ঈদ উৎসবকে ঘিরে রায়গঞ্জে মার্কেট গুলোতে উপচে পড়া ভিড়
আর কয়েকদিন পরই ঈদুল ফিতর। দুনিয়া জুড়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। আর এই ঈদুল ফিতর উপলক্ষে ধনী-গরীব সর্বস্তরের মানুষের মাঝে ঈদ উৎসবকে ঘিরে আয়োজনেরও কমতি থাকে না। ঈদ মানেই নতুন জামা, নতুন পোশাক। নতুন পোশাক ছাড়া ঈদ আনন্দ যেন একেবারেই অসম্ভব।সিরাজগঞ্জের রায়গঞ্জের দোকানিরা নতুন পোশাকে সাজিয়ে তুলছেন দোকানসহ শপিংমল। সেজন্যই উপজেলার পৌর এলাকাসহ উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ঈদের জামা কাপড় কিনতে বিভিন্ন হাটে বাজারে কাপড়ের দোকানে আসছেন নানা শ্রেণি পেশার মানুষ। চৈত্র মাসের তাপদাহ উপেক্ষা করে ক্রেতাদের আগমনে এখন স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি ভিড়। রায়গঞ্জ উপজেলা বাসীর মাঝে এখনই ছড়িয়ে পড়েছে ঈদ আনন্দ। এবারের জমজমাট বেচাকেনায় খুশি ব্যবসায়ীরাও। উপজেলার চান্দাইকোনা বাজার ঘুরে দেখা যায়, মার্কেট শপিং মল গুলোতে অন্যান্য বছরে তুলনায় ঈদের কালেকশন তুলনামূলকভাবে ভাল হলেও দাম আকাশ ছোঁয়া। উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত তাদের পছন্দ ও প্রয়োজনীয় মালামাল কিনে নিয়ে যান নিজ নিজ এলাকায়। শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, ওড়না, বোরকা, গজ কাপড়, জুতা, কসমেটিক্স সহ কোনো কিছুরই কমতি নেই দোকানগুলোতে। এবার বাচ্চাদের ও নারীদের পোশাকে বিভিন্ন রকম ডিজাইনে বৈচিত্র্য এসেছে বেশ। শাড়ির দোকান ও থ্রি-পিচের দোকানসহ প্রতিটি মার্কেট ও ফুটপাতগুলোতে উপচে পড়া ভিড়। তবে ক্রেতাদের অভিযোগ বিক্রেতারা নানা অজুহাত দিয়ে প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। পৌর এলাকার কয়েকটি মার্কেট ও ফুটপাত ঘুরে দেখা গেছে ক্রেতাদের পদচারনায় মুখরিত দোকানগুলো। প্রতিটি মার্কেটের দোকানগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। তাছাড়া বিভিন্ন শপিংমলে চড়াদামে বিক্রি হচ্ছে ঈদের পোশাক। বাটা, এপেক্স, আফজাল -সু, লোটো সহ জুতোর শোরুম গুলোতেও উপচে পড়া ভিড়। ঈদ উৎসবের জন্য কেনা করতে আসা অনেক ক্রেতার সঙ্গে কথা হলে তারা বলেন, এবারের ঈদের কালেকশন তুলনা মূলকভাবে ভাল হলেও দাম আকাশ ছোয়া। মার্কেট গুলোতে কাপড়ের পোশাকের দাম নেওয়া হচ্ছে গত বছরের তুলনায় অনেক বেশি। পাঞ্জাবির দোকানগুলোতে এবার চড়া দামে বেচাকেনা হচ্ছে। গত বছর যে পাঞ্জাবি ১ হাজার টাকা ছিল এবার তা দেড় হাজার টাকায় ক্রেতারা কিনতে পেরেছে। তাছাড়া শার্ট, প্যান্ট, মেয়েদের পোশাক ও শিশুদের পোশাকে দাম হাকানো হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা করে বেশি। কাপড় ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান, এই বছর বিক্রি ভালো। ক্রেতাদের চাপ অনেক বেশি। তবে দাম বেশি হওয়ায় ক্রেতাদের সাথে আমাদের বেশি কথা বলতে হয়। কারণ আমরা ঢাকা থেকে পাইকারদের কাছ থেকে গত বছরগুলোর তুলনায় এই বছর অনেক বেশি দামে কাপড় ক্রয় করতে হয়েছে। আর এখন আমরা বিক্রি করতে গেলেও একটু বেশি দামেই বিক্রি করতে হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, ঈদ মার্কেট ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিচ্ছে। কোন মার্কেট বা শপিংমলে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের মোবাইল কোর্ট টিম চালু রয়েছে। যদি কোন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ আসে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / এমএসএম
বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভূক্ত আসামী দেলোয়ার আটক
চিতলমারীতে তারুণ্যের উৎসব ঘিরে ‘কাগুজে আয়োজন’, শুরু হওয়ার আগেই গুটিয়ে নিল প্রশাসন
আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ
কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনে ১ লক্ষ টাকা জরিমানা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহত পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ
রাজস্থলীতে ছাত্রদলের উদ্যােগে ক্রীড়াপ্রেমিক মাঝে জার্সি বিতরণ
আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ
বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ১৩ হাজার মেট্রিক টন চাল আমদানি
পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজের নবীনবরন ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত
নরসিংদী কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা
তাড়াশে বাল্যবিবাহ প্রতিরোধ সভা
খালেদা জিয়া ও তারেক রহমানের মত কেউ নির্যাতনের শিকার হয়নি: খন্দকার নাসিরুল ইসলাম