ইফতার করাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন; তারিখ নিয়ে সমালোচনা শিক্ষার্থীদের

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আবাসিক শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৩ এপ্রিল (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ইফতারের অংশ হিসেবে এ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। একযোগে বিশ্ববিদ্যালয়ের চারটি হলে বিতরণ করা হবে ইফতার ও খাবার। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের দপ্তর থেকে ২ তারিখ (মঙ্গলবার) বিকালের মধ্যে টোকেন সংগ্রহ করার জন্য আহবান করা হয়েছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের ঠিক আগমুহূর্তে এই আয়োজন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের টিএসসি গ্রুপে ফোকলোর বিভাগের এক শিক্ষার্থী লেখেন, "সত্যি কথা বলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন ইচ্ছাই নাই শিক্ষার্থীদের ইফতার করানোর। এই সদিচ্ছাটা থাকলে তারিখটা বন্ধের একদিন আগে অর্থাৎ ৩ তারিখ ধার্য করা হত না আর। ইফতারি নিয়েও এমন কাজ, কিছু বলার ভাষা নেই।"বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী ইমাম হোসেন টোকেন সংগ্রহ করার বিষয়ে বলেন, ‘টোকেন পদ্ধতি ব্যবহার আগেও ছিলো, এর ফলে খাবারের সুষ্ট বন্টন হবে। যারা টোকেন নিবে তারাই খাবার পাবে। আমরা ইতিপূর্বে কয়েকটি ইভেন্টে দেখেছি, টোকেন না দেওয়ার ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিলো, সুষ্ট বন্টন হয়নি। টোকেন দিলে পরিমানটা নির্দিষ্ট হয়। একটা দক্ষ প্রশাসনের বৈশিষ্ট্যের মধ্যে এটি পড়ে বলে আমি মনে করি।’
টোকেন পেয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থী প্রবণ বড়ুয়া উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,‘আমি তো এই ধর্মের না। তারপরও গতবারও পেয়েছি। এবারও টোকেন সংগ্রহ করেছি। ভালোই লাগছে। তবে খাবারের মান ঠিক থাকলে আরো ভালো লাগবে।''
খ্রিস্টান ধর্মাবলম্বী আবাসিক শিক্ষার্থী পলেন চাকমা বলেন,‘অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ সকলের অংশগ্রহণের এই ইফতার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অসাম্প্রদায়িকতা সকল সেক্টরে রাখা উচিৎ। তবে ইফতারের তারিখ আরো আগে ঘোষণা করার দরকার ছিলো।’
খাবারের মানের বিষয়ে জানতে চাওয়া হলে হিন্দু ধর্মের শিক্ষার্থী নয়ন চন্দ্র দাস বলেন, ‘ইফতার করার অভিজ্ঞতা আগেও হয়েছিল। খাবার সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করার অনুভূতি অসাধারণ। তবে আশা করবো হল প্রশাসন নিশ্চয়ই গতবারের তুলনায় ভালো খাবার পরিবেশন করবে।’
সার্বিক বিষয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তুষার কান্তি সাহা বলেন, "আমি তো ইফতার কমিটির সদস্য সচিব। ট্রেজারার স্যার এটার আহবায়ক। স্যার বলতে পারবেন।"
ইফতার মাহফিল নিয়ে শিক্ষার্থীদের সমালোচনার বিষয়ে জানতে চাওয়া হলে ইফতার মাহফিলের আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান বলেন, "এটা তো আসলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সমন্বয় করেই তারিখ নির্ধারণ করা হয়েছে। আর বন্ধের আগের দিন ইফতার দেওয়া হলে তো সমস্যা দেখছি না। আর বৃহস্পতিবারও তো শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাহলে ইফতার বুধবার হলে তো সমস্যা থাকার কথা না। আর শেষ সময় বলতে তো কিছু না। ইফতার একদিন হলেই হয়।"
এমএসএম / এমএসএম

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ
