সিজার মহামারিতে আক্রান্ত জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল

সারাদেশে অর্থের লোভে সিজার ডেলিভারি এখন প্রায় মহামারিতে রূপ নিয়েছে। ডিজিটাল যুগের অনলাইন গণমাধ্যম আর খবরের কাগজে কিংবা টিভির পর্দায় এমন মহামারিতে আক্রান্ত হওয়া তালিকায় ভূরিভূরি হাসপাতালের নাম দেখা যায় প্রায়শই। এমনই তালিকা থেকে বাদ যায়নি চট্টগ্রাম মহানগরের জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালও। প্রয়োজনীয় ডাক্তারী পরীক্ষা ও আল্ট্রাসাউন্ড রিপোর্ট অনুযায়ী নরমাল ডেলিভারিকে তাৎক্ষণিক সিদ্ধান্তে সিজার ডেলিভারি করা ভুক্তভোগী এক রোগীর ব্যাপারে লিখিত অভিযোগে এমনটা চিত্র উঠে আসে এই হাসপাতালের।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর এলাকার বাসিন্দা জনৈক রাশেদুল হক তার গর্ভবতী স্ত্রী লিজা আক্তারকে বাচ্চা ডেলিভারির জন্য ভর্তি করান চট্টগ্রাম মহানগরের জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে। প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা শেষে আলট্রাসাউন্ড রিপোর্ট মোতাবেক কর্তব্যরত চিকিৎসক পরবর্তী ২৭ মার্চ নরমাল ডেলিভারির দিন ধার্য্য করেন। ঐ ধার্যদিনে কোন ধরণের পুনঃ পরীক্ষানিরীক্ষা ছাড়াই, দেরী করলে বাচ্চা কিংবা মা মারা যাওয়ার কথা বলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে সিজার ডেলিভারি করেন রোগীকে।
রোগীর স্বামী রাশেদুল হক বলেন, আমার স্ত্রী লিজা আক্তারকে নিরাপদে নরমাল ডেলিভারি করানোর উদ্দেশ্যে সুদূর গ্রাম থেকে এসে চট্টগ্রাম শহরের জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে ভর্তি করাই। ডাক্তারী পরীক্ষার রিপোর্ট অনুযায়ী সকল পজিশন স্বাভাবিক থাকায় নরমাল ডেলিভারির জন্য উপযুক্ত ছিল। এমন কি এই হাসপাতালের কর্তব্যরত ডাক্তার পরীক্ষানিরীক্ষা করে রিপোর্ট অনুযায়ী নরমাল ডেলিভারির দিনও ধার্য্য করে দেন। অথচ ডেলিভারির দিন রোগীকে স্যালাইন পুশ করার ঘন্টাখানেক পর ডাক্তার এসে কোন প্রকারের টেস্ট ছাড়াই আধ্যাত্মিক ভাবে বাচ্চা পায়খানা খেয়েছে বলে, বাচ্চা কিংবা মা মারা যাওয়ার ভয় দেখিয়ে সিজার করাতে বাধ্য করেন। সবকিছু ঠিকঠাক থাকার পরও হঠাৎ এমন সমস্যা হওয়ার কারণ জানতে চাইলে ডাক্তার বলেন, প্রেসক্রিপশনে দেওয়া স্যালাইনের পরিবর্তে আরেকটা পুশ করা হয়েছে তাই। এছাড়া স্যালাইন পুশ করা নার্সকেও বকাঝকা করে বলেন, তোমাদেরকে বলেছিলাম না? এই স্যালাইনে সমস্যা আছে, এই স্যালাইন গুলো কোন ডেলিভারি রোগীকে পুশ না করার জন্য! পরে ভুল চিকিৎসার সুষ্ঠু প্রতিকার চেয়ে আমার আপন ছোট ভাই আসিফ ইকবাল বাদী হয়ে স্ব শরীরে হাসপাতালের এডমিন আশরাফ উদ-দৌলা সুজনের বরাবর লিখিত অভিযোগ দিতে গেলে তিনি জানান, রোগীর স্বামীকে বাদী হয়ে অভিযোগ করতে হবে সেক্রেটারি বরাবর, তখন আমি অভিযোগ রিসিভ করব। পরবর্তীতে রোগীর স্বামী রাশেদুল হক বাদী হয়ে এডমিনের কথানুযায়ী সেক্রেটারি বরাবর লিখিতঁ অভিযোগ দায়ের করেন। অর্থের লোভে মিথ্যা নাটক সাজিয়ে ভুল চিকিৎসার মাধ্যমে তার বড় ভাইয়ের স্ত্রী লিজা আক্তারের সিজার ডেলিবারি করা হয়েছে বলে দাবী করেন আসিফ ইকবাল।
সরেজমিনে হাসপাতালের ২২৩ নম্বর কেবিন পরিদর্শনে রোগী লিজা আক্তার সাক্ষাতে বলেন, আমাকে 'কি যেন' একটা স্যালাইন পুশ করার ঘন্টা খানেক পরে ডিউটিতে থাকা ডাক্তার এসে নার্সকে বকাঝকা করে এবং নিচের ঔষুধের দোকানদারকেও ফোনকলে গালমন্দ করে জানতে চেয়েছেন, নিষেধ করার পরেও এই স্যালাইন ডেলিভারি রোগীর জন্য কেন দেওয়া হয়েছে! পরে তার অবস্থা খুব খারাপ জানিয়ে দ্রুত সিজার রুমে নিয়ে যান বলে জানান রোগী লিজা আক্তার। এছাড়াও তিনি আরো বলেন, তার পাশে থাকা হিন্দু সম্প্রদায়ের আরেক নরমাল ডেলিভারি রোগীকেও একই স্যালাইন পুশ করা হয়েছিল। ডাক্তার আসতে আসতে তার স্যালাইন পুশ করার বেশিক্ষণ না হওয়ায়, তাৎক্ষণিক সিজারের সিদ্ধান্ত না নিলেও পরবর্তীতে তাকেও সিজার করা হয়। রোগী লিজা আক্তারের সাথে সার্বক্ষণিক থাকা তার মাতা ফরিদা ইয়াছমিনও একই বক্তব্য প্রদান করেন।
রোগীর কাছ থেকে পাওয়া তথ্যমতে, হাসপাতালের নিচে মাদার'স কেয়ার ফার্মেসী'র ম্যানেজারের সাথে সাক্ষাতে কথা হলে তিনি জানান, রোগীকে পুশ করা লিব্রুসিন স্যালাইন আমরা এখন বিক্রি করিনা। কেন বিক্রি করেনা জানতে চাইলে বলেন, লিব্রুসিন স্যালাইনগুলো দোকান হতে সরিয়ে ফেলার জন্য ২৬ মার্চ নির্দেশনা পেয়েছি। এরপরও ২৭ মার্চ এই স্যালাইন কেন দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বিষয়টি বার বার কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আর এদিকে হাসপাতালের পক্ষ থেকে স্যালাইন সংক্রান্ত বিষয়ে কোন ধরনের বক্তব্য না দেওয়ায়, নিষেধাজ্ঞা থাকার পরও কেন ডেলিভারি রোগীকে এই স্যালাইন পুশ করা হয়েছে? কর্তব্যরত নার্স-ডাক্তার কিংবা কর্তৃপক্ষকে এমন প্রশ্ন করা সম্ভব হয়নি।
জেমিসন মাতৃসদন হাসপাতালের চীফ এডমিন অফিসার আশরাফ উদ-দৌলা সুজনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এই ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখবো। ভুল চিকিৎসায় সিজারের নামে অতিরিক্ত খরচের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রোগীতো সকালে রিলিজ হয়ে চলে গেছে। এদিকে রোগীর স্বজনরা ৩১ মার্চ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় থেকে কোন সমাধান না পেয়ে পুরো টাকা পরিশোধ করে বাড়ি ফিরেন। এছাড়াও অভিযোগের বিষয় নিয়ে সমাধানের আশায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রিলিজ না নিয়ে অপেক্ষায় থাকায়, এই কয়েকঘন্টা বেশি সময় হাসপাতালে অবস্থান করায় কর্তৃপক্ষ অতিরিক্ত ফি দাবী করে রোগীর স্বজনদের সাথে বাকবিতন্ডায় জড়ায় বলে জানা যায়।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
