ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

দখলবাজদের দাপটে সংকুচিত মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১২-৫-২০২৪ দুপুর ৩:৮

বর্তমানে ভয়ংকর রূপ ধারণ করা সড়ক দুর্ঘটনা রোধে। সরকার যখন হাজার,হাজার কোটি টাকা ব্যয় করে সড়ক-মহাসড়ক প্রশস্ত করার কাজে ব্যস্ত। ঠিক তখনো এক শ্রেণীর অবৈধ দখলদাররা মহাসড়কের দু'ধারে তাদের ব্যবসায়িক স্থাপনা গড়ে তুলে সড়ক সংকুচিত করে ফেলছে। আর এসকল সুবিধাবাদীদের নগ্ন হস্তক্ষেপের ফলে স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী ও পথচারী সাধারণ মানুষদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রতিদিনই সৃষ্টি হওয়া দীর্ঘ যানজটের কারনে দ্রুত পৌঁছানো সম্ভব হচ্ছে না কর্মস্থলে। একই সাথে ঘটছে ছোট-বড় সব দুর্ঘটনা। শুধু কি তাই,মানুষের চলাচলের ক্ষেত্রে নিরাপদ  জীবন যাত্রা স্বাভাবিক রাখতে। সরকারী ব্যয়বহুল খরচে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি লক্ষণীয। কিন্তু কে শোনে কার কথা, কে মানে কার আইন। কিছু দিন যেতে না যেতেই বেশ কিছু বেপরোয়া অবৈধ দখলদাররা স্থানীয় কিছু বিশেষ ব্যক্তিদের সু কৌশলে ম্যানেজ করে। আবারো অভিনব কায়দায় অবৈধ স্থাপনা গড়ে তোলার বিষয়টি নতুন কোন খবর নয়। সরজমিনে,পাটকেলঘাটা  থানা সংলগ্ন সাতক্ষীরা টু খুলনা মহাসড়কের ওভার ব্রিজ নামক স্থানে। সেই কাঁক ডাঁকা ভোর হতে গভীর রাত পর্যন্ত সীমাহীন যানজট লেগেই থাকে। কারণ হিসেবে ব্যস্ততম এই জায়গাটিতে গড়ে তোলা হয়েছে। ভাড়ায় চালিত শত,শত মাহেন্দ্র,ইজিবাইক, মোটর সাইকেল,ইঞ্জিন ভ্যান,আলম সাধু ও ব্যাটারি ভ্যান এর গ্যারেজ এবং বিভিন্ন দোকানপাট। যাদের দৌরত্বে পথচারীরা একেবারে কোনঠাঁসা বা অসহায় হয়ে পড়ার বিষয়টি নিত্যদিনের ঘটনা। আর এ ঘটনায় দেশের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  রয়েছেন ফুরফুরে মেজাজে বলে বিস্তর
 অভিযোগ উঠেছে । এদিকে মহেন্দ্র চালক রাজীব (৩৭) ও ইজিবাইক চালক শফিকুল ইসলাম (৪৫) সহ অনেকেই বলেন, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় আসা-যাওয়ার জন্য এই অঞ্চলের বহু যাত্রীরা এই ওভারব্রিজে আসেন। যে কারণে এখানে গাড়ি- ঘোড়ার চাপ বেশি,এখানে না আসলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে পড়বে। তাদের গাড়ি পার্কিংযের জন্য একটি নির্ধারিত জায়গার ব্যাপারে সরকারের কাছে দাবি জানিয়েছেন।    তথ্যানুসন্ধানে জানা যায়,সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা,পাটকেলঘাটা ও মির্জাপুর বাজার সহ  সড়কের অংশ বিশেষ দখল করে। ব্যবসার জন্য যত্রতত্র রাখা হয়েছে ইট, বালু,কাঠ সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী। অনেকেই তৈরি করেছেন বিভিন্ন  দোকানপাট ও বসত বাড়ি। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা বিপন্ন হচ্ছে পরিবেশ ও জনজীবন। অভিযোগ করেও মিলছে না কোন প্রতিকার। জানা যায়, সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর, কুমিরা, পাটকেলঘাটা হয়ে বিনেরপোতা নামক স্থান পর্যন্ত  মহাসড়কের কমপক্ষে ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে। বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখল করে কাঠ, ইট, বালু ও নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছে। অথচ এই সড়কে দূরপাল্লার বাস সহ প্রতিদিন হাজার হাজার ছোট- বড় সব যানবাহন ও মানুষের পদচারণা। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আশীর্বাদ পদ্মা সেতু নির্মাণের পর থেকে এই মহাসড়কে সকল ধরনের যানবাহনের চাপ বেড়েছে রীতিমত। উপজেলার পাটকেলঘাটা বাজার এলাকায় মহাসড়কের পাশেই অবস্থিত জনৈক "স"মিল মালিক একরকম বীরত্ত্বের সাথে বলেন,এটা আমার রেকর্ডিয় জায়গা,তাই সামনের পিচের রাস্তা পর্যন্ত সরকারি জায়গা হলেও আমি ব্যবহার করতে পারব। তাছাড়া এই জায়গা কি শুধু আমি ব্যবহার করছি ? আমার মত শত শত লোক ব্যবহার করছে। সবাই যখন রাস্তার দু'ধারের সরকারের জায়গা ছেড়ে দেবে, আমিও সে সময় ছেড়ে দিতে বাধ্য এর আগে সম্ভব নয়। তথ্য সংগ্রহকালে স্থানীয় শিক্ষক মুজিবর রহমান, প্রবীর পাল, রাজীব সরদার, ব্যবসায়ী বিপ্লব হোসেন, দিদার হোসেন সহ অনেক পথচারী জানান, উক্ত মহাসড়কের দু’পাশে ব্যবসায়ীরা দিনের পর দিন ফেলে রেখেছে কাঠ, ইট, বালি সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী। তাদেরকে নিষেধ করলেও কোন কর্ণপাত করেন না। রাস্তার পাশে বালি রাখার কারণে গাড়ি চলাচলের সময় ও বাতাস হলে বালি উড়তে থাকে। ফলে এখানে দোকান খোলা রাখা যেমন দুষ্কর হয়েছে, তেমনি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ইতিমধ্যে অনেক হতাহতের ঘটনা ঘটলেও কোন প্রতিকার মিলছে না। বরং মহাসড়কের দু’পাশ জুড়ে বালু ও কাঠ রাখার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দ্রুত মহাসড়কের দু’ধারে বালু, ইট ও কাঠ সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান তারা। 
স্থানীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারি ওবায়দুল্লাহ বলেন, বালি নিয়ে বিড়ম্বনা সহ্য করতে না পেরে তিনি সম্প্রতি ৯৯৯ এ রিং দিয়েছিলেন। কিন্তু কোন প্রতিকার মেলেনি বলে জাতীয় দৈনিক সকালের সময়কে জানান।  অন্যদিকে পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রি কলেজের প্রভাষক সাংবাদিক নাজমুল হক ক্ষোভের সাথে জানান,সাতক্ষীরা-খুলনা মহাসড়কের অত্যন্ত জনসমাগম এলাকা বলফিল্ড মোড় নামক স্থানে মহাসড়কের একেবারে পাশেই। ট্রাক,মাহেন্দ্র, ইজিবাইক সহ অন্যান্য যানবাহন যত্রতত্র পার্কিংয়ের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি   উপজেলা ভূমি সহকারী (তালা) কর্মকর্তা আরাফাত হোসেন সাহেবের সাথে। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে আমি উক্ত বিষয়টি উপস্থাপন করেছিলাম। ভেবেছিলাম উনি নির্বাহী ম্যাজিস্ট্রেট,উনার কাছে বিষয়টি বললে কোন না কোন ভাবে সমাধান হয়ে যাবে। কিন্তু অদ্যবধি পর্যন্ত কোন সুফল দেখিনি। এবিষয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান বলেন, সড়কের বিভিন্ন স্থানে কেউ বিক্রির জন্য আবার কেউ বা নিজের ও প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য বালি, ইট ও কাঠ রাখতে পারে না। সড়ক ও জনপথ বিভাগের দায়িত্ব এমন উপদ্রব থেকে মুক্ত রাখতে। এসব উপদ্রব রাস্তার পরিবেশ নষ্টের পাশপাশি সাধারণ মানুষের নিরাপদ চলাচলে বাধাগ্রস্থ হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ ব্যাপারে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ,কে,এম শফিকুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত মহাসড়কে স্থাপিত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, ইট বালুর রাস্তায় বাতাস দূষিত করে পথযাত্রীদের স্বাস্থ্য সম্মত অক্সিজেন ব্যাহত করে, ধুলা-বালি চোখে গিয়ে দুর্ঘটনায় ঘটে এবং নিরবিচ্ছিন্ন চলাচলে বাধাগ্রস্ত করে। সর্বোপরি শুধু সাতক্ষীরা-খুলনা মহাসড়ক নয়, দেশের সকল মহাসড়কের দু'পার্শ্ব দখল অতঃপর অবৈধ দখলদারদের রাম রাজত্ব কায়েমের বিষয়টি  দীর্ঘ বছরের বলে জানা যায়। ফলে জন গুরুত্বপূর্ণ এ বিষয়টি সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। 

এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির