হাইমচরে ঢাকাস্থ লামচরী কল্যান ট্রাষ্টের বস্ত্র ও নগদ অর্থ প্রদান
"মানুষ মানুষের জন্য" এই স্লোগান কে সামনে রেখে একটি কল্যাণধর্মী, অলাভজনক, অরাজনৈতিক ও দাতব্য প্রতিষ্ঠান। চাঁদপুরের ঢাকাস্থ লামচরী কল্যান ট্রাষ্টের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার কাটাখালী বাজার সংলগ্ন লামচরী খালেকিয়া তালিমুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গনে ঢাকাস্থ লামচরী কল্যান ট্রাষ্টের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আহামেদ আলী গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী।
তিনি বলেন, আমাদের এলাকায় পিছিয়ে পড়া মানুষদের কে শাড়ি কাপড়, লুঙ্গি, চিনি, সেমাই, নগদ অর্থ সহযোগিতা করেন। কারো যদি মেয়ে বিয়ে না দিতে পারে তাহলে এই সংগঠনটি আর্থিকভাবে সহযোগিতা করে পাশে থাকে। কোন অসহায় মানুষ অসুস্থ হয়ে পড়লে টাকার অভাবে চিকিৎসা করতে না পারলে এই সংগঠনটি তার পাশের দাঁড়ায়। এবং বিভিন্ন ভাবে দীর্ঘদিন যাবত সহযোগিতা করে আসছে ঢাকাস্থ লামচরী কল্যান ট্রাষ্ট। আমি আশাকরি এই সংগঠনটি সব সময় সমাজের মানুষের পাশে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ লামচরী কল্যান ট্রাষ্টের উপদেষ্টা সাবেক ইউপি সদস্য আবুল হোসেন মিজি, উপদেষ্টা আবুল হোসেন মাস্টার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা হাজ্বী ইসলাম হোসেন আখন্দ, ২নং আলগী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাসুদুর রহমান উজ্জ্বল, হাইমচর প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিয়াদ, লামচরী কল্যান ট্রাষ্টের সহ-সভাপতি হাজির নসোর আলী, অর্থ সম্পাদক মোঃ হোসেন তালুকদার, কার্যকরী সদস্য মোঃ শওকত আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ হারুন হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য ২৫০ জনকে শাঁড়ি লুঙ্গি এবং ৫০ জনকে নগদ অর্থ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম