ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

শাহজাদপুর কাঁপাচ্ছে ৪০ মন ওজনের ‘নাতিবাবু’


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৬-৫-২০২৪ দুপুর ৪:৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে কোরবানীর ঈদকে সামনে রেখে উপজেলার পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন স্থানে শতশত গো-খামারে দেশি ও বিদেশি জাতের ষাঁড় গরু হৃষ্টপুষ্টকরণের কাজে ব্যতিব্যস্ত সময় কাটাচ্ছে গো-খামারিরা। দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন তারা।
বিভিন্ন বাড়ি ও গো-খামারে এবার ৫৫ হাজার ৪২০ টি ষাঁড় হৃষ্টপুষ্ট করছে খামারিরা। তারা স্বল্প পুঁজি বিনিয়োগে দেশি ও বিদেশি জাতের ফ্রিজিয়ান, গির, শাহীওয়াল, দেশি শংকর, অষ্ট্রেলিয়ান ও জার্সিসহ বিভিন্ন জাতের ষাঁড় বাছুর ক্রয় করে হৃষ্টপুষ্ট করছেন। মাত্র ৬-৮ মাসে এঁড়ে বাছুর লালন পালন করে কোরবানীর ঈদের গরুর হাটে বিক্রি করে সব খরচ বাদ দিয়েও বিনিয়োগের চেয়ে বেশী অর্থ আয় করতে পারবে বলে গৃহস্থ ও খামারিরা আশা প্রকাশ করেছেন। 
সরজমিনে উপজেলার খুকনী ইউনিয়নের খুকনী ব্যাংক রোডস্থ হাজী শামীম আক্তারের ফার্মে গিয়ে দেখা গেছে শাহীওয়াল, গির ও অস্ট্রেলিয়ান জাতের ফ্রিজিয়ানসহ ৭ টি ষাঁড় গরু সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে সবুজ ঘাস,  খৈল, ভূষি, চিটা গুড়, ছোলা, গম, মসুর, কালাই, খেশারী, জব, ভুট্টা ও সাইরেজ খাওয়ায়ে লালন পালন করছেন। তিনি জানান- তার ফার্মের সব চেয়ে বড় ৩০ মন ওজনের সাদা-কালো রঙের পারহা-পারহি ‘অস্ট্রেলিয়ান জাতের ফ্রিজিয়ান’ ষাঁড় গরুটির নাম রাখা হয়েছে ‘সম্রাট-২’। আমার ইচ্ছা ষাঁড় গরু গুলো বাড়ী থেকেই বিক্রি করব। 
এদিকে, বেলতৈল ইউনিয়নের ঘোরড়শাল নতুনপাড়া মহল্লার গো-খামারি মো. শহিদুল ইসলাম ঠান্ডু জানান- বিগত বছরের ন্যায় বাড়ির অন্যান্য কাজের পাশাপাশি গরু হৃষ্টপুষ্ট করে অতি অল্প সময়ে স্বাবলম্বী হয়েছি। তার ফার্মের সব চেয়ে বড় ৪০ মন ওজনের সাদা-কালো রঙের পারহা-পারহি ‘অস্ট্রেলিয়ান জাতের ফ্রিজিয়ান’ ষাঁড় গরুটির নাম রাখা হয়েছে ‘নাতিবাবু’। এবার এলাকা কাঁপিয়ে তুলছে ‘নাতিবাবু’। গরুটির দাম হাঁকা হয়েছে ১৫ লক্ষ টাকা।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. বিল্লাল হোসেন জানান- আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে শাহজাদপুরে প্রায় ৮৬ হাজার ৬৬১ টি পশু প্রস্তুত করছে খামারিরা। এর মধ্যে ষাঁড় গরু রয়েছে ৫৫ হাজার ৪২০ টি, বলদ রয়েছে ৩ হাজার ৬১৫ টি, গাভী রয়েছে ২ হাজার ৫৫০ টি  ছাগল রয়েছে ১৭ হাজার ৭৭১টি ও ভেড়া রয়েছে ৭ হাজার ৩০৫ টি। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ষাঁড় হৃষ্টপুষ্ট করার কাজে উপজেলা পাণিসম্পদ অফিস থেকে খামারিদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি চিকিৎসাসেবা, ভ্যাকসিন ও বিনাম্যল্য নিরাপদ গো-খাদ্য সাইরেজ প্রদান করার মাধ্যমে তাদের উৎসাহিত করা হচ্ছে। খামারিরা এবছর বেশী অর্থ আয় করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।  

 

এমএসএম / এমএসএম

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ

গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান

আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক

সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা