ঈদুল ফিতরের শুভেচছায় অন্তিম বার্তা জানিয়েছেন রাজউক প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক মাহে রমজানে ঈদ মোবারকবাদ ও শুভেচছায় অন্তিম বার্তা জানিয়েছেন সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী,রাজনীতিবিদ ও দেশবাসীকে। ঈদ মানেই আনন্দ। ঐশ্বুর্যধারী ঋতুরাজ বসন্তের শিমুল-পলাশ-অশোকের শাখায় রঙিন ফুলের পসরা সাজিয়ে দিয়ে মলিন পাতার রাশি ঋতুরাজ বসন্ত। আবার কবি গুরু লিখেছেন আজি বসন্ত জাগ্রত দ্বারে ,তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে,কোরোনা বিড়ম্বিত তারে। প্রকৃতির অমোঘ নিয়মে বসন্ত বিদায় নিলেও নতুন করে অনুভবের যায়গা থেকে আবির্ভুত হয়েছে ঈদ আনন্দ। এই আনন্দকে স্বাগত জানাতে প্রকৃতিরও বর্ণিল সাজ। এছাড়াও তরুণ-তরুণী ও সর্বস্তরের মানুষ মেতে উঠবে আনন্দ উৎসবে। তবে এ আনন্দকে ভাগাভাগি করতে প্রকৃতিও ফুলের ডালা সাজিয়ে বাসন্তী ফুলের সৌরভে কেটে যাবে হৃদয়ের জড়াজীর্ণতা। এ আনন্দের সাথে পদ্মপাতার শিশির সকালের ড্যাফোডিল আর নিশিতের ঝড়া পড়াগরেনু এর পরেও জীবন চলে ¯্স্রোতঃস্বিনী নদীর মতো বয়ে চলা আনন্দের গতিধারা। বয়ে চলার মাঝে নানা রকম ঘটনা প্রবাহ মানব হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে। তেমনি আমার ক্ষুদ্র হৃদয়ে আনন্দ বেদনায় জড়িত ঘটনা,সমাজের বাস্তবতা,প্রকৃতির নীরবতা,ঝড়াজীর্ণতা,ভালোবাসা,আবেগ আর অনুভু’তি নিয়েই সকল শুভাকাঙ্খী বন্ধু বান্ধব ও দেশবাসীকে জানাই ঈদুল ফিতরের আনন্দ ও শুভেচছা । আশারাখি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আমার প্রিয় দেশবাসীসহ সকল পাঠকবোদ্ধা আমার এ শুভে”চছাবানীকে অন্তর্দৃষ্টিতে অবলোকন করবেন। আশারাখি আমার মনস্তাত্মিক সাবলীল সৃজনশীলতায় ও ব্যক্তিত্বের কাছে দেশ ও জাতি অনুপ্রাণিত হবেন এটাই আমার প্রত্যাশা। তবে সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন সমৃদ্ধির পথে বেঁচে থাকার লক্ষ্যে আমার ক্ষুদ্র প্রয়াসকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার দাবি রাখে।
রাজউক প্রধান প্রকৌশলী তাঁর শুভেচছা বার্তায় অন্তিম আকুতি জানিয়ে সকল সরকারি দপ্তরের কর্মচারী, রাজনীতিবিদ, ও দেশবাসীর উদ্দেশে বলেন,দাপ্তরিক ধারাকে নিরাপদ এবং সময়োপযোগী করে সুষ্ঠভাবে টিকিয়ে রাখার প্রয়োজনে ক্রমাগত ক্ষয়িষ্ণু অবস্থার বিপরীতে জরুরি অত্যাবশ্যক প্রতিরোধ ব্যবস্থা’ গ্রহণের সপক্ষে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ধ্যান ধারণা ভাবনা ও পরামর্শগুলো বিনয়ের সঙ্গে এই শুভেচছার মাধ্যমে জাহির করার চেষ্টা করছি। তিনি আরও বলেন,দেশের সকল সেক্টরগুলো উপযুক্ত সরকারি সমর্থন এবং পর্যাপ্ত সহযোগিতা সঠিকভাবে প্রকাশ করা হলে আমাদের দেশের অভিজ্ঞ এবং দৃঢ প্রতিজ্ঞ ব্যক্তিরাই কম খরচে বিদেশি বিশেষজ্ঞদের চেয়ে ভালোভাবে সকল সেক্টর সংস্কার করে এক অনন্য মাত্রায় পৌঁছে দিতে পারে। তাতে জাতীয় অর্থনীতিও সফল হয়ে উঠতে পারে। আমরা জানি একটি দেশের অর্থনীতি ঠিক থাকলে সবই ঠিক থাকে। তাই যেকোনো মূল্যে সর্বোচচ প্রধান্য দিয়ে অমিত সম্ভবনায় প্রিয় বাংলাদেশকে এগিয়ে নেওয়া প্রয়োজন। এখানে জাতি,ধর্ম,বর্ণ,দল এবং মত নির্বিশেষে সকলকে অর্থাৎ সরকারি কর্মচারী ,ব্যবসায়ী ,রাজনীতিবিদ,সুশীল সমাজ,এমনকি আপামর জনসাধারণ মনে সংকীর্ণতা ঝেড়ে ফেলে একাত্ম হয়ে অনুশীলন করে দেখাতে হবে। আন্তরিকতা থাকলে সবকিছু সম্ভব তা করতে বিখ্যাত কবি লর্ড টেনিসনের আমলের মত ‘ওবে মাই অর্ডার’ নয়,বরং ফলো মাই থিওরি’ প্রয়োগ করতে হবে। বস ম্যানেজার হয়ে শুধু ঝাড়ি না মেরে লিডার ম্যানেজার সব কিছু হাতেনাতে দেখিয়ে সবাই মিলে শতদল হয়ে ওঠার আহ্বান জানান তিনি। তবে দেশ বাঁচবে সমাজ বাঁচবে সবলভাবে। মানুষের সৃজনশীল ক্ষমতার কাছে দুনিয়ার সব সমস্যা হার মানতে বাধ্য হবে। আমাদের সাহসী মনেবল নিয়ে এগুতে পারলে সমস্যার জ্বলন্ত শিখাকে যেকোনোভাবে নেভাতে পারব। এটাই আমার ঈদের শুভেচছার অন্তিম আকুতি। আমি দেশ ও জাতির মঙ্গল কামনা করছি।
এমএসএম / এমএসএম
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার