ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

শ্রীপুরে দুর্জয়, কালিয়াকৈরে সেলিম চেয়ারম্যান নির্বাচিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২২-৫-২০২৪ বিকাল ৫:৩৬

গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাই অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় নির্বাচিত হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬ হাজার ৬২৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। আর কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সেলিম আহম্মেদ মোটরসাইকেল প্রতীক নিয়ে ৮৩ হাজার ৯৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা এ ফলাফল ঘোষণা করেন।

অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্রীপুর আসনের পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট রহমত আলীর ছেলে। তার ছোট বোন রুমানা আলী টুসি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীকে ৭০ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল (বই) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬৪ হাজার ৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের সাবেক ভিপি আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ (উড়োজাহাজ) পেয়েছেন ২৩ হাজার ৭৩৫ ভোট। সেলাই মেশিন প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সানজিদা রহমান। তিনি পেয়েছেন ২৩ হাজার ৯২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হালিমা খাতুন মৌসুমি কলস প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮১৮ ভোট।

অপরদিকে মঙ্গলবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সেলিম আহম্মেদ মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৩ হাজার ৯৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দিন সিকদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৩০৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো: মনোয়ার হোসেন। তিনি তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: রাজিব আহমেদ রাসেল বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ১৪৯ ভোট।  মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোসা: শরিফা আক্তার, তিনি হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮ হাজার ৪৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জায়দা নাসরিন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ১১০ ভোট।

উল্লেখ্য, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনের ৬ দিন আগে নির্বাচন কমিশন জামিল হাসান দুর্জয়ের মনোনয়ন বাতিল করেন। এরপর তিনি শেষ দিনে উচ্চ আদালত থেকে প্রার্থিতা ফিরে পেলেও প্রচারণার সময় না থাকায় আর নির্বাচনি প্রচার-প্রচারণা করতে পারেননি।

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক