এবার সংবাদ সংগ্রহে গিয়ে ফৌজদারি মামলার আসামী হলেন সাংবাদিক !

চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনের জন্য সংবাদ সংগ্রহে গিয়ে এবং পরবর্তীতে সংবাদ প্রকাশের জেরে এক পক্ষের রোষানলে পড়ে চুরি ও লুপাট মামলার আসামী হয়েছেন দৈনিক ‘বাংলাদেশের খবর’ পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার রাজু চৌধুরী।
জানা যায়, চট্টগ্রামের নন্দন কাননস্থ বৌদ্ধ বিহারে একুশে পদকপ্রাপ্ত গুণীজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জিনবোধি মহাথের এর উপর গত ৮ মার্চ হামলা ৯ মার্চ সাধারণ বৌদ্ধ জনতার ডাকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ, সাংবাদিক সম্মেলন এবং নন্দন কাননস্থ বৌদ্ধ বিহারে সংগঠিত বিভিন্ন ঘটনার সংবাদ সংগ্রহ পত্রিকায় প্রকাশ এবং পেশাগত দায়িত্ব পালনে সেখানে উপস্থিত হওয়ায় ডক্টর জিনবোধি মহাথেরর বিরোধী পক্ষ বৌদ্ধ সমিতি নামে একটা সংগঠনের চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া চট্টগ্রাম কোর্টে মামলার আর্জিতে ১৮ জনের নাম উল্লেখ করে আবেদন করেন এবং সেখানে ১৪ নং আসামী করেছেন জাতীয় দৈনিক “বাংলাদেশের খবর ” পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার রাজু চৌধুরীকে।
এজাহারে উল্লেখ করেছেন গত ৯ মার্চ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে সংগঠিত ঘটনায় রাজু চৌধুরী উপস্থিত ছিলেন এবং অন্যান্য আসামিদের সাথে বৌদ্ধ সমিতির অফিস থেকে বিশ লক্ষ টাকা ডাকাতি করে বৌদ্ধ সমিতির সুদীপ বড়ুয়া নামে একজনকে আরো চার-পাঁচ জন সহ লাঠি দিয়ে মেরে ছুরি নিয়ে হামলা করেছেন ।
এই ব্যাপারে সংবাদ কর্মী রাজু চৌধুরী বলেন, বর্তমানে কারো পক্ষে বা তাদের মনের মতো নিউজ না হলে সংবাদ কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কারো পরকীয়া প্রেম, আত্মহত্যা, হত্যা, সুদখোর, মাদকবেপারী, অবৈধ ব্যবসায়ী কারো বিরুদ্ধে নিউজ করলেই মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।
যে কোন ঘটনার তথ্য ও সংবাদ সংগ্রহ আমার পেশাগত দায়িত্ব এবং আমি বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে কারো পক্ষ নিয়ে হামলা, লুট বা মারপিট করার কোন সুযোগ নেই, তাছাড়া সেখানে পুলিশের ঊর্ধতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোক সহ প্রচুর মানুষ উপস্থিত ছিলেন, বিহারে সিসি টিভির ক্যামেরা ছিলো, পুলিশরা ভিডিও করেছেন এবং উপস্থিত সাধারণ মানুষ ও সাংবাদিক সবার কাছে ভিডিও ফুটেজ আছে তাই পুলিশ সুষ্ঠুভাবে তদন্ত করলে সবই পরিষ্কার হয়ে যাবে।
তিনি আরো বলেন, পুলিশের উপস্থিতিতে ডাকাতি বা লুট কিভাবে সম্ভব ? দুই দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ৮ মার্চ থেকে পুলিশ বৌদ্ধ বিহারের মাঠে উপস্থিত ছিল, বৌদ্ধ সমিতি একটা সংগঠন ওদের কার্যালয়ে উল্লেখিত লুট হওয়া বিশ লক্ষ টাকা, নগদ এতো টাকা কিভাবে রাখা ছিলো? সাংগঠনিক কার্যালয়ে কত টাকা রাখা যাবে নিশ্চয় গঠিনতন্ত্রে লিখা আছে তাই পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাবো সব দিক বিবেচনা করে সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হউক। যিনি আমার লাঠির আঘাতে আহত হয়েছেন দাবি করছেন, স্বাক্ষী হিসাবে স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান যিনি বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সদস্য বলে জানতে পেরেছি এবং সপু বড়ুয়া নামে দুই জন দেখানো হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা বর্ণনা দিতে বলা হউক এবং সত্য মিথ্যা যাচাই বাছাই করে কেউ মিথ্যা তথ্য বা মিথ্যা স্বাক্ষী দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হউক, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।
এইদিকে একজন পেশাদার সংবাদকর্মী রাজু চৌধুরীকে পেশাগত দায়িত্ব পালনকালে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামালায় ফাঁসানোর অপচেষ্টা করায় সাংবাদিক মহলে ক্ষোভ বিরাজ করছে, তাঁরা বলেন সংবাদ ও তথ্য সংগ্রহ একজন সংবাদ কর্মীর পেশাগত দায়িত্ব ও অধিকার।
একজন সংবাদ কর্মী পেশাগত দায়িত্ব পালনে সেখানে উপস্থিত থাকতেই পারেন। তাকে মামলায় আসামী করা ভালোভাবে দেখছেন না সাংবাদিক মহল। তাই বিষয়টি সুষ্ঠু তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি সাংবাদিক মহলের। কারো উপর যেন অবিচার না হয় সেদিকটা খেয়াল রাখারও আহবান জানান।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ
Link Copied