কর্ণফুলীতে বৈশাখী মেলায় আমন্ত্রণ পাননি স্থানীয় এমপি জাবেদ

কর্ণফুলীতে বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি চট্টগ্রাম-১৩ কর্ণফুলী-আনোয়ারা আসনের সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
তবে কর্ণফুলী সোসাইটির আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও অর্থপ্রতিমন্ত্রী বেগম ওয়াসিকা আয়শা খান এমপি'কে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) সকাল ১১টা থেকে শুরু হওয়া শাহ আমানত সেতুর দক্ষিণপাড় সেতুর নীচ গোলচত্ত্বরে সংগঠনের সভাপতি শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-১২ আসন (পটিয়ার) সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।
এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাদা মহিউদ্দিন, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম চেমন আরা তৈয়ব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত, কর্ণফুলী থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান, বোয়ালখালীর পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ।
মঞ্চে আরও উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন ছাবের আহমেদ, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস এম সালেহ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন ভান্ডারী, জুলধা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, চরলক্ষ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীসহ তৃণমূলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যদিও নির্ভরযোগ্য সূত্র জানায়, চট্টগ্রাম-১৩ (কর্ণফুলী-আনোয়ারা) আসনের নির্বাচিত সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বিদেশে অবস্থান করেছেন।
জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও কর্ণফুলীতে পহেলা বৈশাখ উপলক্ষে কর্ণফুলী সোসাইটি নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে দুদিন ব্যাপী বৈশাখী মেলাটি শাহ আমানত সেতুর দক্ষিণ পাড় নিচে গোলচত্বর এলাকায় অনুষ্ঠিত হয়।
তথ্য পাওয়া যায়, অতীতে কর্ণফুলী সোসাইটির সাবেক সভাপতি ছিলেন আজম খান, সহ-সভাপতি ছিলেন শেখ ফারুক, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন ও অর্থ সম্পাদক ছিলেন জসিম উদ্দীন। যাঁরা ২০১৭ সাল থেকে এ অনুষ্ঠানের আয়োজন করে আসছেন।
এ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যকে আমন্ত্রণ না জানানোয় বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন উঠেছে। কর্ণফুলীর অনেক রাজনৈতিক নেতা ও সচেতন মহল প্রশ্ন তুলেছেন, এ ধরণের অনুষ্ঠান আয়োজনের আগে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় লিখিত আকারে রেজুলেশন করে সিদ্ধান্ত নেওয়া হয়।
তাঁতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর মুখ্য ভূমিকা থাকে। তাঁরা কোনরকম মন্তব্য করেছেন কিনা সেটাও জানা সম্ভব হয়নি।
তবে অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি মন্ত্রী হওয়ার পর থেকে কর্ণফুলী-আনোয়ারা উপজেলার অনেক চিত্র রাতারাতি পাল্টে গেছে। কিভাবে পাল্টে গেছে তা বোধগম্য না হলেও, এটা স্পষ্টত কর্ণফুলীতে এখন দু'ধারায় রাজনীতি বহমান। এক বলয়ে সাবেক ভূমিমন্ত্রী অন্য বলয়ে অর্থপ্রতিমন্ত্রী।
জানা যায়, গত বছরের ১১ নভেম্বর কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করায় আট নেতাকে বহিষ্কারের সুপারিশ করেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ।
এরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম ছালেহ, সহ সভাপতি ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাফর ইকবাল, সদস্য ও জুলধা ইউপি চেয়ারম্যান নুরুল হক, সদস্য মহিউদ্দিন ভান্ডারী ও আবদু শুক্কুর।
নাম প্রকাশ না করা শর্তে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের এক সিনিয়র সহ সভাপতি বলেন, 'স্থানীয় সংসদ সদস্য কে আমন্ত্রণ না জানানো হীনমন্যতার পরিচয়। নির্বাচিত ও মনোনীত দুজনই সংসদ সদস্য হলেও নির্বাচিত সংসদ সদস্য বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা, তিনি জনগণের ভোটে সরাসরি নির্বাচিত। সাংবিধানিক ভাবেও গ্রহণযোগ্যতা রয়েছে।'
প্রসঙ্গত, কর্ণফুলীর এই বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম দিনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুদের ,নাচ ,গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ইত্যাদি। দুপুর ২টা থেকে ৩ টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পী ছিলেন পলি শারমিনসহ অনেকেই।
বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চট্টগ্রামের প্রাণখ্যাত কর্ণফুলী নদী, বৈশাখী মেলা ও সাম্পান বাইচ নিয়ে চলছে বিশেষ আলোচনা সভা। একটু পরে অনুষ্ঠিত হবে সাম্পান বাইচ প্রতিযোগিতা। সবশেষে চট্টগ্রামের ঐতিহ্য নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
পরেরদিন ১৫ এপ্রিল (মঙ্গলবার) মেলার দ্বিতীয় দিনে একই স্পটে বৈশাখী মেলায় পুতুল নাচ, নাগর দোলা, সার্কাসসহ বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ছিল।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
