জনবল সংকটে ভুগছে গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ

জনবল সংকটে খুড়িয়ে খুড়িয়ে চলছে চট্টগ্রামের গণপূর্তের রক্ষণাবেক্ষণ বিভাগ। মঞ্জুরীকৃত ৫৫টি পদের বিপরীতে কর্মরত আছে মাত্র ২৮ জন, শতকরা হিসেবে যা ৫০ দশমিক ৯ শতাংশ। ফলে মামলা জটিলতাসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
চট্টগ্রাম গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগে দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তার মুখে একই হতাশা দেখা যায়। তারা বলেন কাজের তুলনায় এখানে লোকবল অনেক কম। ফলে সরকারের গুরুত্বপূর্ণ অনেক বাড়ি দখল নেয়ার পায়তারা চালাচ্ছে কিছু প্রভাবশালী চক্র, লোকবলের অভাবে দিন দিন জমে যাচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ফাইল।
জানা যায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ, বিগত ০১ বছরে নতুন মামলার সৃষ্টি হয়েছে ৫ টি। আদালতে মামলা স্থগিতাদেশ আছে ৪টি। সরকারের পক্ষে রায় হয়েছে ৯টি এবং সরকারের বিপক্ষে রায় হয়েছে নতুন ৪টি মামলায়।
অনুসন্ধানে জানা যায় চট্টগ্রামে নিম্ন আদালতে বর্তমানে ৫৮টি, উচ্চ আদালতে ১১৫টি ও ঢাকাস্থ ২য় কোর্ট অব সেটেলমেন্টে ২০টি সহ এই দপ্তরের সর্বমোট ১৯৩টি মামলা চলমান রয়েছে। গত ১ বছরে চলমান মামলা জটিলতা নিরসণের পর ১৩টি পরিত্যক্ত বাড়ি অবৈধ দখলদার মুক্ত করে সরকারি দখলে এনে তার রক্ষনাবেক্ষন করছেন বলেও জানা যায়।
বর্তমানে সরকার পক্ষে চলমান মামলাগুলো জোরালো প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ, চট্টগ্রামের নিজস্ব কোন আইনজীবি বা মামলা পরিচালনাকারী কর্মকর্তা নেই। এভাবে হলে আগামীতে গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের সরকারি বাড়িগুলো আবারো অবৈধ দখলদারের দখলে চলে যাওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। প্রয়োজনীয় কাজের স্বার্থে শুন্য পদে দ্রুত নিয়োগের দাবি করছেন তারা।
জানা যায় চট্টগ্রাম এর দপ্তরে নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, বিভাগীয় হিসাবরক্ষক, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, উচ্চমান হিসাব সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, কার্য সহকারী, ড্রাফটসম্যান, ষ্টোনো টাইপিষ্ট, ফেরোপ্রিন্টার, ক্যাশ সরকার, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদ সহ ৫৫টি পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ২৮ জন।
সরকারি পরিত্যক্ত বাড়িগুলোর চলমান মামলা দেখাশুনার জন্য মামলা তদন্তকারী/পরিচালনা সংশ্লিষ্ট লোক বেশি প্রয়োজন আছে বলে জানান কর্তব্যরত কর্মকর্তা মাইনুল ইসলাম।
তিনি আরো বলেন , লোকবলের অভাবে সরকারি কোটি টাকা মূল্যের সম্পত্তি বেহাত হওয়ার সম্ভনা রয়েছে। লোকবল পদায়নের জন্য গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর নিকট বারবার পত্র প্রদান করলেও অদ্যাবধি কোন উত্তর পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম

পাবনায় একটি বেসরকারি হাসপাতালে নারী রোগীকে যৌনহয়রানির অভিযোগ, গ্রেপ্তার ৩

পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা লামিয়া হত্যার মামলার রায় ঘোষণা ২২ অক্টোবর

সীমান্তবর্তী চার জেলার থানার সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ কার্যক্রমের সিদ্ধান্ত

মনোহরদীর রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষামূলক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ত্রিশালে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

অভয়নগরে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু

রাজশাহীতে সড়ক ও জনপথের কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

দোহারে তরুণদের মিলনমেলা: অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা

গোপালগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাভারে দখলবাজির সঙ্গে রাজনৈতিক পরিচয় জড়ানোর অভিযোগ।

লাকসামে অস্তিত্ব সংকটে খেজুর গাছ রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা

থানার ভেতরে চাঁদা দাবি, না দেওয়ায় সাইনবোর্ড ভাংচুর ও হত্যার হুমকি
