সরকারি তোলারাম কলেজ
অধ্যাপক বিমল চন্দ্র দাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠছে। বিশ্বস্থ সূত্রে জানা গেছে, তিনি হিসাব রক্ষকের সাথে যোগসাজেসে ভুয়া বিল-ভাউচার তৈরি করে এবং রোভার স্কাউটের টাকা তছরুপ করছেন। কলেজের উন্নয়নে কমিটি না করে সৌন্দর্যবর্ধন নামে ভুয়া বিল ভাউচার করে কলেজ থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে।
অধ্যক্ষের পছন্দের লোকজন দিয়ে ভুয়া বিল ভাউচারে মাধ্যমে ছাত্রছাত্রী ও বিভিন্ন ফান্ড হতে লাখ লাখ টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভবনের রং করা, মাটিভরাট, স্টোর রুম তৈরি, চিকিৎসা সেবা কেন্দ্র নির্মাণ, জাহানারা ইমাম ভবন নির্মাণ ও মাঠ ভরাট নামে ভুয়া বিল ভাউচার দিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে । শুধু তাই নয় কলেজের গাড়ীও নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন তিনি।
আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে পিপিআর অনুসরণ না করেই টেন্ডারে অনিয়মের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। কলেজে ব্যবহারিত মালামাল অকেজো দেখিয়ে টেকনিক্যাল কমিটির মতমত না নিয়ে বিক্রি করছেন এবং সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে নিজে আত্মসাত করছেন। ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্র দেয়ার নামে রিসিট না দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করছেন শিক্ষার্থীরা।
বোর্ড নির্ধারিত টাকার পরিবর্তে শিক্ষার্থীদের কাজ থেকে অতিরিক্ত টাকা আদায় করে আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও মজিবর সিন্ডিকেটের মাধ্যমে একাডেমিক ক্যালেন্ডার ছাপানোর নামে টাকা ভাগ-বাটোয়ারা করে নেয়া হয়েছে। এ সব অভিযোগের বিষয় অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাসের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, ওই সব অভিযোগ নিয়ে আপনি থাকেন। এ কথা বলেই ফোন রেখে দেন তিনি।
এমএসএম / এমএসএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন