ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জাককানইবিসাসের এক দশকে পদার্পণ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৪-৫-২০২৪ দুপুর ২:৫১

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবম বর্ষপূর্তি এবং এক দশকে পদার্পণ উৎসব পালিত হয়েছে। রবিবার (১৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বৃক্ষরোপণের মাধ্যমে সাংবাদিক সমিতি নবম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী বিভিন্ন আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন।

পরে সাংবাদিক সমিতির কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ বিন সাঈদ, সাধারণ সম্পাদক আসলাম বেগ, নাগরিক টিভির ময়মনসিংহ প্রতিনিধি খোরশিদুল আলম মুজিব, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, বণিক বার্তার ময়মনসিংহ প্রতিনিধি আলমগীর কবীর,মাটি ও মানুষের সম্পাদক এটিএম মনির, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, বণিক বার্তার ময়মনসিংহ প্রতিনিধি আলমগীর কবীর,মাটি ও মানুষের সম্পাদক এটিএম মনির, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো শামীম, ত্রিশাল প্রেস ইউনিটির সভাপতি সাইফুল আলম তুহিন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রাশেদুজ্জামান রনি, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব, সাংবাদিক সমিতির বর্তমান সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয় ক্রিয়াশীল সংগঠনের সদস্যবৃন্দ,ত্রিশাল ও ময়মনসিংহে কর্মরত নানা পর্যায়ের সাংবাদিকবৃন্দ এবং শিক্ষক-কর্মকর্তা,কর্মচারীবৃন্দ অংশ নেন।

শোভাযাত্রা শেষে প্রশাসনিক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ বিন সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়।

সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য ডি এইচ রনির সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আসলাম বেগ। শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্টার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর নাগরিক টিভির ময়মনসিংহ প্রতিনিধি খোরশিদুল আলম মুজিব, বণিক বার্তার ময়মনসিংহ প্রতিনিধি আলমগীর কবীর। উল্লেখ্য, ঐক্য, নিষ্ঠা ও সৃজনশীলতা এই মোটোকে ধারণ করে ২০১৫ সালের ১২মে যাত্রা শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

এমএসএম / এমএসএম

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

জ্ঞানার্জন করো কিন্তু জ্ঞানপাপী হইও না: বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম