ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

রোগাক্রান্ত মানুষের জীবন রক্ষা করছে মানবিক কল্যাণ দানবক্স


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৫-৫-২০২৪ দুপুর ২:৩

ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে পায়ে ক্ষত সৃষ্টি হয়েছিল বিভূতি নামে এক ব্যক্তির। ক্ষত পা নিয়ে ধুঁকতে থাকা ওই ব্যক্তির চিকিৎসা সহায়তা দেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ। তার পায়ের চিকিৎসা করে যন্ত্রণামুক্ত হয়েছিলেন তিনি। অন্যদিকে জটিলরোেেগ আক্রান্ত নুসরাত খান নাভিল নামে ৬বছর বয়সী এক শিশুর অপারেশন করা দুঃসাধ্য ছিল তাঁর পরিবারের। শিশুটির অপারেশনের জন্য এক লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও কিডনি, ক্যান্সার, প্যারালাইসিস, হৃদরোগসহ নানা রোগাক্রান্ত ২২ জনকে চিকিৎসার জন্য অর্থসহায়তা প্রদান করেছে নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ। জানা যায়, গত ২০২২ সালের শেষের দিকে উপজেলার নোয়াজিষপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার্দী সিকদারের উদ্যোগে একটি কাঁচের দানবক্স স্থাপন করা হয়। ৮জন নানা রোগাক্রান্ত মানুষকে ২ লাখ ৫০ হাজার টাকার অর্থসহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইউপি চেয়ারম্যানের  এই উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। গত বৃহস্পতিবার নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, চেয়ারম্যানের অফিস কক্ষের ভেতরে একপাশে দানবক্সটি রাখা হয়েছে। দানবক্সটির  সামনে লেখা আছে ‘আপনার খরচের অবশিষ্টাংশ মানব কল্যাণে দান করুন।’ দানও করেন সেবা গ্রহণের জন্য পরিষদে আসা বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। দানের এসব টাকায় জটিল রোগে আক্রান্ত সুবিধা বঞ্চিত, গরীব অসহায় মানুষদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। সংশ্লিষ্ট সূত্র মতে, গত রবিবার নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ মানবিক কল্যাণ তহবিল  (দানবক্স) থেকে মো. মনছুর নামের এক ব্যক্তির হার্টের বাইপাস সার্জারীর জন্য এক লাখ টাকা প্রদান করা হয়। গত ২০২৩ সালের ১২ আগস্ট রোগাক্রান্ত বিভূতিকে এবং ০৫জুন কিডনি, ক্যানসার, প্যারালাইসিস, হৃদরোগে আক্রান্ত  অসহায় দুঃস্থ ০৮ জন মানুষকে  ২ লাখ ৫০ হাজার টাকা, ২৫ ফেব্রুয়ারি এক শিশুর অপারেশনের জন্য ১ লাখ টাকা এবং আরও ১২জনসহ ২২জনকে ৬ লাখ ৩৯ হাজার ০৯ টাকা অর্থসহায়াতা প্রদান করা হয়। নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার বলেন, আমাদের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী মহোদয় প্রতিনিয়ত গরীব-অসহায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করার আহবান জানান। তাঁর অনুপ্রেরণায় গরীব-অসহায় মানুষের কথা বিবেচনা করে একটি দানবক্স বসিয়েছিলাম। কিন্তু এতসাড়া পাব তা কল্পনার বাইরে। আমার এলাকার যারা সেবা গ্রহণের জন্য আসেন এবং বিদেশ থেকে আসা প্রবাসীরা আমার সঙ্গে সাক্ষাত করতে আসলে তারা দানবক্সের উপরে লাগানো কাগজটি পড়ে টাকা ফেলে যান। এই মানবিক দানবক্স থেকে নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের মানবিক কল্যাণ তহবিল তথা মানবিক দানবক্স থেকে আমি এ পর্যন্ত ২২ জনকে ৬ লাখ ৩৯ হাজার ০৯ টাকা অর্থ সহায়তা প্রদান করেছি। একটি মানবিক দানবাক্সে  উপকৃত হচ্ছেন নানা রোগাক্রান্ত গরীব-অসহায় মানুষ। পরবর্তীতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদানের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। 
প্রসঙ্গত, স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য যাদের অর্থ সহায়তা প্রদান করা হয় তাদের নাম ঠিকানা ও অনুদান প্রদানের টাকার হিসেব রেজিস্টারে আকারে লিপিবদ্ধ হয়।

এমএসএম / এমএসএম

জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ

যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা

যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম

শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত

নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত