ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

জনবল সংকটে ভুগছে গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ২:২

জনবল সংকটে খুড়িয়ে খুড়িয়ে চলছে চট্টগ্রামের গণপূর্তের রক্ষণাবেক্ষণ বিভাগ। মঞ্জুরীকৃত ৫৫টি পদের বিপরীতে কর্মরত আছে মাত্র ২৮ জন, শতকরা হিসেবে যা ৫০ দশমিক ৯ শতাংশ। ফলে মামলা জটিলতাসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। 

চট্টগ্রাম গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগে দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তার মুখে একই হতাশা দেখা যায়। তারা বলেন কাজের তুলনায় এখানে লোকবল অনেক কম। ফলে সরকারের গুরুত্বপূর্ণ অনেক  বাড়ি দখল নেয়ার পায়তারা চালাচ্ছে কিছু প্রভাবশালী চক্র, লোকবলের অভাবে দিন দিন জমে যাচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ  মামলার ফাইল।

জানা যায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ, বিগত ০১ বছরে নতুন মামলার  সৃষ্টি হয়েছে ৫ টি। আদালতে মামলা স্থগিতাদেশ আছে ৪টি। সরকারের পক্ষে রায় হয়েছে ৯টি এবং সরকারের বিপক্ষে রায় হয়েছে নতুন ৪টি মামলায়। 

অনুসন্ধানে জানা যায় চট্টগ্রামে নিম্ন আদালতে বর্তমানে ৫৮টি, উচ্চ আদালতে ১১৫টি ও ঢাকাস্থ ২য় কোর্ট অব সেটেলমেন্টে ২০টি সহ এই দপ্তরের সর্বমোট ১৯৩টি মামলা চলমান রয়েছে। গত ১ বছরে চলমান মামলা জটিলতা নিরসণের পর ১৩টি পরিত্যক্ত বাড়ি অবৈধ দখলদার মুক্ত করে সরকারি দখলে এনে তার রক্ষনাবেক্ষন করছেন বলেও জানা যায়।

বর্তমানে সরকার পক্ষে চলমান মামলাগুলো জোরালো প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ, চট্টগ্রামের নিজস্ব কোন আইনজীবি বা মামলা পরিচালনাকারী কর্মকর্তা নেই। এভাবে হলে আগামীতে গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের সরকারি বাড়িগুলো আবারো অবৈধ দখলদারের দখলে চলে যাওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। প্রয়োজনীয় কাজের স্বার্থে শুন্য পদে দ্রুত নিয়োগের দাবি করছেন তারা।

জানা যায় চট্টগ্রাম এর দপ্তরে নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, বিভাগীয় হিসাবরক্ষক, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, উচ্চমান হিসাব সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, কার্য সহকারী, ড্রাফটসম্যান, ষ্টোনো টাইপিষ্ট, ফেরোপ্রিন্টার, ক্যাশ সরকার, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদ সহ  ৫৫টি পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ২৮ জন।

সরকারি পরিত্যক্ত বাড়িগুলোর চলমান মামলা দেখাশুনার জন্য মামলা তদন্তকারী/পরিচালনা সংশ্লিষ্ট লোক  বেশি প্রয়োজন আছে বলে জানান কর্তব্যরত কর্মকর্তা মাইনুল ইসলাম।

তিনি আরো বলেন , লোকবলের অভাবে সরকারি কোটি টাকা মূল্যের সম্পত্তি বেহাত হওয়ার সম্ভনা রয়েছে। লোকবল পদায়নের জন্য গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর নিকট বারবার পত্র প্রদান করলেও অদ্যাবধি কোন উত্তর পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক