ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

জাককানইবিসাসের এক দশকে পদার্পণ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৪-৫-২০২৪ দুপুর ২:৫১

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবম বর্ষপূর্তি এবং এক দশকে পদার্পণ উৎসব পালিত হয়েছে। রবিবার (১৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বৃক্ষরোপণের মাধ্যমে সাংবাদিক সমিতি নবম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী বিভিন্ন আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন।

পরে সাংবাদিক সমিতির কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ বিন সাঈদ, সাধারণ সম্পাদক আসলাম বেগ, নাগরিক টিভির ময়মনসিংহ প্রতিনিধি খোরশিদুল আলম মুজিব, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, বণিক বার্তার ময়মনসিংহ প্রতিনিধি আলমগীর কবীর,মাটি ও মানুষের সম্পাদক এটিএম মনির, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, বণিক বার্তার ময়মনসিংহ প্রতিনিধি আলমগীর কবীর,মাটি ও মানুষের সম্পাদক এটিএম মনির, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো শামীম, ত্রিশাল প্রেস ইউনিটির সভাপতি সাইফুল আলম তুহিন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রাশেদুজ্জামান রনি, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব, সাংবাদিক সমিতির বর্তমান সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয় ক্রিয়াশীল সংগঠনের সদস্যবৃন্দ,ত্রিশাল ও ময়মনসিংহে কর্মরত নানা পর্যায়ের সাংবাদিকবৃন্দ এবং শিক্ষক-কর্মকর্তা,কর্মচারীবৃন্দ অংশ নেন।

শোভাযাত্রা শেষে প্রশাসনিক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ বিন সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়।

সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য ডি এইচ রনির সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আসলাম বেগ। শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্টার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর নাগরিক টিভির ময়মনসিংহ প্রতিনিধি খোরশিদুল আলম মুজিব, বণিক বার্তার ময়মনসিংহ প্রতিনিধি আলমগীর কবীর। উল্লেখ্য, ঐক্য, নিষ্ঠা ও সৃজনশীলতা এই মোটোকে ধারণ করে ২০১৫ সালের ১২মে যাত্রা শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

এমএসএম / এমএসএম

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন