সন্ত্রাসী হামলায় ওয়ারেন্টকৃত আসামীদের গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলন

রাঙ্গুনিয়া থানা সার্কেল অফিসার (এএসপি) এবং বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবের যোগসাজসে প্রবাসী নুরুন্নবীর ওয়ারিশ সম্পত্তিতে নির্মাণাধীন ভবন ভূমিদস্যু কামাল হানিফ ও খোকন কন্ট্রাক্টর গং কর্তৃক জোর দখলের প্রতিবাদ ও প্রতিকারে সংবাদ সম্মেলন করেছে এক গৃহিনী।চট্টগ্রাম প্রেস ক্লাবে বুধবার সকালে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
সংবাদ সম্মেলন তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন বেতাগী ইউনিয়নের খুব সাধারণ একজন নারী। আমার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে আমাদের সংসার চালান এবং দেশের কল্যানে কাজ করেন। সরকারকে রেমিটেন্স দিয়ে দেশের উন্নয়নে সহায়তা করছেন।
আমি নুর নাহার বেগম মিনু, প্রবাসী নুরুন্নবীর পক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার কথা নয়। আমার বাচ্চাদের নিয়ে সুখে ও সুন্দরভাবে জীবন যাপন করার কথা। কিন্তু দুভার্গ্যজনক হলেও সত্য যে, অস্থিতিশীল সমাজের নোংরা মানুষের নানান অপকর্মে ও আধিপত্যের কারণে আজকের সংবাদ সম্মেলনে করতে হচ্ছে । আজকের সমাজ ব্যবস্থা এতো বর্বর ও নির্মমতায় ছেয়ে গেছে আমার মতো খুব সাধারণ নারীকে ঘর ছেড়ে রাজপথে আসতে বাধ্য করেছে।
আমার প্রবাসী স্বামী মুহাম্মদ নুরন্নবীর পৈত্রিক সম্পত্তির রক্ষণাবেক্ষনে আমাদের পরিবারের দেখভাল করার জন্য পুরুষ কোন সদস্য নেই। যারা কলংকিত সমাজের নানান নগ্ন চরিত্রকে মোকাবেলা করে আমার পরিবারকে নিরাপত্তা ও সুরক্ষা দিতে পারে। আমি একা নারী, আমি আমার পরিবার ও জায়গা-জমি রক্ষায় অনেকদিন ধরে ন্যায্য লড়াই চালাতে চালাতে আজ হাঁপিয়ে উঠেছি। আমি আমার বাচ্চাদের পড়ালেখা দেখভাল ও সংসার করবো? নাকি প্রতিদিন, প্রতিনিয়ত, মাসের পর মাস, বছরের পর বছর থানা-পুলিশ, কোটকাচারি, চেয়ারম্যান, মেম্বার, এসআই, ওসি, সার্কেল এএসপির ধারে ধারে বিচার প্রার্থী হয়ে, বিচার না পেয়ে ফিরে আসবো? কোথাও কোনো বিচার পাবো না। নিরাপত্তা পাবো না? সবসময় মৃত্যু ঝুঁকিতে থাকবো, পরিবারের বাকী সদস্যরা নানান হুমকীর মধ্যে নিরাপত্তাহীন থাকবো? কার কাছে গেলে ন্যায়বিচার পাবো, কার ধারে গেলে নিজের স্বামীর, সন্তানের, স্বামী স্বজনদের ও সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা পাবো আমি জানি না। এরকম অনিশ্চিত বেঁচে থাকাটা ও আমার জন্য বেশ কঠিন হয়ে পড়েছে।
আমি ভূমিদস্যু সন্ত্রাসী কর্তৃক আমাদের উপর হামলায় ফৌজদারী মামলায় ওয়ারেন্টকৃত আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচার ও শাস্তি দাবী করছি।
এমএসএম / এমএসএম

ছুটি ছাড়াই ২৩ মাস অনুপস্থিতির পর চসিকে ইঞ্জিনিয়ার তৈয়ব

বেনাপোলে ২ মণ গাঁজা সহ কিশোর আটক

নবীনগরে ফেসবুকে অপপ্রচার, গ্রামে মানববন্ধন ও থানায় অভিযোগ

নেত্রকোনায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে লড়ছেন ডাঃ মোঃ আনোয়ারুল হক”

সার পাচারকালে তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ

সন্দ্বীপ উপজেলা বিএনপির ৫ সিনিয়র নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!
