বাকেরগঞ্জে পুলিশের বিরুদ্ধে লাগামহীন গ্রেফতারের গুরুতর অভিযোগ, জনমনে আতঙ্ক
গত বুধবার (৮ মে) অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল উপজেলা পরিষদ হলরুমে সন্ধ্যার পরে শুরু হলে সেখানে প্রার্থী ও তার সমর্থকরা জড়ো হয়। ফলাফল প্রকাশের শেষ দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের তালা মার্কা ব্যাপক ভোটে ব্যবধানে এগিয়ে থাকলে হঠাৎ করে সার্ভার সমস্যা দেখায় উপজেলা প্রশাসন। এ সময় শতভাগ বিজয় নিশ্চিত হয়ে তালা মার্কার সমর্থকরা বিজয় মিছিল দিতে থাকে। তখন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সার্ভার সমস্যার কথা বলে ফলাফল প্রকাশ বন্ধ রাখেন। তখন হলরুম ছেড়ে উপজেলার কর্মকর্তারা তাদের অফিসে চলে গিয়ে দুই ঘণ্টা পরে রাত ১২টায় হল রুমে ফিরে এসে সাইফুল ডাকুয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান এমপি আব্দুল হাফিজ মল্লিকের আপন ছোট ভাই উড়োজাহাজ মার্কার প্রার্থী সালাম মল্লিকের হাতে বিজয়ী ফলাফল তুলে দেয়।
এ সময় সাইফুল ডাকুয়ার সমর্থকরা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি প্রিজাইডিং অফিসার রফিকুলের উপর ভোট কারচুপির অভিযোগ এনে ক্ষিপ্ত হয় ও ধস্তাধস্তি শুরু হলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ চালায়। এতে সাইফুল ডাকুয়ার তালা মার্কার সমর্থক নারী পুরুষ অন্তত ১০ জন আহত হয়। ঐ ঘটনায় বাকেরগঞ্জ থানায় সাত পুলিশ সদস্য আহত দেখিয়ে অজ্ঞত নামা আসামি করে এস আই মো: ফারুক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন যার মামলা নাম্বার -১৪। ও নির্বাচন কর্মকর্তা মো: রফিকুল ইসলামের উপর হামলা ঘটনায় তিনি বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করেন যাহার মামলা নং -১৩।
মামলা দয়ারের পর গত দুই দিনে বাকেরগঞ্জের ১৪ টি ইউনিয়নে থানা পুলিশ আসামি গ্রেফতারের অভিযানে নামে। এই অভিযানে পুলিশি হয়রানির শিকার হচ্ছে সাধারণ অসহায় মানুষ। রাত গভীর হলেই পাড়া মহল্লায় পুলিশের অভিযান শুরু হয়। এখন পর্যন্ত গত দুই দিনে থানা পুলিশের হাতে ১০ জন গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছে।
১১ মে দুপুর ১ টায় বাকেরগঞ্জ থানার বারান্দায় হাউমাউ করে কান্নার আওয়াজে ভারি হয়ে ওঠে থানার পরিবেশ। তখন কথা হয় নিয়ামতি ইউনিয়নের রিফাত নামের এক ব্যাক্তির মায়ের সাথে তিনি সকালের সময় সংবাদ মাধ্যমকে জানান, আমার ছেলে গতকাল অটো রিক্সায় বাংলাবাজার যাওয়ার পথে অটো রিক্সার সাথে পুলিশের একটি মোটরসাইকেলের ধাক্কা লাগলে আমার ছেলে ওই অটো রিক্সার যাত্রী থাকে। তখন পুলিশ অটোচালক কে বেধর মারধর করে তখন আমার ছেলে রিফাত পুলিশের হাত ধরে বলে ওকে আর মারিয়েন না এতে পুলিশ ক্ষিপ্ত হয়ে কোন অপরাধ ছাড়াই আমার ছেলেকে থানায় নিয়ে আসে আজ দুপুরে আমার ছেলেকে নির্বাচনী সহিংসতা মামলার আসামি করে জেল হাজতে পাঠিয়েছে।
১১ মে সকালের সময় সংবাদ মাধ্যম ইন্সপেক্টর ইনচার্জ কাইউমের অফিস কক্ষে গেলে দেখতে পায় মধ্যবয়স্ক এক ব্যক্তি মলিন মুখে একটি চেয়ারের উপর বসে রয়েছে। তার কাছে জানতে চাওয়া হয় আপনি কেন থানায় এসেছেন। এমন প্রশ্নের জবাবে ভরপাশা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌস মৃধা বলেন, গত রাত বারোটায় আমাকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে কি কারন তা বারবার জানতে চাইলেও পুলিশ আমার কাছে কিছুই বলছে না।এছাড়াও পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে রাত ৩ টায় রঙ্গশ্রী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড রুনশি গ্রামের বাসিন্দা শহীদ হাওলাদার কে গ্রেফতার করতে যায় থানা পুলিশ। এ সময় শহীদ হাওলাদারের বৃদ্ধ মা সূর্য বেগম পুলিশ দেখে আতঙ্কিত হয়ে হার্ট স্টক করেন। তিনি মৃত্যুর শয্যায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশের এমন লাগামহীন গ্রেপ্তারে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তালা মার্কার প্রার্থী উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া অভিযোগ করে বলেন, ‘উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম ভোট কারচুপির মাধ্যমে স্থানীয় এমপির আপন ছোট ভাই সালাম মল্লিকে বিজয়ী ঘোষণা করেছে। এ সময় আমার সমর্থকরা উত্তেজিত হলে পুলিশ নির্বিচারে নারী-পুরুষদের উপর লাঠিচার্জ চালিয়ে ১০ জনকে আহত করেছে। এখন পুলিশের ওপরও হামলার ঘটনা দেখিয়ে আমার লোকজন ও সমর্থকসহ নিরীহ মানুষ গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, ‘পুলিশ সদস্য ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটনায় ও নির্বাচন কর্মকর্তার উপর হামলা ঘটনায় দুটি মামলা হয়েছে। আহত পুলিশ সদস্যরা কোথায় চিকিৎসা নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে ওসি কোন উত্তর দিতে পারেননি। নিরীহ মানুষ গ্রেপ্তার করে কেন জেলে পাঠানো হচ্ছে ও গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে কেন পুলিশের অভিযান দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এখন থেকে আর এই অভিযোগ পাবেন না। তালা মার্কার যাহারা এজেন্ট ছিল তাদের তালিকা করা হয়েছে। এখন তালিকা অনুযায়ী আসামি গ্রেফতার করা হবে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সাতক্ষীরায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
ঢাকা -১৯ আসনে বিএনপি দলীয় নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ
দুই দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ
নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫
গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন