বশেমুরকৃবি ও চীনের ডিআইসিপি'র দ্বি-পাক্ষিক গবেষণায় ঐক্যমত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) ও চীনের স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান দালিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল ফিজিক্স (ডিআইসিপি) এর উচ্চ-পর্যায়ের এক প্রতিনিধিদলের সাথে আলোচনা মধ্যে দ্বি-পাক্ষিক গবেষণা সহযোগিতা বিনিময়ে একটি সভায় ঐক্যমত হয়েছে। বশেমুরকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংস্থা (এপিএন) এর বিভিন্ন প্রোগ্রামে যোগদানের লক্ষ্যে চীন হয়ে মঙ্গোলিয়া ও ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রাপথে ডিআইসিপি'র সাথে পূর্বে স্বাক্ষরিত পারস্পরিক সহযোগিতা চুক্তির আওতায় প্রথমে চীনা (ডিআইসিপি) প্রতিনিধি দলের বশেমুরকৃবি পরিদর্শন এবং পরবর্তীতে বশেমুরকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ আজিজুল হক, প্রফেসর ড. ইমরুল কায়েস ও প্রফেসর ড. মোঃ জাহিদুল হাসান'সহ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের চার জন বিজ্ঞানী এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ঐ সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
ডিআইসিপি আয়োজিত সভায় প্রতিষ্ঠানটির ভাইস-ডিরেক্টর প্রফেসর ইয়ানকিয়াং হুয়াং, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা বিভাগের ডেপুটি ডিরেক্টর প্রফেসর চেন ঝাং এবং গ্লাইকো-ইঞ্জিনিয়ারিং রিসার্চ গ্রুপের গ্রুপ লিডার প্রফেসর হেং ইন সহ সংশ্লিষ্ট বিজ্ঞানী, গবেষক ও গ্র্যাজুয়েট শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। চীনের লিয়াওনিং প্রদেশে অবস্থিত খ্যাতনামা এই গবেষণা প্রতিষ্ঠানটির সেমিনার কক্ষে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় উভয়পক্ষই স্ব-স্ব প্রতিষ্ঠানের গবেষণা সাফল্য ও কার্যক্রমসমূহ উপস্থাপন করেন। উপস্থিত সকলেই পারস্পরিক সহযোগিতা বিনিময়ের ক্ষেত্রসমূহ চিহ্নিত করে সুনির্দিষ্ট গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে ঐকমত পোষণ করেন। সভায় সময়োপযোগী আধুনিক শিক্ষা ও গবেষণা উপকরণ, বৈজ্ঞানিক প্রকাশনা, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনায় উভয়পক্ষই শিক্ষা ও গবেষণার অগ্রসরকল্পে বিদ্যমান সম্পর্ককে আরো উচ্চতর পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যাশা দৃঢ়তার সাথে ব্যক্ত করেন। এ সফরে বশেমুরকৃবি’র গবেষণা খাত অনন্য উচ্চতায় পৌঁছাবে যার সুফল ভোগ করবে বিশ্ববিদ্যালয় তথা পুরো দেশ এমন আকাঙ্ক্ষা পোষণ করেন উপস্থিত বশেমুরকৃবি’র বিশেষজ্ঞবৃন্দ।
এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
