আজ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলা
আজ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকছে। এর আগে প্রাথমিক,মাধ্যমিক ও কলেজ মাদরাসার ছুটি নিয়ে ভিন্ন মত থাকলেও আজ সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে । এ বিষয় শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল এক প্রেস রিলিসের মাধ্যমে জানানো হয় যে আজ থেকে সকল মাধ্যমিক স্কুল, কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার পর্যন্ত দেশের সকল প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লানিং সেন্টার বন্ধ ঘোষণা করেন। এর পর তাদের আর কোন বিজ্ঞাপ্তি না থাকায় যথারীতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়র আওতাভুক্ত সকল রকমের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকছে।
দীর্ঘ তীব্র তাপদাহে প্রায় ১৫ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ থেকে খোলা থাকছে শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে গত ২০ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সকল সরকারি ও বেসরকারি পর্যায়ের (স্কুল-কলেজ) শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সাত দিন বাড়ানোহয় । পাশাপাশি দেশের সকল প্রাথমিক বিদ্যালয়েরও ছুটি সাতদিন বাড়ানো হয়েছে। ফলে ঈদের ছুটি শেষে গত ২১ এপ্রিল স্কুল ও কলেজ খোলা থাকার কথা থাকলেও তা খোলা হয়নি।
পূর্বনির্ধারিত ছুটি বাড়িয়ে ২৮ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়। কিন্তু ওই দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলায় তীব্র তাবদাহে একজন শিক্ষকসহ প্রায় ১২ জন হিটস্টোকে মারা যায়। বিষয়টি সর্বোচ্চ আদালতের নজরে আসলে হাইকোট স্বপ্রনোদিত হয়ে ২মে পর্যন্ত সকল রকমের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। শুধু যে সব শিক্ষা প্রতিষ্ঠানে এসি আছে তাদেরকে খোলার জন্য নির্দেশণা প্রদান করেন। এ নিয়ে শিক্ষা মন্ত্রী অসন্তোষ প্রকাশ করে আপীল করার কথা বললে আদালত বন্ধ থাকায় তা করা সম্ভাব হয়নি।
অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ে ২৮ এপ্রিল বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫ জেলার সকল রকমের শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ ঘোষণা করে। পরে অবশ্য মে দিবসের বন্ধ থাকায় এবং পরের দিন আপীল বিভাগ বন্ধ থাকায় শিক্ষা মন্ত্রণালয় হাইকোর্টের রায় মেনে নেন।
এর আগে দেশজুড়ে বহমান তীব্র তাপদাহের (হিট অ্যাল্যার্ট) কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত বন্ধ রাখতে বলেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে মন্তণালয় থেকে পাঠানো সংশোধিত আদেশে ছুটি বাড়ানোর কথা বলা হয়। প্রসঙ্গত, দেশের অনেক এলাকায় তাপপ্রবাহ বইছে। এর মধ্যে গত শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি এ বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার কিছুটা কমে এসেছে। কোনো এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে। তাপদাহ কিছুটা সহনীয় পর্যায় রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে।
এমএসএম / এমএসএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন