পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে, এতে আরও চারজন গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে (চট্টগ্রাম-কক্সবাজার) মহাসড়কের পটিয়া উপজেলার খরনা চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের খরনা চেয়ারম্যান ঘাটা এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি যাত্রীবাহী দ্রুতগামী বাস ও চকরিয়া দিকে যাওয়া একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ সিএনজি যাত্রী ঘটনাস্থলে নিহত ও ৪ জন গুরুতর আহত হন।
নিহতরা হলেন, চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ইউনুচ মার্কেট এলাকার আবু তৈয়বের ছেলে মো. আবু বক্কর তাসিব (১৮) ও কক্সবাজার জেলার রামু থানার আহমদ হোসেনের ছেলে নুরুল আলিম (২৭)। আহতরা হলেন, চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের রাকিব হোসেন (২০), মোহাম্মদ জাবেদ (১৯), মোহাম্মদ সিহাব (২২), চকরিয়ার সিএনজি চালক লিটন (৩৫)।
এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া আহত সিএনজি যাত্রীদের উদ্ধার করে চন্দনাইশের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর তাসিব ও নুরুল আলিমকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
অপর দিকে, একই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে পটিয়া মনসা বাদামতল থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি মিনি বাস ২০০ মিটার অতিক্রম করার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এসময় বাসটির হেলপার লাফ দিতে গিয়ে বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলে হেলপার রফিক (২৩) মৃত্যু বরণ করেন।নিহত মো.রফিক পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের চাপড়া গ্রামের স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ওই সব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক সকালের সময়'কে জানান, শুক্রবার বিকেল ও রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। রাতে বাস- সিএনজির মুখোমুখি সংর্ঘষের খবর পেয়ে মহাসড়কের পটিয়া খরনা চেয়ারম্যান ঘাটা এলাকায় পৌঁছে ঘাতক বাস ও দুর্ঘটনা কবলিত দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি জব্দ করে পুলিশ,পরে জব্দকৃত বাস সিএনজি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় নিহতদের বিষয়টি সংশ্লিষ্ট চন্দনাইশ থানা পুলিশ তদারকি করছেন। তারা নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আমাদেরকে দিবে। এরপর আমরা সড়ক আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিব। এছাড়াও একই দিন বিকেলে পটিয়া মনসা বাদামতল এলাকায় একটি মিনি বাস উল্টে রফিক নামের একজন বাস হেলপার নিহত হয়েছেন।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
