রভাবশালী লোকেরা পুকুর খনন করে খামার বাড়ি তৈরি করেছিলেন।
আরেক পৃথক অভিযানে চরলক্ষ্যা ইউনিয়নের বন্দর মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত বি.এস ১২০৯৪, ১২০৯৫ ও ১২০৯৭ পুকুর ও নাল শ্রেণিভুক্ত দাগের মোট ১ দশমিক ৭৩ একর জমি উদ্ধার করা হয়।
বর্তমানে জমিটি অবৈধ দখলমুক্ত করে মাছের পোনা অবমুক্ত করে আখতারুজ্জামান চৌধুরী স্মৃতিপার্ক হিসেবে অর্ন্তভুক্ত করেন।
একই প্রক্রিয়ায় পরবর্তীতে বড়উঠান ইউনিয়নের বড়উঠান মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত খিলা ও পতিত শ্রেণিভূক্ত বি.এস. ১৫৫৭ ও ১৫৯১ নং দাগের ১ দশমিক ৫৫ একর জমি উদ্ধার করা হয়। যা পূর্বে অবৈধ স্থাপনাসহ মুরগির খামার ছিল। বর্তমানে ঐ জমিতেও শিশুপার্ক গড়ে তোলা হয়।
ধারাবাহিক অভিযানে চরলক্ষ্যায় ২৮ শতক, শিকলবাহা ইউনিয়নের শিকলবাহা মৌজার উপজেলা ভূমি অফিসের জন্য ৫৭ শতক ও সর্বশেষ ৮৫ শতক খাস জমি উদ্ধার করেন এসিল্যাণ্ড পিযুষ কুমার চৌধুরী।
উদ্ধারকৃত মোট জমির পরিমাণ ১৮ একর ৩১ শতক বলে জানা যায়। উদ্ধারকৃত এসব জমি সরেজমিনে ইতিমধ্যেই পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক। ধারণা করা হয় উদ্ধার করা জমির বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।
জানতে চাইলে সহকারি কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, 'এতদিন ধরে উদ্ধারকৃত জমিগুলো অবৈধ ব্যক্তিদের দখলে ছিলো। কেউ খামার গড়ে তোলেছিলো। কেউ পুকুর খনন করে মাছ চাষ করতেন। পরে উল্লেখিত মৌজার এসব ভূমি উদ্ধার করা হয়। কিছু জমিতে শিশু পার্ক গড়ে তোলা হয়েছে। বাকি জমিতে তফসিল উল্লেখ করে বাংলাদেশ সরকারের নামে সাইনবোর্ড ও লাল পতাকা টাঙানো হয়েছে।'
উদ্ধারকাজ পরিচালনাকালে এসিল্যাণ্ডের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সার্ভেয়ার, কানুনগো ছাড়াও বড়উঠান, শিকলবাহা, চরলক্ষ্যা ও জুলধা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তারাসহ সিএমপি কর্ণফুলী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পাঁচটি ইউনিয়ন নিয়ে কর্ণফুলী উপজেলা গঠিত। যার মোট আয়তন ৫৫ দশমিক ৩৬ বর্গ কিলোমিটার। যা ২১ দশমিক ৩৭ বর্গমাইল (মাত্র)।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
