বাকেরগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত
বাকেরগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত 'শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে বাকেরগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসের আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।
বুধবার (১লা মে) বিকাল ৪ টায় বাকেরগঞ্জ শ্রমিক কর্মচারী সংঘ থেকে র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এর আগে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন খন্ড খন্ড মিছিল নিয়ে বাকেরগঞ্জ শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে হাজির হন শ্রমিকরা।
র্যালী শেষে বাকেরগঞ্জ শ্রমিক কর্মচারী সংঘ বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে বাকেরগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি কালাম ডাকুয়ার নেতৃত্বে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাকেরগঞ্জ উপজেলার শাখার সহ-সভাপতি মিজানুর রহমান মিজান বাকেরগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কালাম ডাকুয়া বাকেরগঞ্জ উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদ শাকাত হোসেন সময় আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা শাখার আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ
এ সময় বক্তারা বলেন, ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিলেন আগস্ট, স্পাইজ, এঞ্জেলস, ফিসার। মালিক এবং সরকার ভেবেছিল, নির্যাতন করে, ফাঁসী দিয়ে শ্রমিক নেতাদেরকে হত্যা করে শ্রমিক আন্দোলন দমন করা যাবে। কিন্তু ন্যায্য দাবিতে গড়ে উঠা এই আন্দোলনকে হত্যা ও নির্যাতনের মাধ্যমে দমন করা যায় নাই। বরং এই আন্দোলন ছড়িয়ে পড়ে পৃথিবীর দেশে দেশে।
শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানি-নির্যাতনের শিকার হচ্ছে, হচ্ছে অধিকারবঞ্চিত। বক্তারা মে দিবসের চেতনায় শোষণমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তোলার জন্য শ্রমিকদের প্রতি আহবান জানান।
বক্তার বলেন, মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগপোযোগী ও আধুনিকায়ন করে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০১৮ প্রণয়ন করেছে সরকার। দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা