ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

হাউলী ইউনিয়নের বিএনপির সভাপতি আজগর আলী আর নেই


 জাহাঙ্গীর আলম  photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ১২:৩২
চুয়াডাঙ্গা জেলার  দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও জয়রামপুর কাঁঠালতলা বাজারে পূর্বাশা পরিবহনের কাউন্টার পরিচালক এবং জয়রামপুর গাতিরপাড়ার মৃত খোদাবক্স মন্ডলের মেজ ছেলে আজগার আলী গতকাল মঙ্গলবার স্ট্রোকে মৃত্যু বরণ করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৬৫) বছর।
 
স্থানীয় সূত্রে জানা যায় গত ২০/০৫/২৪ইং সোমবার প্রতিদিনের ন্যায় জয়রামপুর কাঁঠালতলা জামে মসজিদ থেকে আসরের নামাজ আদায় করে কাঁঠালতলা বেলে মাঠে নিজের চাষ করা পাটক্ষেতে যায়,এই মাঠে বন্য হনুমান পাঠক্ষেত নষ্ট করে ফেলছে সে জন্য তিনি পাহারা দিতে যায়। পাহারা দিতে গিয়ে আর ফেরা হলো না আপন ঠিকানায়। পরিবারের লোকজন অনেক খুজাখুজির এক পর্যায়ে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানীয় চাষিরা মাঠে গেলে দেখতে পান আজগার আলীর নিথর দেহটি পড়ে আছে তার নিজের পাটক্ষেতে। সাথে সাথে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে খবর পাঠালে সঙ্গে সঙ্গে ছুটে যায় বেলে মাঠে এবং দেখে আজগার আলী আর নেই।
 
এদিকে আজগার আলীর ছোট ভাই  হানিফ আলী মন্ডল বলেন যে আমার মেজো ভাই আজগার আলী   গত ইং ২০-০৫-২০২৪ তারিখে বিকাল আনুমানিক ০৪.৩০ ঘটিকার সময় নিজ বাড়ী থেকে বের হয়ে কাঠালতলা জামে মসজিদে আছরের নামাজ আদায় করিয়া তাহার নিজের পাঠচাষের জমি দেখাশোনা করতে যায়। আমার মেজো ভাই আজগার আলী তাহার উচ্চ রক্ত চাপ জনিত সমস্যা ছিলো। প্রতিদিনের ন্যায় বাড়িতে না আসিলে আমি সহ আমার পরিবারের লোকজন আসে পাশে অনেক খোজাখুজি করি এবং তাহার ব্যবহৃত মোবাইল ফোনে কল করিলে রিসিভ হয় না। তখন আমরা আশেপাশের আত্মীয়স্বজনের বাড়িতে খোজাখুজির এক পর্যায়ে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে  লোক মারফত সংবাদ পাই যে আমার মেজোভাই তাহার পাটচাষের জমিতে উপড় হইয়া পড়ে আছে। আমি সহ আমার পরিবারের লোকজন ও স্থানীয় জনগণ উক্ত ঘটনা স্থলে উপস্তিত হয়ে জানতে পারি যে আমার মেজো ভাই আজগার আলী (৬৫) গত ২০-০৫-২০২৪ ইং তারিখে বিকাল ০৫.৩০ হইতে ২১-০৫-২০২৪ তারিখ ভোর ০৫.২৫ ঘটিকার মধ্যে যেকোন সময় স্ট্রোক করিয়া মারা যায়। এদিকে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় জয়রামপুর হাজীপাড়া পুরাতন কাউন্সিল ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এদিকে মৃত্যু কালে তিনি তিন মেয়ে ও এক মেয়ে ছেলে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবীর বলেন, কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলায় সর্বদলীয় অবরোধ কর্মসূচি

রাণীশংকৈলে বালু উত্তোলনের সময় গর্তে পড়ে শিশুর মৃত্যু

লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র‌্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার