বাকেরগঞ্জে প্রতীক পেয়ে নির্বাচনী লড়াইয়ে প্রার্থীরা
বরিশালের বাকেরগঞ্জ উপজেলাজুড়ে নির্বাচনী ঊত্তাপ। শুরু হয়েছে ভোটের দিন উপলক্ষে ক্ষণগণনা। ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ পেয়েই ভোটযুদ্ধে মাঠে নেমেছেন প্রার্থীরা। শুরু করেছেন শো-ডাউন। প্রার্থীরা তাদের কর্মী সমর্থক নিয়ে ছুটছেন দ্বারে দ্বারে। কোলাকুলি-কুশল বিনিময় করছেন। খোজ-খবর নিচ্ছেন। কাতর ভাষায় ভোট চাচ্ছেন। অটো রিক্সার উপরে মাইক টানিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে গানে গানে ভোট চাইছেন প্রার্থীদের।
এরমধ্যে চেয়ারম্যান পদে ৬ জন থাকলে ও উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ামত আব্দুল্লাহ পলাশ গত ২২ এপ্রিল তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে।
নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা আনারস মার্কা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাজিব তালুকদার প্রতীক পেয়েছেন কাপ পিরিচ, কামরুল ইসলাম খান পেয়েছেন মোটরসাইকেল, ফিরোজ আলম খান প্রতীক পেয়েছেন দোয়াত কলম।
তবে নির্বাচনী মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশার আনারস মার্কা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাজিব তালুকদার কাপ পিরিচ মার্কা।
পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম ডাকুয়া তালা মার্কা , মো: শাহবাজ মিয়া বই মার্কা , আব্দুস সালাম মল্লিকের উড়োজাহাজ মার্কা।
নির্বাচনী মাঠে ভাইস চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি ভালো অবস্থানে রয়েছে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম ডাকুয়া তালা মার্কা নিয়ে।
অপরদিকে সমালোচনার মুখে পড়েছেন বর্তমান এমপি আব্দুল হাফিজ মল্লিক কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ উপেক্ষা করে তার আপন ছোট ভাই সালাম মল্লিককে ভাইস চেয়ারম্যান প্রার্থী করায়।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা বেগম প্রতিক বরাদ্দ পেয়েছেন হাঁস মার্কা ও জাহানারা বেগম কলস মার্কা। বাকেরগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ১২ শ ১১ জন। ১১৩ টি সেন্টারে আগামি ৮ মে ভোট গ্রহণ হবে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সাতক্ষীরায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
ঢাকা -১৯ আসনে বিএনপি দলীয় নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ
দুই দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ
নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫
গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন