শিবচরে তীব্র গরমে কদর বেড়েছে আখের রসের
শিবচর উপজেলার বিভিন্ন হাটবাজারে তীব্র গরমে আখের রসের দোকানে ভিড় বেড়েছে ক্রেতাদের। গ্রামের ভ্রাম্যমান আখের রসের দোকানে বিক্রির হিড়িক দেখা গেছে। মেশিনে আখ পিষে রস বের করে গ্লাস ভরে দিচ্ছে ক্রেতাদের হাতে। পরম তৃপ্তি নিয়ে শেষ করছে গ্লাসের রস। রসের জন্য দোকানের চারপাশে অপেক্ষা করছে আরও অনেকে।
সোমবার (২২ এপ্রিল) মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের হাট বাজারে দেখা গেছে এই চিত্র।
বিক্রেতারা জানান,তাপমাত্রা বেশি থাকায় আখের রস গত বছরের থেকে এ বছর বেশি বিক্রি হচ্ছে। বেলা ১১ থেকে বিকাল ৪ টা পযন্ত একটু কম হলেও সন্ধ্যার সময় বেশি রস বিক্রি চলে। কেউ কেউ বোতলে ভরে বাড়ি নিয়ে যায়। সারাদিন রোদ থাকায় বাজারে লোকজন কম আসে। সন্ধ্যার পর যারা বাজারে আসেন, বেশির ভাগই এখন আখের রস খেয়ে থাকেন।'
খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকাসহ গ্রামের বাজারে, মহাসড়কের পাশে বা জনসমাগম হয় এমন সব স্থানে ভ্রাম্যমান রস বিক্রেতারা প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯/১০ টা পর্যন্ত আখের রস বিক্রি করেন। গরমের কারণে রসের চাহিদা বেড়েছে কয়েকগুণ! যে পরিমান আখ নিয়ে আসেন, সব বিক্রি হয়ে যায়। প্রতি গ্লাস আখের রস ২০ টাকা করে বিক্রি করা হয়।
আখের রস বিক্রেতারা দেলোয়ার নামের এক তরুণ বলেন,'গত কয়েক দিন ধরে বিক্রি বেড়েছে। তাপমাত্রা বেশি থাকায় আখের রসের চাহিদা বেড়ে গেছে। প্রতিদিন ৫/৬ ঘন্টায় ১ থেকে দেড়শ গ্লাস রস বিক্রি হচ্ছে। চাহিদা বাড়ায় বিক্রেতাদের সংখ্যাও বেড়েছে ইদানিং। শ্রমজীবিরা বিশেষ করে ভ্যান চালকেরা গরমে রস বেশি খেয়ে থাকেন। এছাড়া অনেকে আবার বোতল নিয়ে এসে রস বাড়ি নিয়ে যান।'
ইমরান হোসেন মিঠু নামের এক যুবক বলেন,'প্রচুর গরম পড়েছে। বাজারে আসার পর আখের রস খেতে ইচ্ছা করলো। দোকানে প্রচুর ভিড়। সিরিয়ালে থাকতে হয় আখের রসের জন্য!'
তীব্র গরমে জন-জীবন অসহনীয় হয়ে উঠেছে। খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম বিপাকে। সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা কমে এলে বাজার-ঘাটে লোক সমাগম বাড়ে। এসময় পানির চাহিদা পূরণে আখের রস পান করতে দেখা যায় সাধারণ মানুষদের। বরফকুচি দিয়ে ঠান্ডা আখের রসে প্রশান্তি খুঁজেন গরমে হাঁসফাঁস করতে থাকা সাধারণ মানুষ!
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে মাদক বিরোধী এবং চুরি ও জুয়া প্রতিরোধে আলোচনা সভা
হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ
পাঁচবিবিতে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার
নোয়াখালীতে মোটরসাইকেল আটক করে মিলল ৪ হাজার পিস ইয়াবা
মাগুরায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় সাইকেল ও ভ্যানের পার্সের দোকান পুড়ে ছাই
রায়গঞ্জে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত
বিএনপি নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রায় সকাল থেকেই ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের ভিড়
যশোর-৬ বিএনপি'র মনোনয়ন হারিয়েছেন শ্রাবণ চুড়ান্ত টিকিট পেলেন আবুল হোসেন আজাদ
পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন মোস্তফা জামাল হায়দার
সন্দ্বীপের মুছাপুরে এতিমদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামের তাপমাত্রা ১১দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস
জল্পনা-কল্পনা শেষে ঝিনাইদহে স্থগিত ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
নেত্রকোনায় ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও সনদপত্র বিতরণ
Link Copied