ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে প্রতিষ্ঠান আত্মসাৎ করতে মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৮-৫-২০২৪ দুপুর ৪:১৭

গাজীপুরে মহসিন ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটারের মালিকানা আত্মসাৎ করতে আমেরিকা প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাজীপুর প্রেসক্লাবে সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেনের সভাপতিত্বে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে মহসিন ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটারের সদ্য সাবেক মালিক আমেরিকা প্রবাসী মোহাম্মদ মহসিনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছোট ভাই ও প্রতিষ্ঠানটির বর্তমান মালিক মাসুদ সরকার।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০০২ সালে মোহাম্মদ মহসিনের নামে ট্রেড লাইসেন্স নিয়ে ‘মহসিন ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার’ নামে গাজীপুর শহরের শিববাড়ি এলাকার আকলিমা প্লাজায় ইলেকট্রনিক্স ও কম্পিউটার পণ্যের ব্যবসা শুরু করা হয়।

এতে লগ্নিকারী আমেরিকা প্রবাসী রেমিটেন্সযোদ্ধা মোহাম্মদ মহসিনের মালিকানা ৪০ ভাগ, তার ফুফাতো ভাই ও অভিযুক্ত আতিকুর রহমান বিনা পুঁজিতে ব্যবসায় অভিজ্ঞতা কাজে লাগাবে বলে (ওয়ার্কিং পার্টনার) ৩৫ ভাগ এবং বেলায়েত হোসেনের ২৫ ভাগ মালিকানা হিসেবে চুক্তি করে ৩৫ লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি শুরু করেন। তাতে মোহাম্মদ মহসিন চেয়ারম্যান, আতিকুর রহমান ব্যবস্থাপনা পরিচালক ও বেলায়েত হোসেনের ম্যানেজার পদ নির্ধারণ করা হয়।

মূল মালিক মোহাম্মদ মহসিনের আমেরিকা থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত আতিকুর রহমান ব্যবসার হিসাব দিচ্ছিলেন না। অপরদিকে ম্যানেজার বেলায়েত হোসেনকে মিথ্যা চুরির অভিযোগ দিয়ে মারধর ও হয়রানি করে ব্যবসা থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। চুক্তির শর্ত ভঙ্গ করে অবৈধভাবে অভিযুক্ত আতিকুর রহমান তার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট ও ট্রেড লাইসেন্সে কারসাজি করেছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মূল মালিক মোহাম্মদ মহসিন দেশে এসে ব্যবসার হিসাব চাইলে অভিযুক্ত আতিকুর রহমান ব্যবসা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিজের বলে দাবি করে মোহাম্মদ মহসিনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। ভাড়াটে গুণ্ডাবাহীনি ও সাদা পোশাকধারী পুলিশ দিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

পরে অভিযুক্ত আতিকুর রহমানের অত্যাচারে টিকতে না পেরে তার ব্যাবসার অংশ তার ছোটভাই ও গাজীপুর কম্পিউটার সমিতির কর্মকর্তা মোহাম্মদ মাসুদ সরকারের কাছে বিক্রি করে দেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ০১ মে ২০২৪ তারিখে সন্ধ্যার পরে ব্যবসা প্রতিষ্ঠানে গেলে অভিযুক্ত আতিকুর রহমানের বড় ভাই শাখাওয়াত হোসেনের স্ত্রী সাবিনা ইয়াসমিন মোহাম্মদ মহসিনের উপর হামলা করেন। তখন মোহাম্মদ মহসিন পাশের একটি দোকানে গিয়ে আশ্রয় নিলে ওই মহিলা সেই দোকানে ঢুকেও তার উপর হামলা চালায়। এ সময় সংবাদ সম্মেলনে হামলার ঘটনার ভিডিও ফুটেজ সাংবাদিকদের দেখানো হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অভিযুক্ত আতিকুর রহমান গং তাদের আত্মসাৎ প্রক্রিয়া সম্পন্ন করতে না পেরে আরও নানান অসৎ উপায় প্রয়োগ করতে থাকে। এরই ধারাবাহিকতায় আতিকুর রহমান তার স্ত্রী মনিরা আক্তারকে বাদি করে মোহাম্মদ মহসিন ও মোহাম্মদ মাসুদ সরকারকে বিবাদী করে গাজীপুর আদালতে নারী নির্যাতনের একটি মিথ্যা মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে সামাজিক নিরাপত্তা, ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার চেয়ে সচেতন মহল ও প্রশাসনের কাছে আবেদন জানানো হয়।

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক