ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

দামুড়হুদা গোপালপুর সরকারি রাস্তায় ড্রেজার মেশিন দিয়ে প্রায় তিনশত ফুট লম্বা গভীর গর্ত করায় গ্রামবাসীর ক্ষোভ


 জাহাঙ্গীর আলম  photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ৭-৫-২০২৪ দুপুর ১২:৪৪

 চুয়াডাঙ্গা জেলার  দামুড়হুদা উপজেলার  গোপালপুর গ্রামের দলকাবিলের  সরকারি  রাস্তায় ড্রেজার মেশিন দিয়ে প্রায় তিনশত ফুট লম্বা গভীর গর্ত করায় স্বপন মালিতার বিরুদ্ধে অভিযোগ করেছে গ্রামবাসী। এমন ঘটনায় যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। এ মর্মে  গ্রামবাসির পক্ষে  ওসমান গণি  বাদি হয়ে স্বপন মালিতার বিরুদ্ধে  জেলা প্রশাসক বরাবর   অভিযোগ  দায়ের করেন। গত বুধবার ০১/০৫/২৪ ইং তারিখে স্বপন মালিতা উপস্থিত থেকে গ্রামবাসির কথা উপেক্ষা করে এ রাস্তার গর্ত করেন   এবং  গত বৃহস্পতিবার  ০২/০৫/২৪ইং তারিখে  দুপুরে  গ্রামবাসি ক্ষিপ্ত হয়ে  জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সুত্র ও সরজমিন থেকে জানাযায়, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের মৃত খোকন মালিতার প্রভাবশালি ছেলে স্বপন মালিতা  গ্রামবাসির ভোগান্তির কথা চিন্তা না করে সরকারি রাস্তার পাশ দিয়ে  ড্রেজার মেশিন দিয়ে প্রায় তিনশত ফুট লম্বা ও তিন/ চারফুট গভীর করে প্রর্গার বা গর্ত খনন করেছেন।এতে একটু বৃষ্টি হলে পানির স্রোতে দীর্ঘ ১ শত বছরের রাস্তাটি ভেঙ্গে নষ্ট হয়ে যাবে।এই রাস্তাটি নষ্ট হয়ে গেলে  গ্রামের ২ /৩ শত পরিবার মাঠের ফসল ঘরে তুলতে অনেক বেগ পেতে হবে। স্বপন মালিতা গোপালপুর গ্রামের প্রভাবশালী ব্যাক্তি হওয়ায় কারো কথা তোয়াক্কা করে না। সাধারণ গ্রামবাসী  বার বার তাকে নিষেধ করা সর্তেও সকল বাঁধা উপেক্ষা করে প্রর্গার বা গর্ত কাটে। এতে স্বপনের বিরুদ্ধে গ্রামবাসি ক্ষিপ্ত হয়ে আছে। যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।
 এই ভোগান্তির থেকে প্ররিত্রান পেতে গোপালপুর বাসি সরাপন্ন হয়েছে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা মহাদয়ের নিকট।
এই প্রর্গার বা গর্ত বুজিয়ে আবার পূণরায় রাস্তায় পরিনত হবে এবং স্বপন মালিতার বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহন করবেন  জেলা প্রশাসকের নিকট এমনটিই চাওয়া এলাকাবাসীর। 

গোপালপুর গ্রামের কৃষক  বাবর আলি বলেন,আমি হয়ে পযন্ত দেখছি এই রাস্তা দিয়ে আমার বাপ দাদারা মাঠের ফসল নিয়ে আসে।এমন তো কখনও দেখিনি রাস্তায় পর্গার দিতে  এবার দেখলাম।ক্ষমতার জোরে এমন কাজ করছে। রাস্তাটি যদি নষ্ট হয়ে যায় তাহলে  আমরা মাঠের ফসল ঘরে তুলবো কি করে।এর সুষ্ঠু বিচার চাই। 

গোপালপুর গ্রামের বৃদ্ধ কৃষক নাজির উদ্দীন বলেন,এই রাস্তাটি পাকিস্তান আমল থেকে আছে এত দিন কেউ সহস পেলো না আর স্বপন মালিতা এসে প্রগার কেটেছে এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে  ব্যবস্থা হওয়া উচিত,।
 গোপালপুর গ্রামের সচেতন নাগরিক আক্তার হোসেন বলেন, আমরা স্বপন মালিতার বারবার নিষেধ করার পরও কোন কথা না শুনে রাস্তায় প্রর্গার কেটেছে। গ্রামবাসিরা নিজেদের ভোগান্তির কথা চিন্তা করে জেলা প্রশাসক মহাদয়ের দারস্ত হয়েছে।জেলা প্রশাসক স্যার এই ভোগান্তি থেকে গ্রামবাসি উদ্ধার করবেন এই আশা ব্যক্ত করছি।

গোপালপুর গ্রামের স্বপন মালিতাকে বারবার ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ  না করায় কথা বলা সম্বনব হয়নি।
জুড়ানপুর ইউনিয়ন ভুমি কর্মকর্তা  সাদ আহাম্মেদ বলেন,দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভুমি সজল কুমার দাশ স্যারের নির্দেশনা অনুযায়ী  আমরা স্বপন মালিতার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। 

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভুমি সজল কুমার দাশ বলেন, এমন ঘটনা শুনার পর স্বপন  মালিতা পালিয়েছে।উপজেলা নির্বাচনের পর ভুমি কর্মকর্তাদের উপস্থিতিতে জমি মাপা হবে। সে দোষী হলে  তার বিরুদ্ধে  আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে। 

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, এই ব্যপারে সহকারী কমিশনারকে ব্যবস্থা গ্রহন করা জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলায় সর্বদলীয় অবরোধ কর্মসূচি

রাণীশংকৈলে বালু উত্তোলনের সময় গর্তে পড়ে শিশুর মৃত্যু

লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র‌্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার