রায়েরবাগ হতে চোরাইগাড়ী উদ্ধার
ডিএমপি কদমতলী থানাধীন রায়েরবাগ জোড়া খাম্বা রুবেল টিম্বার এর সামনে হইতে একটি চোরাই পিকআপ গাড়ি, দোকানের তালা ভেঙ্গে দোকানের ভিতরের মালামাল পিকআপ গাড়িতে করে চুরি করিয়া নিয়ে নেওয়ার চক্রের সক্রিয় তিন সদস্যকে আটক করা হয়। আটককৃরা পেশাদার চোর। তাহাদের নাম ১। জাকির হোসেন (৪২), ২। মামুনুর রশিদ (৩৮) এবং ৩। মোজাফফর (৫০) তাহাদের হেফাজত হইতে চোরাই কাজে ব্যবহৃত একটি নম্বর প্লেট বিহীন পিকআপ গাড়ি, বল কাটার, একটি প্লাস, একটি সেলাই রেঞ্জ, একটি হাতুড়ি, একটি স্ক্র ড্রাইভার, একটি চাপাতি উদ্ধার করা হয়। চোরাই পাঁচ বস্তা মিনিকেট চাউল, মোট ৮,৯৬০/- টাকা, ৭টি মোবাইল ফোন ০৪/০৫/২০২৪ ইং তারিখ রাত্র ১:৫০ ঘটিকার সময় এস আই/ কবির হোসেন সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উদ্ধার পূর্বক জব্দ তালিকা প্রস্তুত করে কদমতলী থানায় মামলা দায়ের করা হয়। উক্ত আসামিদের বিরুদ্ধে ঢাকা শহর সহ সারা বাংলাদেশ মোট ১০/১৫ টা চুরির মামলা আছে।
এমএসএম / এমএসএম