চৌগাছায় জেলা পরিষদের জমি দখলে নিয়ে হচ্ছে মসজিদ আর নদের জমিতে বাড়ি ঘর
যশোরের চৌগাছা পৌর এলাকার পাশ দিয়ে প্রবাহমান কপোতাক্ষ নদ খনন চলছে। খনন কাজ বেশ জোরে শোরে চললেও আজও দখলমুক্ত হয়নি নদের জমি অভিযোগ স্থানীয়দের। এ দিকে জেলা পরিষদের জমি দখলে নিয়ে এক ব্যক্তি নিজের মত করেই নির্মান করে যাচ্ছেন মসজিদ, যা সরকারী জমি দখলের অপচেষ্টা বলে অনেকেই মন্তব্য করেছেন। নদের জমি দখলে নিয়ে বাড়ি নির্মান, জেলা পরিষদের জমি দখলে নিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান হলে এ যেন দেখার কেউ নেই। দিন যত যাচ্ছে সাধারণ মানুষের মাঝে বাড়ছে ক্ষোভ।
এ জনপদের মানুষের দীর্ঘ দিনের প্রানের দাবি ছিল কপোতাক্ষ নদ খনন। সেই খনন কাজ চলছে কচ্ছোপ গতিতে, নদ খনন হচ্ছে কিন্তু দখলমুক্ত হচ্ছে না নদের জমি অভিযোগ এলাকাবাসির। বিশেষ করে চৌগাছা বাজার সংলগ্ন নদের বহু জমি চলে গেছে এক শ্রেনীর অসাধু ব্যক্তির দখলে। কেউ বানিয়েছেন বহুতল আবাসিক ভবন, কেউ টিনের ছাউনির ভাড়া বাড়ি, কেউ ব্যবসা প্রতিষ্ঠান, পুকুরসহ নানা পন্থায় নদের জমি দখল করে আছেন।
স্থানীয়রা জানান, নদ খনন কাজ শুরুর আগে কর্তৃপক্ষ মাপ যোগ করে যান। এরপর চলে খননের কাজ, আজও বহু স্থানে নদের জমিকে মুক্ত করা হয়নি। বর্তমানে পরিস্থিতি এমন দাড়িয়েছে, নদ খননের কাজে নিয়োজিতরা যেনতেন ভাবে খনন কাজ শেষ করে চলে যেতে পারলেই তারা যেন হাফ ছেড়ে বাঁচেন। কিন্তু এ ধরনের নদ খনন এ অঞ্চলের মানুষ কখনও সরকারের কাছে প্রত্যাশা করেনি। চৌগাছা পৌর এলাকায় কপোতাক্ষ নদের উপর নির্মিত সেতুর দুই পাশের জমি আজও বেদখল। নদের জমিতে আলিসান বাড়ি বানিয়ে নিশ্চিন্তে আছেন সরকার সমর্থিত লোকেরা। অপর দিকে সুদুর বরিশাল এলাকা থেকে চৌগাছা আসেন জৈনক ইয়াকুব সরদার। তিনি উপজেলা আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতার আর্শিবাদ নিয়ে নদের পশ্চিমপাশে বহু জমি দখলে নিয়ে আছেন, শুধু তাই না এই ইয়াকুব সরদার নদ পাড়ে চৌগাছা মহেশপুর মেইন সড়কের ধারে জেলা পরিষদের জমি দখলে নিয়ে নির্মান করছেন মসজিদ যার নামকরণ করা হয়েছে পারবাজার জামে মসজিদ। সরকারী সম্পত্তিতে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান করে ওই জমি নিজের দখলে নিতে চাই বরিশাল থেকে আশা ব্যক্তি ইয়াকুব সরদার অভিযোগ অনেকের। ইয়াকুব সরদার নদের বহু জমি নিজের দখলে নিয়ে বাড়ি নির্মানসহ ব্যবহার করছেন। সম্প্রতি নদ খনন শুরু হলে তড়িঘড়ি করে পিলার দিয়ে বাড়ি নির্মান শুরু করেন। কিন্তু পিলারের অর্ধেক পর্যন্ত নদ খননের মাটিতে ঢাকা পড়ে গেছে, তারপরও থেমে নেই ইয়াকুব সরদার। তিনি তাল গাছে কাঠের বোর্ড মেরে সেখানে বিদ্যুতের হোল্ডার লাগিয়ে বিদ্যুত ব্যবহার করছেন বলেও অনেকে অবিযোগ করেন। শুধু ইয়াকুব সরদার না পাশেই জৈনক ফজলুর রহমানও নদের জমিতে তড়িঘড়ি করে বাড়ি বানিয়ে বসবাস করছেন। তার বাড়ির অর্ধেক পর্যন্ত নদ খননের মাটিতে ঢাকা পড়ে গেলেও বাড়ি মালিকের স্ত্রী সন্তানরা সেখানেই বসবাস করছেন। তবে জমি দখলে রাখা ব্যক্তিরা সমুদয় জমি তাদের নিজের এবং দলিরপত্র সহ সকল কাগজপত্র আছে বলে দাবি করেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম, চঞ্চল কবির বলেন, মসজিদ হবে ভাল কথা কিন্তু সরকারী জমিতে কেন, এটি তো নিজের জমিতে হতে পারত। যাত্রীবাহি বাসের সহকারী শরিফুল ইসলাম, শিক্ষক অমেদুল ইসলাম বলেন, আমাদের জ্ঞানে বলে ওই ব্যক্তি তার স্বার্থ উদ্ধারে সরকারী জমিতে মসজিদ করেছেন। একাধিক ব্যক্তি বলেন, মসজিদ তৈরী করে ব্রিজসহ বিভিন্ন স্থানে দানবাক্্র বেধে রেখেছেন। সপ্তাহে এক দিন ওই বাক্্র খোলে, যা রোজগার হচ্ছে সেই অর্থ কোথায় যাচ্ছে ?
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান তৌহিদুর রহমান ফোন রিসির্ভ না করলেও পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল বলেন, যেহেতু পৌর এলাকায় মসজিদ নির্মান করছেন তাই আমি ব্যক্তিগত ভাবে নিজে যেয়ে সরকারী জমিতে মসজিদ নির্মানে নিষেধ করে এসেছি।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান বলেন, জেলা পরিষদের জমিসহ নদের জমি যারা দখল করে আছেন সকলেরই নিজে থেকে দখল ছেড়ে দেয়া উচিত। জেলা পরিষদের জমিতে মসজিদ নির্মানের বিষয়টি নিয়ে আমি ও পৌর মেয়র সড়ক ও জনপদ বিভাগে আলোচনা করেছি, তারা এখনও দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহন করেননি।
এমএসএম / এমএসএম
ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক
তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর
নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত
পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার
উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত
কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির
আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ
নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক
নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার
লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ
Link Copied