ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বাকেরগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১-৫-২০২৪ বিকাল ৭:২৭

বাকেরগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত 'শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে বাকেরগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসের আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা। 

বুধবার (১লা মে) বিকাল ৪ টায় বাকেরগঞ্জ  শ্রমিক কর্মচারী সংঘ থেকে র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এর আগে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন খন্ড খন্ড মিছিল নিয়ে বাকেরগঞ্জ শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে হাজির হন শ্রমিকরা।

র‍্যালী শেষে  বাকেরগঞ্জ শ্রমিক কর্মচারী সংঘ বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে বাকেরগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি কালাম ডাকুয়ার নেতৃত্বে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাকেরগঞ্জ উপজেলার শাখার  সহ-সভাপতি মিজানুর রহমান মিজান বাকেরগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কালাম ডাকুয়া বাকেরগঞ্জ উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদ শাকাত হোসেন সময় আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা শাখার আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও শ্রমিক লীগের  নেতৃবৃন্দ

 এ সময় বক্তারা বলেন, ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিলেন আগস্ট, স্পাইজ, এঞ্জেলস, ফিসার। মালিক এবং সরকার ভেবেছিল, নির্যাতন করে, ফাঁসী দিয়ে শ্রমিক নেতাদেরকে হত্যা করে শ্রমিক আন্দোলন দমন করা যাবে। কিন্তু ন্যায্য দাবিতে গড়ে উঠা এই আন্দোলনকে হত্যা ও নির্যাতনের মাধ্যমে দমন করা যায় নাই। বরং এই আন্দোলন ছড়িয়ে পড়ে পৃথিবীর দেশে দেশে।

শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানি-নির্যাতনের শিকার হচ্ছে, হচ্ছে অধিকারবঞ্চিত। বক্তারা মে দিবসের চেতনায় শোষণমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তোলার জন্য শ্রমিকদের প্রতি আহবান জানান।

বক্তার বলেন, মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগপোযোগী ও আধুনিকায়ন করে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০১৮ প্রণয়ন করেছে সরকার। দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত