পিআইও মিল্টনের অঢেল সম্পদের উৎসের খোজে দুদক : টাকার জোরে ধামাচাপা দেওয়ার চেষ্টা!

ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অধীনে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারের অঢেল সম্পদের উৎস জানতে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উচ্চপদস্থ কর্মকর্তাও সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করতে রাজি নয় কেউ। তবে বিষয়টি ধামাচাপা দিতে জোর তদবীরও চালাচ্ছে একটি মহল।
আঙ্গুল ফুলে কলা গাছ, রূপকথার আলাদিনের চেরাগের কল্প কাহিনীকেও যেন হার মানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন এই কর্মকর্তা। মাত্র ১০ বছরে নানা অনিয়মের মাধ্যমে অর্জন করেছে কোটি কোটি টাকা। তবে সেই তদন্ত আটকে দিতে সেখানেও জোর তদবীর চালাচ্ছেন বলে দুদকের একটি গোপন সুত্রে জানা গেছে। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে এই বিষয়ে সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পেছনেও দেদারছে টাকা ঢালছেন এই কর্মকর্তা। মিল্টন দস্তিদারের একাধিক বিশ্বস্ত লোকের মারফতে জানা গেছে একজন গোয়েন্দা (ডিবি) কর্মকর্তা ও স্থানীয় কতিপয় ব্যক্তির মাধ্যমে এসব ধামাচাপার কাজ চালিয়ে যাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তা জানান পিআইও মিল্টন দস্তিদার দুর্নীতির মাধ্যমে অনেক কালো টাকা আয় করেছেন বলে শুনেছি বিষয়টি তদন্ত চলছে দোষী প্রমানিত হলে খুব শীঘ্রই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।
জানা যায় ২০১২ সালের শুরুর দিকে ফেনী জেলাতে উপজেলা প্রকল্প কর্মকর্তা হিসেবে যোগদান করেন মিল্টন দস্তিদার। বর্তমানে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। চাকরীর এই ১০ বছওে তিনি বিপুল পরিমান সম্পদের মালিক হয়েছেন। অভিযোগ রয়েছে, পটিয়া উপজেলা ও নগরে তার নিজের নামে, স্ত্রী, নিজের ভাই ও বৌয়ের ভাই এর নামে রয়েছে নামে-বেনামে ফ্ল্যাট, জায়গা-জমি এবং বিভিন্ন ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকার সঞ্চয়পত্র, ও এফডিআর। শুধু তাই নয় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম নগরীর দেব পাহাড় এলাকায় সিপিডিএল পারিজাত এপার্টমেন্টে কিনেছেন ডুপ্লেক্স ফ্ল্যাট । সেখানে আরো প্রায় অর্ধকোটি টাকা খরচ করে করেছেন সাজ-সজ্জা। জেলার পটিয়া উপজেলার মধ্যম হাইদগাঁওয়ে নিজ গ্রামের বাড়িতে দৃষ্টিনন্দন ‘অরণ্য নীড়’ নামে তিনতলা বাড়ি রয়েছে তার। পটিয়া পৌরসভা বাইপাস এলাকায় ও নগরের বেশ কয়েকটি এলাকায় রয়েছে নিজের নামে ও পরিবারের সদস্যেদের নামে জমি। সম্প্রতি চট্টগ্রামের পটিয়ায় নিজ বাড়িতে কিনেছেন ১৮ শতক জায়গা যার বাজার মুল্যও কোটি টাকা উপরে।
এছাড়াও , ইউনিয়ন ব্যাংক হাটহাজারী রোড সরকারহাট শাখা, ন্যাশনাল ব্যাংক জুবলী রোড শাখাসহ একাধিক ব্যাংকে রয়েছে তার নিজ নামে, স্ত্রী ও বাবার নামে একাধিক একাউন্ট ও সঞ্চয়পত্র। এছাড়া তার স্ত্রী'র ভাই এর নামে কয়েক কোটি টাকার ডিপিএস ও এফডিআর রয়েছে এই কর্মকর্তার। একইসঙ্গে মিল্টনের বিরুদ্ধে ভারতে অর্থপাচারের গুঞ্জনও রয়েছে বেশ।
অভিযোগ রয়েছে, ২০২০ সালের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্কের অভিযোগ উঠেছিলো মিল্টন দস্তিদারের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায়। এ ঘটনায় চট্টগ্রামে রূম্পা নামের এক ব্যাংক কর্মকর্তার মধ্যস্থতায় থানায় মুচলেকা দিয়ে ছাড়া পান এই কর্মকর্তা। ভুক্তভোগী ওই নারীকে এককালীন প্রায় ২৫ লাখ টাকা দিয়ে 'সমাধান' হয়েছিল সেই অভিযোগের।
এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ শাখার উপ পরিচালক আরিফ সাদেক জানান বিষয়টির তদন্ত চলছে খুব শীঘ্রই তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারের মুঠোফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি। মোবাইলে ও হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
