ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের প্রথম শপথ নেয়া হয়েছিল ১৭ এপ্রিল


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৮-৪-২০২৪ বিকাল ৫:২০
১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষন, ২৬ মার্চ বঙ্গবন্ধু কতৃক স্বাধীনতা ঘোষণা, ১০ এপ্রিল ভারতে বসে অস্থায়ী সরকার গঠন, ১৭ এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুর মুজিব নগর সরকার শপথ গ্রহণ একটি ঐতিহাসিক দলিল। স্বাধীনতা যুদ্ধ পরিচালনা এবং বহিঃবিশ্বের কাছে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতির বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে ভারতের আগরতলাতে ১০ এপ্রিল যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের পরিপূর্ণতা পেয়েছিল ১৭ এপ্রিল অস্থায়ী সরকারের শপথ গ্রহণের মাধ্যমে। সেই মুজিব নগর সরকার দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির উদ্যেগে বুধবার  (১৭ এপ্রিল) বিকেলে নগরের চেরাগী পাহাড়স্হ বঙ্গবন্ধু ভবনে, মহানগর কমিটির আহবায়ক  মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে  আলোচনা সভায় আলোচক গণ এই কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশবিদ বীর মুক্তিযোদ্ধা ড. ইদ্রীস আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মোহাম্মদ আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুনচুর আলম, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শেখ নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফোরকান, অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম আহবায়ক ছৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক মিলন, আরো বক্তব্য রাখেন  ফারুক নাসির, বাবুল হক, স ম জিয়াউর রহমান, লিটু সূত্র ধর, মহিলা নেত্রী শারমিন জাহান, মোহাম্মদ জসিম উদ্দিন,  আসাদুজ্জান, বোরহান উদ্দিন সাব্বির, বাবলু দেবনাথ প্রমূখ।
বক্তারা আরো বলেন ইতিহাসকে চিরজীবন ধরে রাখার জন্য সাংগঠনিকভাবে ইতিহাস চর্চ্চা করতে হবে, বঙ্গবন্ধু সৈনিক লীগ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে গঠনমূলক কাজের মাধ্যমে এগিয়ে যেতে হবে। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৭ এপ্রিল মুজিব নগর সরকারের দায়িত্বরত সকল বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এই মুজিব নগর সরকার দিবসকে যথাযথ ভাবে পালনের মাধ্যমে এই দেশ সৃষ্টির ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মকে অবগত করার জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগ কাজ করে যাওয়ার অঙীকার করেন।

এমএসএম / এমএসএম

সীমান্তবর্তী চার জেলার থানার সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ কার্যক্রমের সিদ্ধান্ত

মনোহরদীর রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষামূলক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ত্রিশালে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

অভয়নগরে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু

রাজশাহীতে সড়ক ও জনপথের কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

দোহারে তরুণদের মিলনমেলা: অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা

গোপালগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাভারে দখলবাজির সঙ্গে রাজনৈতিক পরিচয় জড়ানোর অভিযোগ।

লাকসামে অস্তিত্ব সংকটে খেজুর গাছ রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা

থানার ভেতরে চাঁদা দাবি, না দেওয়ায় সাইনবোর্ড ভাংচুর ও হত্যার হুমকি

৩১ দফা বাস্তবায়নে তাড়াশে লিফলেট বিতরণ ও শো ডাউন

রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আশুলিয়ায় সাংবাদিককে আইনী জালে ফাঁসানোর হুমকি আ’লীগ নেত্রী গাজী নাছরিনের