নজরুল বিশ্ববিদ্যালয়ে এজ ডিজিটাল স্কিল ট্রেনিং-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বুধবার (২৭ মার্চ) বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‘ওরিয়েন্টেশন অব এজ ডিজিটাল স্কিল ট্রেইনিং প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। নজরুল বিশ্ববিদ্যালয়, সরকারের আইসিটি ডিভিশন, বাংলাদেশ কম্পিটার কাউন্সিল ও এজ যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সুজন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য দেন এজ (ঊউএঊ) প্রোগ্রাম কো অর্ডিনেটর সুব্রত কুমার দাস। এসময় বিভাগের অন্য শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আগামি বিশ্বের নাগরিক হওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। বরং প্রযুক্তিতে যে অদক্ষ হবে সেই আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত পদক্ষেপ তুলে উপাচার্য আরও বলেন, আমরা আমাদের ছাত্রছাত্রীদের দক্ষ করে তুলতে চাই। সেজন্য আজকে বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে, এরপরে ইন্টারমেডিয়েট পর্যায় ও সবশেষে এডভান্স পর্যায়ের প্রশিক্ষণ আয়োজন করা হবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা এসব প্রশিক্ষণ গ্রহণ করে প্রযুক্তির চর্চা অব্যাহত রাখুক। কেননা প্রযুক্তির চর্চা না থাকলে সেটি ভুলে যেতে হয়। তাই একজন স্মার্ট ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রযুক্তিতে দক্ষতার কোনো বিকল্প নেই।
এসময় ছাত্রছাত্রীদের জন্য দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ আয়োজনের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান উপাচার্য।
এমএসএম / এমএসএম

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের
Link Copied