শিবচরে তীব্র গরমে কদর বেড়েছে আখের রসের

শিবচর উপজেলার বিভিন্ন হাটবাজারে তীব্র গরমে আখের রসের দোকানে ভিড় বেড়েছে ক্রেতাদের। গ্রামের ভ্রাম্যমান আখের রসের দোকানে বিক্রির হিড়িক দেখা গেছে। মেশিনে আখ পিষে রস বের করে গ্লাস ভরে দিচ্ছে ক্রেতাদের হাতে। পরম তৃপ্তি নিয়ে শেষ করছে গ্লাসের রস। রসের জন্য দোকানের চারপাশে অপেক্ষা করছে আরও অনেকে।
সোমবার (২২ এপ্রিল) মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের হাট বাজারে দেখা গেছে এই চিত্র।
বিক্রেতারা জানান,তাপমাত্রা বেশি থাকায় আখের রস গত বছরের থেকে এ বছর বেশি বিক্রি হচ্ছে। বেলা ১১ থেকে বিকাল ৪ টা পযন্ত একটু কম হলেও সন্ধ্যার সময় বেশি রস বিক্রি চলে। কেউ কেউ বোতলে ভরে বাড়ি নিয়ে যায়। সারাদিন রোদ থাকায় বাজারে লোকজন কম আসে। সন্ধ্যার পর যারা বাজারে আসেন, বেশির ভাগই এখন আখের রস খেয়ে থাকেন।'
খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকাসহ গ্রামের বাজারে, মহাসড়কের পাশে বা জনসমাগম হয় এমন সব স্থানে ভ্রাম্যমান রস বিক্রেতারা প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯/১০ টা পর্যন্ত আখের রস বিক্রি করেন। গরমের কারণে রসের চাহিদা বেড়েছে কয়েকগুণ! যে পরিমান আখ নিয়ে আসেন, সব বিক্রি হয়ে যায়। প্রতি গ্লাস আখের রস ২০ টাকা করে বিক্রি করা হয়।
আখের রস বিক্রেতারা দেলোয়ার নামের এক তরুণ বলেন,'গত কয়েক দিন ধরে বিক্রি বেড়েছে। তাপমাত্রা বেশি থাকায় আখের রসের চাহিদা বেড়ে গেছে। প্রতিদিন ৫/৬ ঘন্টায় ১ থেকে দেড়শ গ্লাস রস বিক্রি হচ্ছে। চাহিদা বাড়ায় বিক্রেতাদের সংখ্যাও বেড়েছে ইদানিং। শ্রমজীবিরা বিশেষ করে ভ্যান চালকেরা গরমে রস বেশি খেয়ে থাকেন। এছাড়া অনেকে আবার বোতল নিয়ে এসে রস বাড়ি নিয়ে যান।'
ইমরান হোসেন মিঠু নামের এক যুবক বলেন,'প্রচুর গরম পড়েছে। বাজারে আসার পর আখের রস খেতে ইচ্ছা করলো। দোকানে প্রচুর ভিড়। সিরিয়ালে থাকতে হয় আখের রসের জন্য!'
তীব্র গরমে জন-জীবন অসহনীয় হয়ে উঠেছে। খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম বিপাকে। সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা কমে এলে বাজার-ঘাটে লোক সমাগম বাড়ে। এসময় পানির চাহিদা পূরণে আখের রস পান করতে দেখা যায় সাধারণ মানুষদের। বরফকুচি দিয়ে ঠান্ডা আখের রসে প্রশান্তি খুঁজেন গরমে হাঁসফাঁস করতে থাকা সাধারণ মানুষ!
এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

রংপুরে পৈতৃক জমি দখলমুক্ত হলেও হুমকিতে ভুক্তভোগী পরিবার

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল

গুমে জড়িতদের ভোটের আগেই বিচার দাবি স্বজনদের

নুরের ওপর হামলার প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে কাজ করেছে সেনাবাহিনী

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বেনাপোল সীমান্তে গলায় ফাঁস দেয়া যুবকের পরিচয় মিলেছে

সিংগাইরে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

নরসিংদীতে র্যাবের অভিযানে জেল পলাতক আসামি গ্রেফতার

রাণীনগরে সুতি ও কারেন্টজাল জব্দ করে ভস্মিভূত
Link Copied