ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

সাংবাদিক সোহেল রানাকে নিয়ে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৬-৫-২০২৪ বিকাল ৫:৪৮

১৬ মে ২০২৪ ইং তারিখে দৈনিক সকালের সময় পত্রিকার ৫ম পৃষ্ঠায় ' সাভারে সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার (সাভার) সোহেল রানা।

এর আগে গত ৯মে ২০২৪ ইং তারিখ দৈনিক আজকের সংবাদ পত্রিকার ৩য় পৃষ্ঠায় ‘সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি’ শিরোনামে প্রকাশিত উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদ জানান তিনি।

এরপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ মে) ভুক্তভোগী সাংবাদিক সোহেল রানার পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও লিগ্যাল সলিউশন চেম্বারের (এলএসসি) চেয়ারম্যান এডভোকেট আল মামুন রাসেল একটি লিগ্যাল নোটিশ জারি করেন।

যাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে তাঁরা হলেন, সংবাদপত্র দৈনিক আজকের সংবাদ, পত্রিকার সম্পাদক এস এম আবু সাঈদ এবং পত্রিকার সাভার প্রতিনিধি আপেল মাহমুদ।

গত কয়েকদিন যাবত পূর্ব শত্রুতার জেরে আপেল মাহমুদের দ্বারা ফেসবুকে অপপ্রচার এবং গত ০৯ মে দৈনিক আজকের সংবাদ পত্রিকায় "সাভারে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি" শিরোনামে ও সাংবাদিক সোহেল রানার ছবি এবং ব্যক্তিগত মোবাইল নাম্বার উন্মুক্ত প্ল্যাটফর্মে ছড়িয়ে একটি মনগড়া রিপোর্ট প্রকাশ করায় কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ৭ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে এ নোটিশে।

এরমধ্যে নোটিশ প্রাপ্তির দুই দিনের মাথায় অভিযুক্তরা নিজেদের রক্ষা করতে ১৫ মে ২০২৪ ইং তারিখে দৈনিক আজকের সংবাদ পত্রিকার সাভার প্রতিনিধি আপেল মাহমুদ তার অন্যতম সহযোগী ও অবৈধ পণ্যের কারবারি মো: শাহজাহানকে বাদী করে শাহজাহানের শত্রুপক্ষের পাশাপাশি সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। 'সাভারে সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা' শিরোনামে সংবাদে শুধুই সোহেল রানার ছবি ব্যবহার করে তাকে জড়িয়ে ষড়যন্ত্র করা হয়েছে। মামলার বাকি বিবাদীদের সংখ্যা উল্লেখ করলেও তাদের নাম উল্লেখ না করায় বিষয়টি আরো স্পষ্ট হয়েছে।

এক প্রতিবাদ লিপিতে সোহেল রানা বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হচ্ছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি একজন পেশাদার সাংবাদিক, চাঁদাবাজ নই। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রকৃত ঘটনা হচ্ছে, মো: শাহজাহান এবং আজকের সংবাদ পত্রিকার প্রতিনিধি আপেল মাহমুদ সঙ্ঘবদ্ধ হয়ে শাহজাহানের নয়াবাড়ি রেডিও কলোনি এলাকার নিজ বাড়িতে অবৈধভাবে ওর-স্যালাইন, টেস্টি স্যালাইন, ইনো, যৌন উত্তেজক জিনসিং, কসমেটিক্স প্রসাধনীসহ বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করে কৌশলে কয়েকজন হকারের মাধ্যমে বাজারজাত করে আসছে।

এ নিয়ে মোঃ শাহজাহান এবং তার সহযোগী মোঃ সোহেল মিয়া ও মো: সোহান মিয়ার সঙ্গে এলাকাবাসীর বিরোধ চলে আসছিল। এদের নেপথ্যে মাসিক মাসোহারা নিয়ে তাদের সহায়তা করছিল আপেল মাহমুদ।

এমতাবস্থায় গত ০৪/০৫/২৪ ইং তারিখ সন্ধ্যা  অনুমান সাড়ে ৭ ঘটিকার সময় সাভার মডেল থানাধীন রেডিও কলোনি এলাকার জনৈক জিয়ার চায়ের দোকানের সামনে শাহজাহান, সোহেল মিয়া ও সোহান মিয়া অবৈধ প্রসাধনী সামগ্রী বিক্রয় করছিল। স্থানীয়রা এতে বাঁধা দেওয়ায় এলাকাবাসীর মধ্য হতে উপস্থিত রাকিব, শুভ ও তার মা শামসুন্নাহার তাদের মারধর ও শ্লীলতাহানির শিকার হন। শামসুন্নাহার এতে গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। যার মেডিকেল সার্টিফিকেটের রেজিঃ নং - ২০৮৪/১৭ ইং ০৪/০৫/২৪ ইং।

এ ঘটনায় চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে শামসুন্নাহার নিজে বাদী হয়ে সাভার মডেল থানায় ৩ জনের নাম উল্লেখসহ ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে।

ঘটনার পর বিশ্বস্ত সূত্রে অবগত হয়ে আমিসহ আমার কয়েকজন সহকর্মী ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাই। অতঃপর আমরা ঘটনাস্থলে অবস্থানকালে সাভার মডেল থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে বর্ণিত অভিযুক্তরাসহ কতিপয় লোকজন কৌশলে পালিয়ে যায়।

উক্ত বিষয়ে গভীরভাবে তথ্য সংগ্রহের চেষ্টা কালে জানতে পারি যে আপেল মাহমুদসহ কয়েকজন মোঃ শাহজাহানের বাসায় অবৈধ পণ্য সামগ্রী তৈরি করত বাজারজাত করিয়া আসিতেছে। পরবর্তীতে মোঃ শাহজাহান ও আপেল মাহমুদ আমাকে সামাজিকভাবে হ্যায় প্রতিপন্নসহ মানসম্মান ক্ষুন্ন করার চেষ্টায় ফেসবুকে অপপ্রচার এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আমার নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ লিখে আমার বড় ধরনের ক্ষতি করবে মর্মে হুমকি অব্যাহত রাখে।

এর প্রেক্ষিতে গত ৮ মে ২০২৪ ইং তারিখে আমি বাদী হয়ে সাভার মডেল থানায় দুটি জিডি দায়ের করি। জিডি নং - ৬৪৮ এবং ৬৭৮। যা বর্তমানে তদন্তাধীন।

আটকে রেখে শাহজাহানের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়া এবং আরো ১৫ হাজার টাকা চাওয়ার বিষয়টি সম্পূর্ন মিথ্যা ও কাল্পনিক। আমার সঙ্গে এ ধরণের লেনদেন বা টাকা চাওয়ার কোনও ঘটনা ঘটেনি। প্রতারণার আশ্রয় নিয়ে মোঃ শাহজাহানের বক্তব্যের ওপর ভিত্তি করে যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যাচার।

মো: শাহজাহানের সঙ্গে আমার বিরুদ্ধে টাকা গ্রহণের যে অভিযোগ করা হয়েছে এ ব্যাপারে আমার সঙ্গে সংবাদ প্রতিষ্ঠানের যে কেউ কথা বললেই বিষয়টি স্পষ্ট হয়ে যেতো। আমি নিজে সাংবাদিক হওয়া সত্বেও আমার মন্তব্য ছাড়াই সংবাদ এবং আমার ব্যবহৃত মোবাইল নম্বরটি উন্মুক্তভাবে প্রকাশ করা হয়েছে। যা আমার জন্য অপমানজনক এবং সংবাদ পত্রের নিয়ম বহির্ভূত।

তাছাড়া প্রকাশিত নিউজের মধ্যে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আমার অধিকার ক্ষুন্ন করা হয়েছে। আপেল মাহমুদ গং নিজেরাই যোগসাজসে এমন মিথ্যা অভিযোগ তৈরি করে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানসিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে দৈনিক পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি।

লিখিত বক্তব্যে সাংবাদিক সোহেল রানা বলেছেন, পেশাদারিত্বের সাথে দীর্ঘদিন যাবত সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছি। জনসার্থে এমন অসংখ্য দুর্নীতি ও অনিয়মের সংবাদ আমার মাধ্যমে আমার কর্মরত প্রতিষ্ঠানে প্রকাশিত হয়েছে।

সাংবাদিক সোহেল রানাকে জড়িয়ে উক্ত পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আপেল মাহমুদ গং চক্রটি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। এতে আমার এবং আমার কর্মরত প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনে আমি সশরীরে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে রাজি।

সোহেল রানা বলেন, আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে অসত্য মিথ্যা ঘটনা সমর্থন করতে পারিনা বিধায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য আহবান জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত