ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

জনবল সংকটে ভুগছে গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ২:২

জনবল সংকটে খুড়িয়ে খুড়িয়ে চলছে চট্টগ্রামের গণপূর্তের রক্ষণাবেক্ষণ বিভাগ। মঞ্জুরীকৃত ৫৫টি পদের বিপরীতে কর্মরত আছে মাত্র ২৮ জন, শতকরা হিসেবে যা ৫০ দশমিক ৯ শতাংশ। ফলে মামলা জটিলতাসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। 

চট্টগ্রাম গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগে দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তার মুখে একই হতাশা দেখা যায়। তারা বলেন কাজের তুলনায় এখানে লোকবল অনেক কম। ফলে সরকারের গুরুত্বপূর্ণ অনেক  বাড়ি দখল নেয়ার পায়তারা চালাচ্ছে কিছু প্রভাবশালী চক্র, লোকবলের অভাবে দিন দিন জমে যাচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ  মামলার ফাইল।

জানা যায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ, বিগত ০১ বছরে নতুন মামলার  সৃষ্টি হয়েছে ৫ টি। আদালতে মামলা স্থগিতাদেশ আছে ৪টি। সরকারের পক্ষে রায় হয়েছে ৯টি এবং সরকারের বিপক্ষে রায় হয়েছে নতুন ৪টি মামলায়। 

অনুসন্ধানে জানা যায় চট্টগ্রামে নিম্ন আদালতে বর্তমানে ৫৮টি, উচ্চ আদালতে ১১৫টি ও ঢাকাস্থ ২য় কোর্ট অব সেটেলমেন্টে ২০টি সহ এই দপ্তরের সর্বমোট ১৯৩টি মামলা চলমান রয়েছে। গত ১ বছরে চলমান মামলা জটিলতা নিরসণের পর ১৩টি পরিত্যক্ত বাড়ি অবৈধ দখলদার মুক্ত করে সরকারি দখলে এনে তার রক্ষনাবেক্ষন করছেন বলেও জানা যায়।

বর্তমানে সরকার পক্ষে চলমান মামলাগুলো জোরালো প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ, চট্টগ্রামের নিজস্ব কোন আইনজীবি বা মামলা পরিচালনাকারী কর্মকর্তা নেই। এভাবে হলে আগামীতে গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের সরকারি বাড়িগুলো আবারো অবৈধ দখলদারের দখলে চলে যাওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। প্রয়োজনীয় কাজের স্বার্থে শুন্য পদে দ্রুত নিয়োগের দাবি করছেন তারা।

জানা যায় চট্টগ্রাম এর দপ্তরে নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, বিভাগীয় হিসাবরক্ষক, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, উচ্চমান হিসাব সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, কার্য সহকারী, ড্রাফটসম্যান, ষ্টোনো টাইপিষ্ট, ফেরোপ্রিন্টার, ক্যাশ সরকার, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদ সহ  ৫৫টি পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ২৮ জন।

সরকারি পরিত্যক্ত বাড়িগুলোর চলমান মামলা দেখাশুনার জন্য মামলা তদন্তকারী/পরিচালনা সংশ্লিষ্ট লোক  বেশি প্রয়োজন আছে বলে জানান কর্তব্যরত কর্মকর্তা মাইনুল ইসলাম।

তিনি আরো বলেন , লোকবলের অভাবে সরকারি কোটি টাকা মূল্যের সম্পত্তি বেহাত হওয়ার সম্ভনা রয়েছে। লোকবল পদায়নের জন্য গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর নিকট বারবার পত্র প্রদান করলেও অদ্যাবধি কোন উত্তর পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ

যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা

যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম

শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত

নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত