ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

তালায় কয়েক যুগ বেদখলীয় সরকারি জমি উদ্ধার প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ২৪-৪-২০২৪ দুপুর ৩:৪৯

দেশ স্বাধীনের পর খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন তালা উপজেলার মির্জাপুর নামক স্থানে ১১.২৬ একর অর্থাৎ প্রায় ৩৪ বিঘা সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গত ২৩ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের নেতৃত্বে। উপজেলা ভূমি অফিস এবং পাটকেলঘাটা ইউনিয়ন ভূমি অফিসের যৌথ অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়। জানা গেছে, দেশ স্বাধীনের আগে থেকে সরকারি ১১ একরের বেশি জায়গা একটি চক্র যা প্রায় ৫০/৬০ বছর ধরে অবৈধ ভাবে ভোগ-দখল করে আসছিল। একপর্যায়ে সম্প্রতি তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের দৃষ্টি গোচরে আসে অবৈধ দখলে থাকা এই বিপুল পরিমাণ খাস জায়গার বিষয়টি। যা  তিনি বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এবং উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনকে অবহিত করেন। পরে জেলা প্রশাসক হুমায়ুন কবির সহকারী কমিশনার ভূমি-কে সরকারি খাস জমি উদ্ধার করার জন্য নির্দেশনা প্রদান করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনকে। জানা যায়, ১৯৬০ থেকে ১৯৬২ সালের মধ্যে সরকারের পক্ষ থেকে উক্ত জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণের পর থেকে অবৈধ দখলদাররা উক্ত জমি দখল করে রেখেছিল। কিন্তু শেষ রক্ষা হলো না, মঙ্গলবার বিকালে  অভিযানের মাধ্যমে দীর্ঘদিন অবৈধ দখলে থাকা  হয়ে ১১.২৬ একর অর্থাৎ  প্রায় ৩৪ বিঘা জমি উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত একাধিক ব্যক্তি জানা, বহু বছর পরে হলেও বর্তমান এসিল্যান্ড  সাহেব সরকারের পক্ষে প্রশংসনীয় এমন কাজে আমরা ব্যাপক খুশি হয়েছ। আমরা চাই অবৈধ ভাবে গায়ের জোরে দখলে রাখা সরকারি সম্পদ সরকার এভাবে নিজের দখলে নিয়ে নিক। তাতে সাধারণ মানুষের উপকার হবে।  এসিল্যান্ড আরাফাত হোসেন  বলেন, একটি চক্র সরকারি এ জায়গা বহু বছর ধরে অবৈধ ভাবে নিজ দখলে  রেখেছিল। উদ্ধার হওয়া জায়গাটিতে অনুপ্রবেশ ঠেকাতে লাল ফ্লাগ দিয়ে যায়গাটি চিহ্নিত করা হয়েছে। এরপরও যদি অবৈধ ভাবে কেউ এ জায়গায় প্রবেশ বা দখল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিককের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলার অত্যন্ত জনগুরুত্বপূর্ণ  জায়গা পাটকেলঘাটা বাজারের সরকারী সম্পত্তি ইতিমধ্যে  চিহ্নিত করা হয়েছে। এছাড়া খেশরা ইউনিয়নে ৬৫ একর অর্পিত সম্পত্তি চিহ্নিত করার কাজ চলমান রয়েছে। উক্ত জমিও অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা হবে। তালা উপজেলা ভূমি কমিটি নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার বলেন, তালার এসিল্যান্ডের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সরকারী জমি উদ্ধারের ঘটনা প্রশসংসার দাবী রাখে। তিনি এ ঘটনায় জেলা ও উপজেলা প্রশাসনের ভুয়সী প্রশাংসা করেন। একই সাথে প্রকৃত ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্তের দাবী জানান তিনি। তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

‎ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন