রেকর্ড গরমে ও আদালত পাড়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট

চলতি তীব্র তাবদহের মধ্যেও সাতক্ষীরার আদালত পাড়ায় গভীর নলকূপ না থাকায় বিশুদ্ধ খাবার পানির অভাবে। অসহনীয় ভোগান্তির শিকার হতে হচ্ছে তৃষ্ণার্ত বিচার প্রার্থীরা সহ সাধারণ মানুষের। জানা গেছে, সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলায়ও তীব্র গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে মানুষের জীবন। এরই মধ্যে সাতক্ষীরা আদালত পাড়ায় জেলার গন্ডি পেরিয়েও বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অসংখ্য বিচার প্রার্থীসহ সাধারন মানুষ। বিভিন্ন প্রয়োজনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভীড় জমানোর বিষয়টি লক্ষণীয়। যে আদালত পাড়ায় খুব সকাল থেকে লোকজন আসা শুরু হয় এবং বেলা বাড়ার সাথে সাথে কোট চত্বরের সর্বত্র মানুষের উপচে পড়া ভীড়ে প্রায় সন্ধ্যা পর্যন্ত থাকে। গতকাল সরজমিন, সম্প্রতি তীব্র গরমে দুপুরের দিকে সারা শহরে জনসমাগম কমে গেলেও আদালত পাড়ায় উল্টো চিত্র দেখা যাচ্ছে। দিনভর মানুষের পদচারণায় মুখরিত থাকে পুরো আদালত পাড়া। মুলত সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত,জেলা প্রশাসকের কার্যালয় এবং চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত একই জায়গায় হওয়ার কারণে জনসমাগম সবসময় বেশি থাকে। কিন্তু পুরো আদালত পাড়ায় তৃষ্ণার্ত বিচার প্রার্থীসহ সাধারণ মানুষের জন্য ব্যবহার উপযোগী একটিও গভীর নলকূপ কিংবা বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা না থাকায়। তাদেরকে তীব্র গরমে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে একাধিক ভুক্তভোগীরা জানিয়েছেন। আদালতে আসা বিচার প্রার্থী ধুলিহরের শাহাজান গাজী ও কালীগঞ্জের মলেঙ্গা গ্রামের আমিনুর রহমান সহ একাধিক ব্যক্তি বলেন, সকালে কোর্টে এসেছি এখন দুপুর ২টা বাজে কখন কাজ শেষ হবে তার কোন ঠিক নেই। কিন্তু এখানে বিশুদ্ধ পানির কোন ব্যবস্থা না থাকায় পানির জন্য খুব কষ্ট পাচ্ছি। এখন লেবুর শরবতই হচ্ছে তৃষ্ণা মেটানোর একমাত্র ভরসা। জেলা আইনজীবি সমিতির সামনে একটি টিউবওয়েল থাকলেও সেটি শেকল দিয়ে তালামারা থাকায় ব্যবহার করা যাচ্ছে না। গরমে হাত মুখ পুড়ে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য এড. আল মাহমুদ পলাশ জানান- আদালত পাড়া অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ একত্রিত হয়ে থাকে। এখানে তীব্র গরমে অতিষ্ঠ মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ৩/৪ টি গভীর নলকূপ স্থাপন করা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য মোঃ শামীম আক্তার মিরান মুকুল জানান, বিশুদ্ধ পানির তীব্র সংকটে আদালত পাড়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।পানির অভাবে মানুষের মধ্যে হাহাকার চলছে কিন্তু জনগুরুত্বপূর্ণ এ বিষয়টি দেখার যেন কেউ নেই। সর্বোপরি সাধারন মানুষের দুর্ভোগ কমাতে জেলা ও দায়রা জজ আদালত চত্বর, চীফ জুডিশিয়াল ম্যাজিঃ আদালত চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের পার্কে। গভীর নলকূপ স্থাপন পূর্বক জনদুর্ভোগ লাঘব অতঃপর বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করতে। অবিলম্বে সাতক্ষীরা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম
