কর্ণফুলীতে উপজেলা আ.লীগের সাথে শ্রমিক লীগের মতবিনিময়

চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবগঠিত কর্ণফুলী উপজেলা শ্রমিক লীগ।
শুক্রবার (৩১ মে) রাত ৮টার দিকে উপজেলার শিকলবাহা জাহাঙ্গীর চেয়ারম্যানের বাংলোতে এ সভার আয়োজন করে উপজেলা শ্রমিক লীগ।
নবগঠিত কমিটির সভাপতি বাহাদুর খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন বাপ্পির সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা শ্রমিক লীগের সভাপতি নূরুল হাকিম। এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ। বিশেষ অতিথি ছিলেন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আ. লীগের সাবেক সহ সভাপতি এস এম সালেহ, চরলক্ষ্য ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী, জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক,আ. লীগ নেতা মহিউদ্দিন মাইজভান্ডারি, সিটি কলেজের সাবেক জিএস জকির আহমদ মামুন, সাবেক ছাত্রনেতা কামাল, লায়ন এম এন ছাবের, পটিয়া পৌরসভা শ্রমিক লীগের সভাপতি মো. জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাঈদ খাঁন আরজু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ফয়সাল ইমরান, উপজেলা যুবলীগের সহ সম্পাদক মো. হানিফ, চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন, জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন নয়ন, সাবেক ছাত্রলীগ নেতা মুহাম্মদ ইয়াছিন আরাফাত, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ সাজিদ, যুগ্ম আহ্বায়ক এম সাইফুদ্দিন, জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নূরুল হক চৌধুরী, শিকলবাহা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ছাত্রলীগ নেতা জ্যাক মামুন, শিকলবাহা ইউপি সদস্য মোহাম্মদ আবু তালেব, আসাদুজ্জামান কায়ছার, বড়উঠান ইউপি সদস্য বাহাদুর খাঁন, শিকলবাহা সাবেক ইউপি সদস্য আবু তাহের,শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুহাম্মদ ইউসুফ, উপজেলা মৎস্য জীবী লীগের আহ্বায়ক সৈয়দুল হক, জুলধা ইউনিয়ন ওয়ার্ড আ.লীগের সহ সভাপতি অছি মিয়া, চরপাথরঘাটা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজগর আল পাপ্পু, যুবলীগ নেতা নজরুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল, সহ দপ্তর সম্পাদক এম ইয়াকুব আলী, শ্রমিক লীগ নেতা মুহাম্মদ আলী, আবুল হাসেম, আমির, সোহেল, তৈয়ব, মুহাম্মদ শফি,শিকলবাহা ইউনিয়ন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহসভাপতি শাহাদাত হোসেন সাগর, চট্টগ্রাম দক্ষিণ মুহাম্মদ ইকবাল, যুবলীগ নেতা মুহাম্মদ কামরুল ইসলাম, শিকলবাহা স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদ, ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন শিহাব, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ আকিব জাবেদ, শাহরিয়ার চৌধুরী ইমরান,শেখ আনসার, মোস্তফা শাকিল, মঈনুল ইসলাম সজিব, আজিজুল হক আজিজ, ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান সাকিব, রাকিব, মুহাম্মদ মাহাবুব, মোঃ বাবর আজম, মৎস্য জীবী লীগ নেতা মুহাম্মদ জসিম উদ্দিন, মো. পারভেজ, শ্রমিক লীগ নেতা রাজ মুহাম্মদ দিদার, মুহাম্মদ মহিউদ্দিন, এনায়েত উল্লাহ প্রমুখ।
এতে বক্তারা বলেন, বক্তারা বলেন,বঙ্গবন্ধু সারাজীবন শ্রমিক ও মেহনতি মানুষের জন্য কাজ করে গেছেন। আন্দোলন করতে গিয়ে নানানভাবেই নির্যাতিত হয়েছেন। শ্রমিক লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া দল। দলের প্রত্যেকটি কর্মী বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করছে।
কর্ণফুলী উপজেলার গার্মেন্টস -কারখানা গুলোতে কর্মী নিয়োগে অধিকতর স্বচ্ছতা, শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন ও শ্রমিকদের অধিকার রক্ষার জন্য কাজ করতে নবগঠিত কমিটিকে আহবান জানান বক্তারা।
এর আগে বিকাল ৫টার দিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা নগরীর চন্দনপুরা এলাকায় অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান এমপির পিতা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও রাষ্ট্রদূত আতাউর রহমান কায়সার ও তার স্ত্রী নিলুফার কায়সারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।
এমএসএম / এমএসএম

দুই বছরেও প্রাণ ফেরেনি কক্সবাজার রেলস্টেশনে, আসছে বিদেশি দরপত্র

ভোলাহাটে কৃষি প্রণোদনা বিতরণ

শেরপুরে জাল টাকার ঘটনায় জড়িত পোস্ট অফিসের দুই কর্মচারি গ্রেপ্তার: কারাগারে প্রেরণ

নরসিংদীতে অপরাধ দমনে পুলিশের টানা অভিযান, গ্রেফতার ৫৪

পাবনায় একটি বেসরকারি হাসপাতালে নারী রোগীকে যৌনহয়রানির অভিযোগ, গ্রেপ্তার ৩

পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা লামিয়া হত্যার মামলার রায় ঘোষণা ২২ অক্টোবর

সীমান্তবর্তী চার জেলার থানার সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ কার্যক্রমের সিদ্ধান্ত

মনোহরদীর রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষামূলক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ত্রিশালে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

অভয়নগরে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু

রাজশাহীতে সড়ক ও জনপথের কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

দোহারে তরুণদের মিলনমেলা: অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা
