বাকেরগঞ্জে প্রতীক পেয়ে নির্বাচনী লড়াইয়ে প্রার্থীরা
বরিশালের বাকেরগঞ্জ উপজেলাজুড়ে নির্বাচনী ঊত্তাপ। শুরু হয়েছে ভোটের দিন উপলক্ষে ক্ষণগণনা। ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ পেয়েই ভোটযুদ্ধে মাঠে নেমেছেন প্রার্থীরা। শুরু করেছেন শো-ডাউন। প্রার্থীরা তাদের কর্মী সমর্থক নিয়ে ছুটছেন দ্বারে দ্বারে। কোলাকুলি-কুশল বিনিময় করছেন। খোজ-খবর নিচ্ছেন। কাতর ভাষায় ভোট চাচ্ছেন। অটো রিক্সার উপরে মাইক টানিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে গানে গানে ভোট চাইছেন প্রার্থীদের।
এরমধ্যে চেয়ারম্যান পদে ৬ জন থাকলে ও উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ামত আব্দুল্লাহ পলাশ গত ২২ এপ্রিল তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে।
নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা আনারস মার্কা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাজিব তালুকদার প্রতীক পেয়েছেন কাপ পিরিচ, কামরুল ইসলাম খান পেয়েছেন মোটরসাইকেল, ফিরোজ আলম খান প্রতীক পেয়েছেন দোয়াত কলম।
তবে নির্বাচনী মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশার আনারস মার্কা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাজিব তালুকদার কাপ পিরিচ মার্কা।
পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম ডাকুয়া তালা মার্কা , মো: শাহবাজ মিয়া বই মার্কা , আব্দুস সালাম মল্লিকের উড়োজাহাজ মার্কা।
নির্বাচনী মাঠে ভাইস চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি ভালো অবস্থানে রয়েছে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম ডাকুয়া তালা মার্কা নিয়ে।
অপরদিকে সমালোচনার মুখে পড়েছেন বর্তমান এমপি আব্দুল হাফিজ মল্লিক কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ উপেক্ষা করে তার আপন ছোট ভাই সালাম মল্লিককে ভাইস চেয়ারম্যান প্রার্থী করায়।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা বেগম প্রতিক বরাদ্দ পেয়েছেন হাঁস মার্কা ও জাহানারা বেগম কলস মার্কা। বাকেরগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ১২ শ ১১ জন। ১১৩ টি সেন্টারে আগামি ৮ মে ভোট গ্রহণ হবে।
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা