ইয়াবা সেবনে বাধা দেওয়ায় হত্যা করা হয় রিজিয়া পারভীন কে

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় চরামদ্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কাটাদিয়া গ্রামের মৃত, জয়নাল আবেদীন গাজীর স্ত্রী রিজিয়া পারভিন (৬০) হত্যা পরে তার নিজ গৃহের মেঝেতে মাটি চাপা দেয়া ঘটনায় দুই খুনিকে গ্রেফতার করেছে বরিশাল জেলা ডিবি ও বাকেরগঞ্জ থানা পুলিশ।
২০ এপ্রিল ঢাকার কামরাঙ্গীরচর থেকে দুই হত্যাকারীকে গ্রেফতার করা হয়। হত্যাকারীরা হলেন বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের মধ্য কাটাদিয়া গ্রামের মৃত্যু আইয়ুব আলী গাজীর পুত্র ফয়সাল গাজী ( ৩২) ও দক্ষিণ কাটাদিয়া দিয়ে গ্রামের সোনামদ্দিনের পুত্র লালচান (২৮)
গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, গত বছর ২৪ নভেম্বর রাতে রিজিয়া পারভিনের ঘরের পিছনের দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে ইয়াবা সেবন করে ফয়সাল গাজী ও লালচান। তখন ঘরের মধ্যে ঘুমানো অবস্থায় ছিল রিজিয়া পারভীন। রাত তিনটার রিজিয়া পারভীনের ঘুম ভাঙলে তাদেরকে ঘরের মধ্যে ঢুকে ইয়াবা সেবন করায় বিষয়ে বাধা দিলে তখন ফয়সাল ও লালচান রিজিয়া পারভীনের পরিহিত শাড়ির কাপড় গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তাকে নৃশংসভাবে হত্যার পরও তারা ঐ ঘরে বসেই ১০ টি ইয়াবা ট্যাবলেট সেবন করে। পরবর্তীতে রিজিয়া পারভিনকে ঘরের মেঝেতেই মাটিচাপা দেয়।
এই হত্যা ঘটনা ছয় মাস পার হলে গত ১৭ এপ্রিল বুধবার দুপুরে রিজিয়া পারভিনের কঙ্কাল উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। এ সময় উদ্ধার অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।
এ সময় আরো উপস্থিত থাকেন, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল ফরহাদ সরদার ও বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন।
এই ঘটনায় রিজিয়া পারভীনের ভাই বাকেরগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করলে পুলিশ সুপার ওয়াহেদুল ইসলাম এর নির্দেশনায় বরিশাল জেলা ডিবি ও বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম দুই হত্যাকারীকে গ্রেপ্তার করেন।
উল্লেখ্য, রিজিয়া পারভিন ছয় মাস আগ থেকে নিখোঁজ ছিলেন। গত ১৩ এপ্রিল রাসেলের স্ত্রী ও শাশুড়ি তার মা রিজিয়া পারভিনের তালাবদ্ধ ঘরের তালা ভেঙ্গে জরাজীর্ণ ঘরে ভিতরে প্রবেশ করে। তারা ঘরের মধ্যে প্রবেশ করলে ঘরের মেঝের উপরে পুরনো কিছু কাপড়-চোপড় পড়ে থাকতে দেখে। ওই কাপড় গুলো তুলে ফেললে ঘরের মেঝের মাটি কিছু স্থানে খোঁড়া অবস্থায় দেখে তখন আশপাশের লোক ডাক দেয়। স্থানীয় লোকজন এসে ওই মাটি খুঁড়তে থাকলে রিজিয়া পারভিনের কঙ্কালের সন্ধান পায়। পরবর্তীতে পুলিশ কঙ্কাল উদ্ধার করে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, মাননীয় পুলিশ সুপারের নির্দেশে বরিশাল জেলা ডিবি ও বাকেরগঞ্জ থানা পুলিশ দুই হত্যাকারীকে গ্রেফতার করেছে। আগামীকাল সকালে আসামিদের আদালতে মাধ্যমো জেল হাজতে প্রেরণ করা হবে।
এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
