নতুন ভবনের দাবি
মনোহরগঞ্জে সরসপুর ইউনিয়ন পরিষদ কক্ষ সংকট

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ২ নং সরসপুর ইউনিয়ন পরিষদের কক্ষ সংকটের ভোগান্তিতে ভুগছেন ইউনিয়নের জনসাধারণ, নতুন ভবনের দাবি। ইউনিয়ন পরিষদ জিন্ন ছিন্ন একটি ৪ কক্ষের (৪২) বছর এর ভবন। ইউনিয়নে নেই ভূমি অফিস, পরিষদের মধ্যে একটি কক্ষে চলছে ভূমি অফিসের কার্যক্রম । পরিষদের সচিব এর নেই কোন আলাদা কক্ষ। তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম করছেন আদালত কক্ষে, গ্রাম আদালত, সাল্লীশ কক্ষ , পরিষদের প্রয়োজনীয় সচিবের কাগজপত্র, আলমিরা, শোকেস, টেবিল রয়েছে একই কক্ষে। এছাড়া এই কক্ষে রাখা হয় ভিজিডি কাডের (৩০) কেজি চাউলের বস্তা যা একই কক্ষে বিতরণ হয়। সেই কক্ষে টিসিবির মাল গুদামজাত ও বিতরণ করা হয়। ভিজিএফ এর চাউল এবং দুর্যোগ কালীন সময়ে দেয়া ত্রাণ সামগ্রী রাখা ও বিতরণ করা হয়। ডিজিটাল উদ্যোক্তা একটি কক্ষে কার্যক্রম করেন, ছোটো একটি রুমে পরিষদের চেয়ারম্যান তার অফিস করেন। সরসপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আবুতাহের বলেন - আমাদের নতুন ভবনের প্রয়োজন, পরিষদের সচিব এর কোন কক্ষ নেই, আমরা পরিষদের সদস্য আমাদের মেম্বারদের ও মহিলা মেম্বারদের বসার কোন স্থান নাই, একই কক্ষে টিসিবির মাল বিতরণ, ভিজিডি, ভিজিএফ, ন্যায্য মূলের চাউল বিতরণ, গ্রাম আদালত, সচিব এর আলমারি, টেবিল, ল্যাপটপ, সচিবের অফিসের কার্যক্রম, একই কক্ষে চলছে আমাদের মাসিক মিটিং দুর্ভোগের শেষ নাই। সচিব মোঃ সফিক উল্লাহ বলেন - স্থায়ীভাবে বসার কক্ষের অভাব, পুরাতন এই ভবনে একই কক্ষে গ্রাম আদালত পরিচালনা করা হয়, দাপ্তরিক সকল কাজ সম্পূর্ণ করতে হয়, জনগণকে বসার কনো স্থান দিতে পারি না। আলাদা কক্ষ না থাকার কারণে আলমারিসহ বিভিন্ন নথিপত্র সংরক্ষণ করা সম্ভব হয় না, সব সময় ঝুকিতে থাকতে হয়, অফিসের কাজকর্ম করা ল্যাপটপ, আলমারি, টেবিল প্রয়োজনীয় কাগজপত্র রাখা সম্ভব হয় না, ফোনের মাধ্যমে যোগাযোগ করে কাজ করতে হয়। সরসপুর ইউনিয়ন পরিষদের একটি কমপ্লেক্স ভবন দ্রুত নির্মাণ করা প্রয়োজন, নতুন ভবন নির্মাণ করা হলে জনগণের উপকার হবে,এবং ভোগান্তি থেকে মানুষ রেহাই পাবে । সরসপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সরসপুর ইউনিয়ন পরিষদের দুই বারের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন - ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন সেবা মূলক কাজকর্ম করে যাচ্ছি, গ্রামকে শহর করার লক্ষ্যে মন্ত্রী মহোদয় যেই প্রতিশ্রুতি দিয়েছে আমরা সে সুফল পাচ্ছি । মাতৃত্বকালীন ভাতা, বিজিএফ, ডিজিডি, শিশু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, টিসিবির মাল, ন্যায্য মূল্যের চাউল, আমি ইউনিয়নে মাইকিং করে সেবা দিয়ে আসছি । আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জনগণের পাশে থাকলে জনগণ উপকার পাবে, জনগণ আমাদের কে ভোট দিবে, আমরা ভোটের রাজনিতি করতে হলে জনগণের পাশে থাকতে হবে। আমার ইউনিয়ন পরিষদে বসতে পারেনা পরিষদের পুরুষ ও মহিলা সদস্যরা, সচিব এর কোন কক্ষ নাই তিনি বসে অফিস করতে পারেন না, একই কক্ষে গ্রাম আদালতের বিচার করতে হয়। ভূমি অফিস নাই, পরিষদের কক্ষে তারা অফিস করেন। আমার ইউনিয়ন পরিষদের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে । মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট দাবি করছি সরসপুর ইউনিয়ন পরিষদের একটি নতুন ভবন করে দেওয়ার জন্য । এ ইউনিয়নে রয়েছে( ১৭) টি গ্রাম, মৌজা (১২) টি, ইউনিয়নের লোক সংখ্যা (২৩৬৯১) জন, পুরুষ ( ১০৬২৫) জন, মহিলা (১৩০৬৬) জন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ( ৩) টি, ফাজিল মাদ্রাসা (১) টি, প্রাথমিক বিদ্যালয় (১১) টি, এতিমখানা (৩) টি, নূরানী মাদ্রাসা (৬) টি, হাফিজিয়া মাদ্রাসা (১) টি, মসজিদ (৪৬) টি, মন্দির (৪) টি ।
এমএসএম / এমএসএম

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রীনগরে রেলওয়ে আন্ডারপাস থেকে নারীর কাটা লাশ উদ্ধার

হাটহাজারীতে জশনে জুলুছ উদযাপিত

গলাচিপায় প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
