ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

কেশবপুরে উপজেলা চেয়ারম্যান হলেন মফিজ,ভাইস চেয়ারম্যান মামুন ও রাবেয়া


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৯-৫-২০২৪ দুপুর ৩:১৭

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে যশোরের কেশবপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। এ নির্বাচনে তিনটি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিষিষ্ট ব্যাবসায়ী মফিজুর রহমান ঘোড়া প্রতীকে ১৮ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল মামুন তালা প্রতীকে ৩২ হাজার ৪৩৪ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া ইকবাল ফুটবল প্রতীকে ৩৭ হাজার ৩০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উপজেলার ৯৫টি ভোট কেন্দ্রের ফলাফল রাত সাড়ে ৯টা পর্যান্ত আসতে থাকে। ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন।
উপজেলা চেয়ারম্যান পদে মফিজুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দি শালিক প্রতীকের প্রার্থী নাসিমা আকতার সাদেক পেয়েছেন ১৪ হাজার ১৬ ভোট। এ ছাড়া দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ-নূর-আল আহসান বাচ্চু ১৩ হাজার ৯২৯ ভোট। তিনি সাবেক এমপি আব্দুল হলিম এর ছেলে ও ৫নং মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যন ছিলেন। হেলিকপ্টার প্রতীকের প্রার্থী কাজী মুজাহীদুল ইসলাম পান্না ১০ হাজার ৯৪৮ ভোট। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম এর ছেলে। জোড়া ফুল প্রতীকের প্রার্থী ওবায়দুর রহমান ২ হাজার ১১৫ ভোট, মোটর সাইকেল প্রতীকের প্রার্থী এস এম মাহবুবুর রহমান ১ হাজার ৭৬৩ ভোট ও আনারস প্রতীকের প্রার্থী ইমদাদুল হক পেয়েছেন ৬৯৫ ভোট। মোট ৭জন প্রার্থী চেয়ারম্যান পদে ভোটে অংশগহন করেন।

ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল মামুনের নিকটতম প্রতিদ্বন্দি উড়োজাহাজ প্রতীকের প্রার্থী পলাশ কুমার মল্লিক পেয়েছেন ১৩ হাজার ৪৯১ ভোট। তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন । এ ছাড়া মাইক প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ রানা ৬ হাজার ৪৪৩ পেয়েছেন ভোট পেয়েছেন। তিনি সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। চশমা প্রতীকের প্রার্থী সুমন সাহা ৬ হাজার ১৯০ ভোট ও টিউবওয়েল প্রতীকের প্রার্থী মনিরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ১০৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া ইকবালের একমাত্র প্রতিদ্বন্দি কলস প্রতীকের প্রার্থী মনিরা খানম পেয়েছেন ২৪ হাজার ১৫৭ ভোট।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স¤পন্ন করার জন্য মাঠে ছিল ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োগ করা হয়েছিল প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এ ছাড়া ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ,আনসার, র‌্যাব ও বিজিবি সদস্যরা টহল দিয়েছেন।

সরেজমিন উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে সকালে থেকে ভোটার উপস্থিতি খুবই কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের আগমন বাড়তে থাকে। গত ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি কেশবপুর পৌরসভা নির্বাচনে প্রথমবার ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর বাইরে ১১টি ইউনিয়নের ভোটাররা এই প্রথম ভোট দিলেন ইভিএমে। প্রথমবার ইভিএমে ভোট দিতে গিয়ে অনেকেই কিছুটা সমস্যায় পড়লেও দায়িত্বরত কর্মকর্তারা ভোটারদের বুঝিয়ে দেন। ভেরচী ভোট কেন্দ্রে দেখা হয় ইউপি সদস্য আসাদুজ্জামা তিনি বলেন, সুষ্ঠ নির্বাচনের ক্ষেত্রে ইভিএম হলো সময় উপযোগী পদ্ধতি। অল্প সময়ের ভেতর ভোট দেওয়া যায়। তাছাড়া ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের জনগণও স্মার্ট হবে। 
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, কোন ধরনের সহিংসতা ও ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রথম ধাপে কেশবপুরে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার ৯৫৪ জন। মোট ৯৫টি কেন্দ্রের ৬৭০টি কক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের দায়িত্বে ছিলেন ৯৫ জন প্রিজাইডিং অফিসার, ৬৭০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও এক হাজার ৩৪০ জন পোলিং অফিসার।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে আওয়ামীলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নেন্টু গ্রেফতার

পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় সারা শরীরে ক্ষত নিয়ে হাসপাতালে কাতরাচ্ছে শিশু নুরজাহান

হালদা নদী থেকে ১৩.৫ কেজি ওজনের মৃত মা-মাছ উদ্ধার

ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ না ছাড়লে বিবস্ত্র করার হুমকি: শাহনাজ বেগমের সাংবাদিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মানে শাহ নেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন

বড়লেখায় বৌভাত অনুষ্ঠানে ব্যস্ত থাকাকালীন সময়ে বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার-১

পূর্বধলার ইউএনও রেজওয়ানা কবিরের বদলি

মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কেমিক্যাল-রঙ দিয়ে আইসক্রিম তৈরি, ফ্যাক্টরিকে জরিমানা

মাগুরায় জুলাইয়ের ১০ শহীদের স্মরণে শোক র‌্যালি ও দোয়া মাহফিল

ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে মাদকের আখড়া, রেলসম্পদ চুরি ও নিরাপত্তা ঝুঁকিতে

জয়পুরহাটে " জুলাই গণঅভ্যুত্থানে আলেম ওলামার ভূমিকা শীর্ষক " আলোচনা সভা ও দোয়া