ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

চট্টগ্রামে বাস্তুহারা পুনর্বাসন প্রকল্পে প্রতিকি মূল্যে জমি বরাদ্দের দাবি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৭-৫-২০২৪ বিকাল ৫:৫১

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রকল্প "চট্টগ্রাম মহানগরীস্থ বাকলিয়ায় বাস্তুহারাদের পূনর্বাসনের ২৬৮৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান ও প্রকল্পের জায়গা সরকারী খাস জমি হওয়ায় তা প্রতীকিমূল্যে প্রকল্পের অনুকুলে বরাদ্দ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাস্তুহারা বস্তিবাসী শ্রমজীবি সমবায় সমিতি লিঃ। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত রোববার (২৬ মে) প্রধানমন্ত্রী বরাবরে একটি আবেদন করা হয়েছে। আবেদনে স্বাক্ষর করেছেন সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান হাবিব। 
আবেদনে বলা হয়েছে, গত বছরের ২৯ অক্টোবর চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া বাস্তুহারা বস্তিবাসি পুনর্বাসন প্রকল্প'র ২৬৮৮টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে অর্ন্তভূক্তির জন্য ইশতেহার প্রণয়ন কমিটির নিকট আবেদন করে "বাস্তুহারা বস্তিবাসী শ্রমজীবি সমবায় সমিতি লিঃ" যার নিবন্ধন নং-১৩৮২৮। নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে দেশের মহানগরী সমুহের ভাসমান বাস্তুহারা বস্তিবাসীদের পুনর্বাসনের লক্ষ্যে চলমান মেয়াদে অগ্রাধিকার ভিত্তিতে ফ্ল্যাট প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমতাবস্থায় চট্টগ্রাম মহানগরীর বাস্তুহারা বস্তিবাসীদের পুনর্বসান কল্পে গৃহীত প্রকল্পের জন্য স্থানীয় ৪ জন এমপির সুপারিশপত্র দাখিল করা স্বত্বেও এখনো পর্যন্ত আশানুরূপ কোন রকমের অগ্রগতি পরিলক্ষিত হয়নি। ফলে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারি খাস জমি প্রতিকি মূল্যে প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেয়া ও কার্যকরি ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর সহযোগীতা চেয়েছেন তারা।
আবেদনের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাস্তুহারা বস্তিবাসী শ্রমজীবি সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছিন্নমুল সমন্বয় সংগ্রাম পরিষদের উপদেষ্টা অধ্যাপক হাবিবুর রহমান হাবিব বলেন, বঙ্গবন্ধুকণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে মাদার অব হিউম্যানেটি অর্জন করেছে। তিনি মানবতার মা। আমি আশা করছি চট্টগ্রাম মহানগরের বাস্তুহারা বস্তিবাসির কথা বিবেচনা করে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। 

উল্লেখ্য প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিগত ২০১৮ সালের ২৩ জুলাই পরিকল্পনা নকশা ও বিশেষ প্রকল্পের সদস্য বরাবরে একটি পত্র পেরণ করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শামসুল আলম। যেখানে বলা হয়েছে চট্টগ্রাম শহরের বাকলিয়ায় বাস্তুহারাদের পুনর্বাসন করার জন্য ১৪ তলা বিশিষ্ট ১২ টি ভবন নির্মাণ করার কথা উল্লেখ করেছেন এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯৫৩ কোটি টাকা। এর আগে ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর বিকাল ৩ টায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক জিওবি অর্থে বাস্তুহারাদের উদ্দেশ্যে চট্টগ্রামের বাকলিয়ার বাস্তুহারাদের পুনর্বাসনের জন্য ২৬৮৮ টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ শীর্ষক প্রকল্প প্রস্তাবের উপর অভ্যন্তরিন যাচাই কমিটির সভায় আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ২০১৮ সালের ১৬ অক্টোবর সিনিয়র সহকারি প্রধান প্রকৌশলী মো. মুমিতুর রহমান স্বাক্ষরিত একটি পত্র  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবরে প্রেরণ করেন। ২২/০১/২০১৯ সালের ২২ জানুয়ারী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর বরাবরে পাঠানো এক আবেদনে চট্টগ্রামের ৪ জন এমপি সুপারিশ করেন। এরপর ২০২৩ সালের ২৯ অক্টোবর বাংলাদেশ আওয়ামীলীগের দ্বাদশ সংসদ নির্বাচনের নির্বাচনী ইশতেহারে প্রকল্পটি অর্ন্তভুক্তির জন্য ইশতেহার প্রণয়ন কমিটির নিকট একটি পত্র দেয়া হয়।

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক