ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

এক যুগ পর আসছে নগর ছাত্রলীগের কমিটি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ২:৬

 দীর্ঘ ১১ বছর (প্রায় এক যুগ) পর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কমিটি পুনর্গঠন করার প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে এবার হাইব্রড বা নব্য নেতারা কোনভাবেই কমিটিতে আসতে পারবেনা বলে সংশ্লিষ্ট একাধিক সুত্রে জানা গেছে। সুত্র জানায় যারা একটু দেরিতে হলেও এবার একটা ভালো কমিটি উপহার দেয়ার জন্য কাজ করছে কেন্দ্র। এরজন্য মহানগর ছাত্রলীগের পরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীদের সিভি জমা নেয়া হয়েছে, যাচাই-বাছাই শেষ পর্যায়ে। দলীয় প্রধান বা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পেলেই যেকোন সময় কমিটি ঘোষণা করতে পাওে বলে সংশ্লিষ্ট একাধিক সুত্র নিশ্চিত করেছে।
জানা যায়, দীর্ঘদিন পরে নগর ছাত্রলীগের নতুন কমিটি গঠনের উদ্যোগকে কেন্দ্র করে নতুন মাত্রা যোগ হয়েছে নগর ছাত্রলীগের রাজনীতিতে। পদ পেতে অনেকেই তাদের নেতাদেও কাছে ধর্ণা দিতে শুরু করেছেন। পছন্দেও পদে আসতে চালাচ্ছেন তদবীরও। নগর ছাত্রলীগের কমিটিতে স্থান পেতে স্থানীয় রাজনীতির চলমান দুটি ধারা সক্রিয় হয়ে উঠেছে। এরই মধ্যে পদপ্রত্যাশী ১ হাজার ৪০০ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছে। 
জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যারা মাঠে ময়দানে সরব রয়েছেন তাদের পরিশ্রমকে এবার মূল্যায়ন করা হবে।  নগর ছাত্রলীগের কমিট্রি জন্য পদপ্রত্যাশী নেতাকর্মীদের মূলত দুটি শিবিরে বিভক্ত। একটি পক্ষ মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুসারী অপর পক্ষ হলো মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। চট্টগ্রাম আওয়ামী রাজনীতিতে দেড় যুগ ধরে এ দুটি ধারা চলে আসছে। আওয়ামী লীগের পর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এই বিভক্তি এড়াতে পারেনি। এবার ছাত্রলীগ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে দুই ধারার পদপ্রত্যাশীরা তাদের নেতাদের আনুকুল্য পেতে চাইছেন।
এব্যপারে জানতে চাইলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান জানান, সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদপ্রতাশিরা জীবন বৃত্তান্ত জমা দিয়েছে। আমরা সবাইকে স্বাগত জানিয়েছি। বিপুল উৎসাহ উদ্দীপনা ছিল। এখন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্মেলন কিংবা কর্মী সভা করার ইচ্ছা রয়েছে আমাদের। নগর ছাত্রলীগ কমিটির জন্য ইতিমধ্যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চসিকের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীনের বলয়ের প্রত্যাশিদের মধ্যে অনেকেই শীর্ষ দুইটি পদের জন্য জীবন বৃত্তান্ত জমা দিয়েছে। তাদের মধ্যে নগরের কলেজগুলোর পাশাপাশি থানা কমিটির নেতারাও রয়েছে।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, হালিশহর থানা ছাত্রলীগের আহ্বায়ক আবদুর রহিম জিসান, মহসিন কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী নাঈম, সিটি কলেজ নৈশ শাখার ছাত্রলীগের আহ্বায়ক আশীষ সরকার নয়ন, সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আকবর খান, পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার, চান্দগাঁও থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম বাবু, মহানগর ছাত্রলীগের সদস্য আরাফাত রুবেল, মোশাররফ চৌধুরী পাভেল, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি কাজী মো. আসিফ আলভী, কমার্স ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন প্রত্যাশিদের মধ্যে বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নগর ছাত্রলীগের উপসম্পাদক রাশেদ চৌধুরী এবং নগর ছাত্রলীগের সহ-সম্পাদক শৈবাল দাশ, উপসম্পাদক ইমরান আলী মাসুদ, নাছির উদ্দিন কুতুবী, হুমায়ুন কবির আজাদ, ওসমান গনি, ফাহাদ আনিস ও কোতোয়ালী থানা মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীমুর রহমান, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রাকিব।
প্রসঙ্গত, কেন্দ্র থেকে ২০১৩ সালের ২৯ অক্টোবর ইমরান আহমেদ ইমুকে সভাপতি ও নুরুল আজিম রনিকে সাধারণ সম্পাদক করে ২৪ জনের আংশিক কমিটি দেওয়া হয়। এরপর ২০১৪ সালের ১১ জুলাই ওই ২৪ জনসহ ২৯১ সদস্যের পূর্ণাঙ্গ নগর ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। বিভিন্ন ঘটনায় আলোচিত-সমালোচিত হওয়ার পর ২০১৮ সালের ১৯ এপ্রিল ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন নুরুল আজিম রনি। তাঁর স্থলাভিষিক্ত হন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। পরবর্তীতে তাকেও ভারমুক্তও করা হয়। এক বছর মেয়াদের ওই কমিটি ইতোমধ্যে এক যুগ পার করছে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক