ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ৪:৪৩

চট্টগ্রাম নগরীর ২নং গেট বিপ্লবী উদ্যানে বৃহস্পতিবার (১৯ ‍আগস্ট) বেলা ১১টায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নতুন কমিটি কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে তৃণমূল নেতাকর্মীদের হাতে নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদসহ কয়েকজন সিনিয়র নেতা লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে। তৃণমূল নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়লে সভাপতিসহ নগর স্বেচ্ছাসেবক দলের নেতারা দ্রুস্থ স্থান ত্যাগ করে বলে সূত্রে জানায়। 

জানা গেছে, নগরীর বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে আলতাফ হোসেনকে আহ্বায়ক ও কাজী মো. মহিউদ্দীনকে সদস্য সচিব করে ৩১ জনের কমিটি বুধবার রাতে ঘোষণা দেয়। উক্ত কমিটিতে স্থানীয় নেতাকর্মী এবং নগর স্বেচ্ছাসেক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুসহ বিষয়টি অনেকে জানেনও না। কমিটি ঘোষণার সাথে সাথে বায়েজিদ ধানাধীন অধিকাংশ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঘোষিত কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কমিটি বাতিল না করলে শত শত নেতাকর্মী গণপদত্যাগ করার বিষয়টি কেন্দ্রীয় সংসদ ও চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র নেতাদের জানালে নতুন কমিটি বাতিল করে মধ্যরাতে ত্যাগী, জেল-জুলুম, মামলা-হামলার শিকার এমন ব্যক্তিদের সমন্বয়ে কমিটি দেয়। এতে আহ্বায়ক করা হয় আব্দুর রশীদ টিটু, সদস্য সচিব করা হয় নাজিম উদ্দীন হিরো এবং যুগ্ম-আহ্বায়ক করা হয় পারভেজ আহমদ, আলতাফ হোসেন, কাজী মো. মহিউদ্দীন, আবু সুফিয়ান সুমন, সোহানুর রহমান, আব্দুল মতিন সিকদার, আহম্মেদ আজম খান, এমদাদুল হক, মো. নাসির উদ্দীন রাজানকে যুগ্ম-আহ্বায়ক করে ৩১ জনের কমিটি ঘোষণা করা হয়।

বেলা ১১টায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ ও সহ-সভাপতি মাঈনুদ্দিন রাশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকলেও বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দ্রুত স্থান ত্যাগ করে চলে আসায় মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনও করতে পারেনি। 

বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাজিম উদ্দীন হিরো বলেন, বায়েজিদের কমিটিতে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নাই, কোনো দলীয় কর্মকাণ্ডে নেই এমন ব্যক্তিদের কমিটিতে আসার বিষয়টি জানার জন্য সভাপতির কাছে তৃণমূল নেতাকর্মীরা জড়ো হয়ে বিপ্লবী উদ্যানের দিকে গেলে তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিপ্লবী উদ্যানে ফুল না দিয়ে পালিয়ে যায়।

তবে নগর কমিটির সহ-সভাপতি মাঈনুদ্দিন রাশেদ বলেন, কমিটিতে ত্যাগী নেতাকর্মীরা বাদ পড়ায় সভাপতির কাছে কৈফিয়ত চান, সভাপতি তাদের জবাব না দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তৃণমূল নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে তিনি জানান।

এ বিষয়ে নগর কমিটির সভাপতি এইচ এম রাশেদ বলেন, বায়েজিদের কমিটি নিয়ে একটু অসন্তোষ দেখা গেলেও পরে সব ঠিক হয়ে গেছে। তবে তার উপস্থিতিতে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার বিষয়টি অস্বীকার করেন। 

এমএসএম / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন