চট্টগ্রামে যৌতুকের জন্য নির্যাতন মামলায় ধরাছোঁয়ার বাইরে আসামিরা

চট্টগ্রামের কোতোয়ালি থানায় যৌতুকের জন্য এক গৃহধূকে নির্যাতনের অভিযোগ দায়ের করা মামলার আসামিরা আটক না হওয়ায় ক্ষোভে ফুঁসছে পরিবার।
যৌতুকের জন্য গৃহবধূকে অমানবিক নির্যাতন করা হযেছে বলে গত ১৫ এপ্রিল স্থানীয় কোতোয়ালি থানায় মামলাটি করেছেন ভিকটিম ফারজনা সুলতানা ২২)। সে পটিয়া উপজেলার বাড়ৈকারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কামাল আহম্মদের কণ্যা।
মামলায় আসািমরা হলেন ভিকিটেমর স্বামী ইদ্রিস আল ফায়েদ(২৭), শাশুড়ি ফরিদা আনিস (৪৮)ও দেবর আতিক আহমেদ।এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২৮মে কোতোয়ালি থানার কোরবানীগঞ্জের বলুয়ারদিঘির পশ্চিম পাড়, আনিস টাওয়ারের মরহুম আনিস আহমেদের পুত্র মোহাম্মদ ইদ্রিস আল ফায়েদের সাথে ইসলামিক শরীয়াহ মোতাবেক সামাজিকভাবে বিয়ে হয়। কিছুদিন সুখের থাকলেও যৌতুকের জন্য ফারজানা সুলতানাকে নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন শাশুড়ী ফরিদা আনিস, স্বামী ফায়েদ ও দেবর আতিক। বিয়ের সময় ৫ লক্ষ টাকা যৌতুক নেয়ার পরেও আরো ২০ লক্ষ টাকা দাবি করা হয়, দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ভিকটিম ফারজানা সুলতানাকে শারীরিক নির্যাতন চালায় । এক সময় লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে মারাত্মক জখম ও রক্তাক্ত করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়। নির্যাতনের সময় ফারজানা সুলতানার ডাক চিৎকারে প্রতিবেশী এগিয়ে আসলে তাদের সহযোগিতায় মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে ভিকটিমের বাবা বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ ও ভাই ওমর ফারুক ও চাচাত ভাই জয়নাল আবেদীন ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ফারজানা সুলতানাকে চট্টগ্রাম মেডিকেল ভর্তি করায় ।
ভিকটিম এর বাবা বীর মুক্তিযোদ্ধা কামাল আহম্মদ জানান সামাজিক বিষয় বিবেচনা করে নির্যাতন করার পরেও আমি অনেক চেষ্টা করেছি একটি আপোষ মীমাংসা করে মেয়ের সংসার ঠিক রাখার জন্য, তারা ২০ লক্ষ টাকা দাবি ছাড়ছেই না নিরুপায় হয়ে আইনের কাছে আশ্রয় নিয়েছি। কিন্তু জানিনা কোন অদৃশ্য শক্তিতে আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে ঘুরছে এবং আমাদের বিভিন্ন মারফতে হুমকি দমকি দিয়ে যাচ্ছে।
এব্যপারে মামলা তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর (এসআই) সজীব কুমার আশ্চার্য্য বলেন, আসামীদের অবস্থান সনাক্ত করতে চেষ্টা করছি, খুঁজে পেলেই তাদের গ্রপ্তার করে আইনের আওতায় আনা হবে ।
এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
