ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ঈদ যাত্রায় সরু সড়ক আর অবৈধ স্থাপনায় বরিশাল- পটুয়াখালী, বরগুনা মহাসড়কে জটের শঙ্কা


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৪-৪-২০২৪ দুপুর ১১:৫৪

ঈদ যাত্রায় বরিশাল- পটুয়াখালী, বরগুনা মহাসড়কে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিচ্ছে সরু সড়কের মধ্যে গড়ে ওঠা অবৈধ স্থাপনার দোকান পাট হাট-বাজারসহ বাস স্ট্যান্ড সড়ক দখল করে সড়কের মধ্যে থ্রি হুইলার অটোরিকশার স্ট্যান্ড বানিয়ে সড়ক দখল নেয়ার কারণে। 

আসন্ন ঈদুল ফিতরের সময় ঈদ যাত্রায় বরিশালসহ দক্ষিণাঞ্চলের জেলা পটুখালী বরগুনার মানুষের দুর্ভোগের কারণ হতে পারে বরিশাল -পটুয়াখালী বরগুনা জাতীয় মহাসড়ক। ঈদে ঘরমুখো এবং ঈদ পরবর্তী কর্মস্থলমুখো মানুষের দুর্ভোগ নিয়ে শঙ্কায় দক্ষিণ অঞ্চলের মানুষের। 

বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে বাকেরগঞ্জে ২২ কিলোমিটার সড়কে বিভিন্ন স্থানে ১০ টি হাট বাজার, মিল কারখানা সহ ৭ টি করাতকল রয়েছে। বাকেরগঞ্জের অংশে ২৩ কিলোমিটার সড়কের মধ্যেই ১০ টি হাটবাজারে যানবাহন সহ অটো রিক্সার স্ট্যান্ড রয়েছে। সড়কের মধ্যেই এ সকল স্ট্যান্ডে যাত্রী উঠানামা করে। আর এ কারণে দূরপাল্লার যানবাহন গুলোর আটকা পরে যানজটের সৃষ্টি হচ্ছে। 

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই দক্ষিণাঞ্চলের এই জাতীয় মহাসড়কে যানবাহনের সংখ্যা প্রায় চারগুণ বেড়ে গেছে। যানবহন বাড়লেও সড়ক সরুই রয়ে গেছে। আর এসব কারণেই এখন ঈদ যাত্রা ঝুঁকির মুখে পড়েছে। 

সূত্রমতে, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের জেলা উপজেলাগুলোর যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী হাজার হাজার যানবাহন প্রতিদিন বাকেরগঞ্জ উপজেলার মহাসড়কের অংশ হয়েই যেতে হয় আর এ কারণেই যানজট সহ প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকে। অপরদিকে বাকেরগঞ্জ থেকে নিয়ামতি হয়ে বরগুনা সহ পাথরঘাটা আঞ্চলিক এই সড়কে যুগের পর যুগ পার হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। আঞ্চলিক এই সড়কটির বাকেরগঞ্জ পটুয়াখালী মহাসড়কের বাস স্ট্যান্ড থেকে বয়ে যাওয়ায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে প্রতিদিন লেগে থাকে যানজট। বাকেরগঞ্জ বরগুনায় আঞ্চলিক সড়কটির ৬০ কিলোমিটার অংশ বড় বড় গর্ত আর খালাখন্দে ভরে গেছে। 

বরিশাল- বাকেরগঞ্জের মহাসড়কের অংশে সড়কের মধ্যে বাস স্ট্যান্ড অটো রিক্সার স্টান্ড, দপদপিয়া বাজার, খেজুরতলা বাজার শিমুলতলা বাজার, বাখরকাটি, বোয়ালিয়া, কালিগঞ্জ বাজার, লক্ষীপাশা, দাদুর হাট,পাদ্রীশিবপুর বাজার, বাংলাবাজার, নিয়ামতি, মির্জাগঞ্জ, বেতাগী, এসব স্পটগুলোকে ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ এবং সাধারণ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে কিছু জায়গায় সতর্কতামূলক চিহ্ন বসানো হচ্ছে।

বরিশাল জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা যাত্রীরা যেন নিরাপদে ফিরতে পারেন, এজন্য বরিশালে পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে ভুরঘাটা থেকে বাকেরগঞ্জ পর্যন্ত ৮০ কিলোমিটার মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনাকে নতুন করে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ অধিক ঝুঁকিপূর্ণ এবং যানজটের সৃষ্টি হতে পারে এমন সব এলাকায় ট্রাফিক পরিদর্শকদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় সব স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত